ChatGPT সম্পর্কে একটু ধারনা

ছবি টা সরাসরি Internet থেকে নেয়া। তা যাই হোক। যারা Tech Tune এর প্রতিদিনের পাঠক তারা তো Chat GPT সম্পর্কে ভালো ধারণা লাভ করেছেন। তাই আমি চাচ্ছিলাম না এটা নিয়ে তেমন কোন Blog লিখবো। কিন্তু বেশ কিছু দিন Chat GPT ব্যবহার করার পর ইচ্ছা হচ্ছে কিছু লিখি। পড়লে আপনাদের উপকারে আসবে বলে মনে করি।

আজ আমি ৫ টি ভাগে Chat GPT সম্পর্কে লিখবো।

  1. Chat GPT কি।
  2. Chat GPT এর ব্যবহার।
  3. Chat GPT এর কর্ম দক্ষতা।
  4. Chat GPT এর উপকারিতা।
  5. Chat GPT এর অপকারিতা।

আমার তো মনে হচ্ছে আমি Chat GPT রচনা লিখতে যাচ্ছি। যাই হোক লিখা শুরু করি।

 

Chat GPT কিঃ

Chat GPT এর প্রতিষ্ঠা কম্পানি হল Open AI. ২০১৫ সালে এটি তৈরি হয় মানে Open AI. এখানের অংশীদার হিসেবে ছিলো এলন মাস্ক, স্যাম অল্টম্যান, গ্রেগ ব্রকম্যান আরো কিছু Important মানব।

নাম দ্বারাই বোঝাযাচ্ছে এটি একটি Chatting System। কিন্তু এখানে একটু সমস্যা আছে। Chat GPT দ্বারা কোন মানুষের সাথে কথা বলা যায় না। সে নিজেই আপনার সাথে কথা বলবে মানে System টি। এটি একটি কৃত্তিম বুদ্ধীমত্তা সম্পন্ন Chatting Bot. আপনি যা বলবেন সে তার উত্তর দিবে। এতে শুধু email দ্বারা account খুলে Chatting শুরু করে দিন।

 

Chat GPT এর ব্যবহারঃ

আমি তো শুধু বিভিন্ন তথ্য জানার জন্য এটি ব্যবহার করি। মাঝে মাঝে তাকে আটকানোর জন্য ব্যবহার করি কিন্তু সে বলে "As a machine learning model, my knowledge is based on the data that I have been trained on." এবং এর সাথে related কিছু শব্দ যা দ্বারা সে উত্তর দেয়। নিম্নে তার কিছু কাজের প্রকার লিখা হলোঃ

Natural Language Processing (NLP):
Chatbots and conversational agents:
Content creation:
Business:
Education:
Research:
Healthcare:
Law:
Finance:
Marketing:
Gaming:
Human Resources:
Engineering:
Retail:
Agriculture:
Transportation:
Customer Service:
Public services:
Art and Entertainment:
Robotics:

উপরোক্ত যত গুলো কথা বলা হয়েছে তা বিস্তারিত লিখে আমি আপনাদের সময় নষ্ট করবো না। (আমারো ত কষ্ট হয়😁😁) কিন্তু আমি এক কথায় সব বুঝিয়ে দিব। উপরের সব কাজ সে করতে পারে কিন্তু শুধু text আকারে। যেমন Healthcare সম্পর্কে আপনি যা জানতে চান সেই প্রশ্ন টাই আপনি সেখানে বলুন মানে Type করুন, আবার Marketing সম্পর্কে কোন কোন resource আছে তা জানতে আপনি এটি ব্যবহার করতে পারেন। আবার Robotics এর জন্য কি কি প্রয়োজন এবং কোডের ধরন কি রকম হবে ইত্যাদি। Chat GPT দ্বারা যে কোড টি সে নিজে লিখে দিবে তার ব্যবহার কিছুটা জটিল। কেননা সে একটি Mechine এবং তার কোড অনেক Hard হয়। কিন্ত আপনি যদি নির্দিষ্ট কোন কিছু করতে বলে নির্দিষ্ট Tag, value, Attribute দিয়ে গুছিয়ে বলেন তাহলে কিছুটা ব্যবহার যোগ্য। তার চেয়ে নিজে কোড করা ভালো।

 

  Chat GPT এর কর্ম দক্ষতাঃ

এটির কর্ম দক্ষতা মোটামুটি ভালো। সব ধরনের উত্তর সে দিতে পারে কিন্তু কোন ধরনের সিদ্ধান্ত সে নিতে পারে না। আমি তাকে প্রশ্ন করেছিলাম "ডিম আগে নাকি মুরগি আগে?" সে বলল এটি একটি Paradox. কিন্তু আমি বললাম মুরগি আগে Biologically সম্ভব। সে বলল It's possible. অর্থাৎ সে ঝগরা করে না। আবার সে কাউকে ছোট করে না, সব ধর্মের প্রতিও সে সমান বিচার রাখে। যদিও তাকে এভাবেই program করা হয়েছে। সে coding করতে পারে Math করতে পারে, Formula বলতে পারে।

