পরিচিত হোন কিছু নিরাপত্তা বিষয়ক সফটওয়্যারের সাথে, যে গুলো আপনার পিসিকে রাখবে নিরাপদ ও ঠেকাবে ক্ষতিকর প্রোগ্রামকে! যে কোন এন্টিভাইরাসের পাশাপাশি ব্যবহার করলেও সমস্যা নাই।

السلام عليكم আসসালামু আলাইকুম।

সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি সাইটের সবাইকে সালাম ও শুভেচ্ছা। আশা করি সবাই এক প্রকার কুশলেই আছেন। বর্তমান ইন্টারনেট যুগে পিসির নিরাপত্তা কিংবা যে কোন ধরনের প্রটেকশন কে- না চাই! কারন পিসিতে যদি কোন ধরনের স্ক্যাম, ভাইরাস কিংবা হ্যাকিংয়ের মত ঘটনা ঘটে তাহলে তো নিজেই নিজের সর্বনাশের কারন হইবেন এবং তথাপি তখন নিজের মাথার চুলছেড়া ব্যতিত আর করনীয় কিছুই থাকেনা। তাই বুদ্ধিমানের কাজ হল পিসিতে সর্বপ্রথম নিরাপত্তাটা নিশ্চিত করা। এই জন্য আপনি যে কোন ধরনের ফ্রি এন্টিভাইরাস কিংবা পেইড ইউটিলিটি ব্যবহার করতে পারবেন। যাইহোক ধরে নিই আমরা অনেকেই কিছু না কিছু নিরাপত্তা বিষয়ক ইউটিলিটি ব্যবহার করছি। তবে যারা পেইডভাবে ইন্টারনেট সিকিউরিটি ব্যবহার করেন তাদেরকে থার্ডপার্টি হিসাবে অন্যটি ব্যবহার না করলেও চলে। অপরদিকে যারা ফ্রি হিসাবে ভাল সাপোর্ট চাইছেন আজ তাদের জন্য ফ্রি হিসাবে বেশ জনপ্রিয় কিছু ইন্টারনেট ইউটিলিটির সাথে পরিচয় করিয়ে দিব। তাহলে চলুন বিষয় গুলো জানা যাক-

স্পাইবট সার্চ এন্ড ডেসট্রয়

ভাইরাস ছাড়াও বর্তমানে আরেকধরণের ক্ষতিকারক সফ্টওয়্যার দেখা যায় যা ব্যবহারকারীর অগোচরে কম্পিউটারে অবস্থিত তথ্যসমূহ চুরী করে ইন্টারনেটের মাধ্যমে কোন হ্যাকার বা ওয়েবসাইটে পাঠিয়ে দেয়। এছাড়াও এক ধরণের স্পাইওয়্যার ব্যবহারকারীর ব্রাউজিং Habit মনিটর করে বিভিন্ন ওয়েবসাইটে পাঠিয়ে দেয় যা ব্যবহারকারীর ব্যক্তিগত গোপনীয়তা ক্ষুণ্ণ করে। স্পাইওয়্যারজনিত আরো কিছু সমস্যা হল বিভিন্ন ধরণের পপ-আপ অ্যাড, অযৌক্তিক এরর মেসেজ ইত্যাদি। এছাড়াও কিছু কিছু স্পাইওয়্যার বিপুল পরিমাণ সিস্টেম রিসোর্স ব্যবহার করে কম্পিউটারের গতি মন্থর করে দেয়। স্পাইওয়্যার সমস্যা থেকে মুক্তির জন্য বিভিন্ন এন্টি-স্পাইওয়্যার সফ্টওয়্যার রয়েছে। এর মধ্যে অত্যন্ত কার্যকর ও বিনামূল্যে প্রাপ্ত একটি সফ্টওয়্যার হল স্পাইবট সার্চ এন্ড ডেস্ট্রয়। এর প্রধান বৈশিষ্টগুলো হল নিয়মিত হালনাগাদ(আপডেট), নিরাপত্তাজনিত ফাঁকগুলো নিশ্ছিদ্রকরণ(Immunization), টি-টাইমার প্রটেকশন(উইন্ডোজ ও ইন্টারনেট এক্সপ্লোরারের ডিফল্ট সেটিংগুলোকে স্পাইওয়্যারজনিত ক্ষতির হাত থেকে রক্ষা) ইত্যাদি।আপনার সিস্টেমকে দ্রুত স্ক্যান করে স্ক্যান রেজাল্টকে সুন্দর একটি ইন্টারফেসের মাধ্যমে প্রদর্শন করবে। যে কোন আইটেমকে নির্বাচন করে একটি স্লাইডিং প্যানেলের মধ্য সেই আইটেমটি সম্পর্কে তথ্য পাইবেন। এর হট ফাইলস ফিচার আপনার কপিম্পউটার থেকে অ্যাডওয়্যার সার্ভারকে ব্লক করে দিবে।

