SDXL – MidJourney এর বিকল্প সেরা ওপেনসোর্স ইমেজ জেনারেটিভ টুল

Level 34
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা

আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই, আশা করছি ভাল আছেন। বরাবরের মত হাজির হলার নতুন একটি টিউন নিয়ে।

MidJourney সম্পর্কে আমরা সবাই জানি, টেক্সট থেকে ইমেজ জেনারেট করার দারুণ একটি টুল। কিন্তু এর অসুবিধা হল এখন ফ্রিতে আর কেউ এই টুল ব্যবহার করতে পারে না। তো আজকের এই টিউনে আমরা দেখব কীভাবে ফ্রিতে MidJourney এর মত ইমেজ তৈরি করতে পারবেন।

SDXL 0.9 কী?

SDXL 0.9 একটি এডভান্সড AI ইমেজ জেনারেটর মডেল। গত জুন মাসে, Stability AI এটি ঘোষণা করে। এটি বর্তমানে Stable Diffusion text-to-image Suit মডেলের এডভান্সড ডেভেলপমেন্ট। এপ্রিলে রিলিজ করা Stable Diffusion XL beta এর চেয়ে এটি আরও বেশি এডভান্সড। SDXL 0.9 তৈরি কর‍তে পারে তার পূর্বসূরি থেকে আরও ডিটেইল ইমেজ৷

SDXL 0.9 ভার্সনটিতে এর Beta ভার্সন থেকে অনেক বেশি প্যারামিটার ব্যবহার করা হয়েছে। এর বেইস মডেলেই রাখা হয়েছে ৩.৫ বিলিয়ন প্যারামিটার। এটি ওপেনসোর্স ইমেজ মডেলের দিক থেকে অন্যতম সর্ববৃহৎ মডেল।

এটি একটি ওপেন সোর্স ইমেজ জেনারেটিভ মডেল এবং এর কোড গিটহাবে এভেইলেবল রয়েছে। কেউ চাইলে অফলাইনেও এটি ইন্সটল করে ব্যবহার করতে পারবে। সেক্ষেত্রে অবশ্য ভাল কনফিগারেশনের পিসি প্রয়োজন হবে।

এই মডেলটি রান করতে অবশ্যই Windows 10, 11, অথবা Linux অপারেটিং সিস্টেম লাগবে। র‍্যাম লাগবে মিনিমাম ১৬ জিবি, একটি Nvidia GeForce RTX 20 গ্রাফিক্স কার্ড অথবা এর সম পরিমাণ বা এর চেয়ে আরও আপডেট, মিনিমাম ৮ জিবি VRAM। লিনাক্স ইউজাররা কম্পিটিবল AMD কার্ডের সাথে 16GB VRAM দিয়েও এটি রান করতে পারে।

আপনার জন্য সুখবর হচ্ছে আপনাকে এই মডেলটি অফলাইনেই ব্যবহার করতে হবে এমনটি নয়। আপনি অনলাইনেও চাইলে এটি ব্যবহার করতে পারেন। বর্তমানে এই মডেলটির এক্সেস আপনি clipdrop এ পেয়ে যাবেন এবং clipdrop.co ব্যবহার করে তৈরি করতে পারেন চমৎকার সব ইমেজ।

ClipDrop

অফিসিয়াল ওয়েবসাইট @ ClipDrop

কীভাবে ClipDrop ব্যবহার করবেন

সম্পূর্ণ বিনামূল্যে আপনি ClipDrop টুলটি ব্যবহার করতে পারবেন এবং ব্যবহার পদ্ধতিও অনেক সহজ। সঠিক ভাবে Prompt দিতে পারলে এটি আপনাকে তৈরি করে দিতে পারবে চমৎকার সব ইমেজ। চলুন দেখে নেয়া যাক কীভাবে ClipDrop ব্যবহার করবেন,

প্রথমে ClipDrop ওয়েবসাইটে চলে যান

এখানে আপনি ইমেজ সংক্রান্ত বিভিন্ন টুল দেখতে পাবেন যেমন, Uncrop, Cleanup, Relight ইত্যাদি। টেক্সট থেকে ইমেজ জেনারেট করতে Stable Diffusion XL এ ক্লিক করুন

নির্দিষ্ট Prompt দিন, নিচে থেকে স্টাইলও সিলেক্ট করতে পারেন, সব কিছু সিলেক্ট করে Generate এ ক্লিক করুন।

ফলাফল!

আপনি চাইলে অন্যান্য টুল গুলোও ব্যবহার করতে পারেন। Relight টুলটিও চমৎকার

শেষ কথা

যারা এই মুহূর্তে MidJourney এর সেরা বিকল্প খুঁজছেন তাদের জন্য ClipDrop টুলটি দারুণ হতে পারে। আশা করা যায় এই টুলে আপনি সেরা রেজাল্টই পাবেন কার‍ণ এখানে ব্যবহার হচ্ছে এডভান্সড জেনারেটিভ ইমেজ মডেল SDXL 0.9।

আজকে এ পর্যন্তই শীঘ্রই দেখা হবে নতুন কোন টিউনের সাথে ততদিন ভাল থাকুন, আল্লাহ হাফেজ।

Level 34

আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 568 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 112 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস