কাজ করতে করতে যদি কম্পিউটার স্লো হয় তবে মেজাজটা এমনই হয়।
কম্পিউটার ব্যবহারকারি অনেকেই আছেন যারা নিরুপায় হয়ে এন্টিভাইরাস ব্যবহার করেন। এবং তারা জানেন যে, এন্টিভাইরাস পি.সি কে স্লো করে। মুলত তাদের জন্যই আজকের এই টিউন।
এক্ষেত্রে যে বিষয়টি জানা জরুরী:
১। ভাইরাস কিভাবে ছড়ায়?
২। ভাইরাস দেখতে কেমন?
৩। কিভাবে কম্পিউটার চালালে ভাইরাস ঢুকবে না?
আমি ৯৯ % কনফার্ম যে এই টিউনটি পড়ার পর আপনার কম্পিউটারে
ভাইরাস ভর্তি পেন্ড্রাইভ ঢোকাবেন কোন প্রকার স্ক্যান ছাড়াই ইনশাআল্লাহ!।
এই পদ্ধতির সুবিধাগুলো নিম্নরুপ:
১। স্ক্যান ছাড়াই সকল কাজ করতে পারবেন
২। ভাইরাস ডিলিট করতে পারবেন।
৩। কম্পিউটার Speed থাকবে ১০০%
তাহলে প্রথমেই জানা যাক.
১। ভাইরাস কিভাবে ছড়ায়?
উত্তর: যেসব ব্যবহারকারি মাইক্রোসফট উইন্ডোস অপারেটিং সিস্টেম ব্যবহার করেন। মুলত ভাইরাস তাদের ঘরেই হানা দেবে. তো ঘরের দরজা, জানালা আর ভেন্টিলেটর ই মুলত একটি ঘরে পোকা মাকেড়ের প্রবেশ পথ. এখন দরজাকে যদি বলি USB তাহলে সেখানকার সুরক্ষা আগে নিশ্চিত করা জরুরী.
কারন যখনই আপনি USB তে আপনার মেমরী টাইপের কিছু লাগাবেন তখনই এর ভেতরে থাকা ভাইরাসগুলো Automatic Run করে অত:পর ভাইরাস ছড়িয়ে যাই।
কিভাবে Autorun বন্ধ করবেন?
প্রথমে স্টার্ট এ গিয়ে লিখুন Autoplay তারপর click করুন।
Autoplay ক্লিক করার পর.
use autoplay for all media and devices থেকে টিক চিহ্ন উঠিয়ে দিন. এবং save দিন।
২। ভাইরাস দেখতে কেমন?
ভাইরাস মুলত বেশির ভাগই হিডেন থাকে তাই সহজে দেখতে পারবেন না, তবে আজকে দেখতে পারবেন। ভাইরাস বিভিন্ন প্রকার হয়ে থাকে কোন ফাইলের extension অর্থ্যাৎ নামের শেষের অংশটুকু যদি.exe থাকে এবং সেই ফাইলের সাইজ যদি kb অথবা Byte হয়, অথ্যাৎ খুবই সামান্য। তবে সেটিকে ভাইরাস বলে ধরে নিতে পারেন। তবে আপনার মেমরীতে যদি কোন computer software থেকে থাকে. সেক্ষেত্রে আপনার ভাইরাস চিনতে সমস্যা হতে পারে। কিছু ক্ষেত্রে.Ink, .ini, .dll, .vbs, .bat ইত্যাদি হতে পারে।
এবারে আসা যাক মুল কথাই।
৩। কিভাবে কম্পিউটার চালালে ভাইরাস ঢুকবে না?
ছোট একটি একটি সফট্ওয়্যার এর মাধ্যমে আমরা বিষয়টি সমাধান করব। সফট্ওয়্যার ব্যবহারের পূর্বে অবশ্যই উপরের নিয়ম অনুযায়ী Autorun বন্ধ করে নিবেন। নিম্নে সফট্ওয়্যার টি ব্যবহারের নিয়ম ও ডাউনলোড লিংক উল্লেখ করা হলো।
Software Name : Explorer XP // Download link
নিম্নের সফট্ওয়্যার টি মুলত একটি ফাইল ম্যানেজার এটির মাধ্যমে Removable disk Open করলে ভাইরাস পিসিতে প্রবেশ করবে না। এবং permanently hidden অথবা ভাইরাসগুলো দেখতে পারবেন। এবং ডিলট ও করতে পারবেন।
ব্যবহারের নিয়ম এনিমেশন আকারে দেওয়া হলো।
উপরে দেখতে পাচ্ছেন. ফাইল ওপেন করতে হলে Right click করে explorerxp তে click করে File open করতে হবে. এ অবস্থায় আপনি স্ক্যান ছাড়াই কপি, ইডিট, ডিলিট, পেষ্ট সব করতে পারবেন। আর উপভোগ করতে পারবেন পিসির ফুল স্পিড।
ধন্যবাদ, , মোনোযোগ দিয়ে পড়ার জন্য.। আর একটি পরামর্শ দিতে চাই. (যদি সুস্থ থাকতে চান তবে নামাজ পড়ুন, দিনে ১ বার হলেও পড়া শুরু করুন, দেখবেন আপনার ভাল লাগবেই। তবে তড়িঘড়ি করলে সেই নামাজের কোন ফলাফল নেই।
সবাই ভাল থাকবেন।
আমি আরিফ মালিথা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।