সে কোন link scan করতে পারে না, তার Database ২০২১ এ্‌ এজন্য ২০২২ এর অনেক কিছুই পাওয়া যায় না। কিন্তু এটি update নিতে নিতে ঠিক হয়ে যাবে। মাঝে মধ্যে লাল লাল লিখা ওঠে An error occurred. তা আবার refresh করলে ঠিক হয়। Internet connection ভালো না হলে এটি চলেই না।

 

Chat GPT এর উপকারিতাঃ

এর উপকারিতা তো বোঝাই যচ্ছে। যে কোন ধরনের Product এর জন্য Article সে নিজেই লিখতে পারে। চিঠি, রচনা, প্রতিবেদন আরো এরকম যা কিছু আছে তা তাকে দিয়ে লিখানো সম্ভব। কিন্তু সব ইংরেজিতে। বাংলা সে তেমন পারে না। কিন্তু অনুবাদ করতে পারে।  যেমনঃ

কিছুটা Google Translator এর মত। কিন্ত তার চেয়ে ভালো।

 

Chat GPT এর অপকারিতাঃ

প্রথমে আমার যে ক্ষতিটা হয়েছে তার কথাই বলে নি.

"Suggest me 40 Hacking with action movie name" লিখে Search দিয়েছিলাম। ৩৫ টা মুভি দেখেছি বাকি পাচটা আগের দেখা তাই আর দেখিনি😆😆😆। আমি অনেক দিন কিছুই করি নি। না পড়ালিখা না Blog লিখা। শুধু মুভিদেখা।

মুভিগুলার লিস্ট দিলাম.

"Blackhat"
"Sneakers"
"The Girl with the Dragon Tattoo"
"The Matrix"
"Takedown"
"Swordfish"
"Hackers"
"WarGames"
"Track Down"
"Firewall"
"Eagle Eye"
"The Italian Job"
"Die Hard 4: Live Free or Die Hard"
"The Social Network"
"GoldenEye"
"Enemy of the State"
"The Net"
"Source Code"
"Live Free or Die Hard"
"Mission Impossible: Rogue Nation"
"Ghost in the Shell"
"The Bourne Identity"
"The Imitation Game"
"The Takedown"
"The Fifth Estate"
"The Interpreter"
"The Recruit"
"The Kingdom"
"The Spy Who Loved Me"
"The Saint"
"The Sum of All Fears"
"The Long Kiss Goodnight"
"The Good Shepherd"
"The Jackal"
"The Edge of Tomorrow"
"The Accountant"
"The Red Sparrow"
"The November Man"
"The Cold Light of Day"
"The Dark Knight"

দেখার জন্য দেই নাই, গনেন এখানে কয়টা আছে😎😎।

Student এর creativity কমে যাবে চিঠি, রচনা, প্রতিবেদন ইত্যাদি আর নিজে লিখবে না সব AI কে দিয়ে করাবে।

পাগলেও নিজের ভালো বুঝলেও ভালোরা নিজের ভালো বুঝেনা। AI দিয়ে অনেক ভালো সোর্স  পাওয়া গেলেও আমার মত ভালো মানুষ ভালোকিছু করবে না বলে  আশা রাখি😅😅। তাই এটার প্রটি আকর্ষিত হওয়া যাবে না।

 

শেষ কথাঃ

Chat GPT  অনেক ভালো যদি কেও ভালো ভাবে ব্যবহার করতে পারে। নতুবা এটি অনেক খারাপ প্রভাব ফেলতে পারে আপনার জীবনে। তাই প্রয়োজন ছাড়া এটির ব্যবহার না করাই ভালো। শুধু এটির জন্য নয় এমন সব ধরনের জিনিস যেমন Computer, Mobile, Browsing, IT এর অধিক ব্যবহার এগুলো শুধু প্রয়োজনে ব্যবহার করুন। এর প্রত্যেক্টির অধিক ব্যবহার আপনার জীবনের জন্য ঝুকি। সকলেই দোয়া করবেন আমার জন্য। আজ এতটুকুই। 💖💖পড়ার জন্য ধন্যবাদ💖💖

Level 0

আমি রিফান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 1 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

amar topic r apnar topic to ek……ami beshi kothin kisu likhi na…. use korle zei expresence ta hoy tai likhi……..zeno keu beshi kothin vabe na ney…

আপনার লেখাটি পড়ে ভালো লেগেছে । তাই আমার লেখাটিও পড়ার জন্য আমন্ত্রন দিয়েছিলাম।