  • সফটওয়্যারটির রিভিউ ও ডাউনলোড করতে ক্লিক করুন এখানে

এন্টিলগার

এন্টিলগার আপনার কম্পিউটারকে সমজাতীয় অন্যান্য প্রোগ্রামের চাইতে একটি ভিন্ন পর্যায়ের নিরাপত্তা দেবার চেষ্টা করে। একটি সক্রিয় প্রতিরক্ষা বর্ম হিসাবে কাজ করার মাধ্যমে অবিরাম আপনার কম্পিউটারকে নিরাপত্তা হুমকি থেকে রক্ষা করার চেষ্টা করে এ প্রোগ্রাম। এর ইন্টারফেসটি এতটাই সহজ যে যে কেউ এটি দ্রুত বুঝে নিতে পারবে। কিস্ট্রেক মনিটরিং বাগ (আপনি কম্পিউটারের কিবোর্ডে কোন কি চাপছেন সেটি অন্যকে জানিয়ে দেয় যে বাগ,) স্কীন ক্যাপচার মেকিং ভাইরাস (আপনার কম্পিউটারের স্কীনশট বাইরে পাচার করে যে প্রোগ্রাম)-সহ ক্ষতিকর বিভিন্ন প্রোগ্রামকে ঠেকানোয় এন্টিলগারের সামর্থ্য প্রশ্নাতীত। আপনি যখনই নতুন কোন প্রোগ্রাম ডাইনলোড করবেন, এন্টিলগার সাথে সাথে সেটিকে পরীক্ষা নিরীক্ষা করে একটি রিপোর্ট প্রদান করবে। এন্টিলগার বিষয়ক বেশ কয়েকটি প্রতিষ্ঠানের ইউটিলিটি রয়েছে তার মধ্য অন্যথম একটি হচ্ছে জিমানা এন্টিলগার।

  • সফটওয়্যারটির রিভিউ ও ডাউনলোড করতে ক্লিক করুন এখানে

অ্যাডওয়্যার এনিভার্সারি এডিশন

অ্যাডওয়্যার এবং স্পাইওয়্যার খুজে বাহির করে নিকেশ করার জন্য একেবারে প্রথমস দিকে যেসব সফটওয়্যার তৈরি করা হয়েছিল তাদের মধ্য এটি একটি। এর নতুনু এই ভার্সনটি তার সুনাম এবং কার্যকারিতা উভয়ই বজায় রেখেছে। এটি অত্যন্ত দ্রুত কম্পিউটারের প্রতিটি ড্রাইভ স্ক্যান করে ক্ষতিকর প্রোগ্রামকে চিহৃত করতে পারে। আগের ভার্সনের চাইতে এর ইন্টারফেস একেবারে ঢেলে সাজানো হয়েছে। নতুন এই ইন্টারফেস খুবই ব্যবহার বান্ধব। এ সফটওয়্যারটি ভাইরাস, ওয়ার্ম, ট্রোজান ইত্যাদিও খুজে বের করতে পারে। তবে অ্যাডওয়্যার ও স্পাইওয়্যার মুছতে এর পারদর্শীতা তা অন্য ক্ষেত্রে নাই।

  • সফটওয়্যারটির রিভিউ ও ডাউনলোড করতে ক্লিক করুন এখানে

কিপাস পাসওয়ার্ড সেফ প্রটোকল

কিপাস পোর্টেবল আপনার পাসওয়ার্ড সংক্রান্ত যাবতীয় ঝামেলা দূর করার জন্য তৈরি করা হয়েছে। এটার মাধ্যমে আপনি আপনার ইমেইল ইন্টারনেট সহ অন্যান্য পাসওয়ার্ডের স্থায়ী সুরক্ষা দিতে সক্ষম হবেন। আপনি এ প্রোগ্রামটিকে আপনার আইপড, ইউএসবি ফ্লাশ ড্রাইভ, পোর্টেবল হার্ডডিস্ক ড্রাইভ অথবা সিডিতে রাখতে এবং যে কোন পিসিতে রাখতে পারবনে। যেখঅনে যত প্রোগ্রামে আপনার যতগুলো পাসওয়ার্ডই থাক না কেন, আপনি এ সফটওয়্যারটির সাহায্য সেগুলোর সুষ্ঠু ব্যবস্থাপনা করতে পারবেন। আপনি আপনার সব পাসওয়ার্ডকে একটি ডাটাবেসের মধ্য রেখে এাকটি কি-ডিস্ক বা মাস্টার কির মাধ্যমে ডাটাবেসটি লক করে রাখতে পারবেন। কাজেই আপনার একটি মাত্র মাস্টার কি মনে রাখলেই চলবে। সেটিই আপনার সমস্ত পাসওয়ার্ডে ঢোকার চাবিকাঠি হিসাবে কাজ করে।

  • সফটওয়্যারটির রিভিউ ও ডাউনলোড করতে ক্লিক করুন এখানে

আয়োবিট ম্যালওয়ার ফাইটার

আয়োবিট ম্যালওয়ার ফাইটার একটি খুবই কার্যকর ইউটিলিটি যেটি ম্যালওয়্যার ও স্পাইওয়্যারকে দূর করে অত্যন্ত কার্যকরভাবে। কম্পিউটারে ক্ষতিকর প্রোগ্রামের আক্রমন যতই ভয়ংকর, যতই গভীর হোক এই সফটওয়্যারটি খুব দ্রুত তা চিহিৃত করে উপযুুক্ত ব্যবস্থা নেবে। সব ধরনের স্পাইওয়্যার, অ্যাডওয়্যার, ট্রোজান, কিলগার, বট, ওয়ার্ম ইত্যাদির বিরুদ্ধে এটি দারুন কার্যকর। এর ডুয়াল কোর ইঞ্জিন এবং নিখুত ম্যালওয়্যার ডিটেকশন সামর্থে্য কারনে আয়োবিট ম্যালওয়ার ফাইটার আপনার কম্পিউটারের পাহারাদার হিসাবে খুবিই নির্ভর যোগ্য। আপনার কম্পিউটারে যদি ইতিমধ্য কোন এন্টি ভাইরাস সফটওয়্যার ইনস্টল করা থাকে তাতেও সন্দেহ নেই। আয়োবিট ম্যালওয়ার ফাইটার সেই এন্টি ভাইরাস সফটওয়্যারের সাথে মিলেমিশে

সফটওয়্যারটির রিভিউ ও ডাউনলোড করতে ক্লিক করুন এখানে

সারকথা

এখানের যে কোন একটি ইউটিলিটি ফ্রিভাবে ব্যবহার করলে হবে। তথাপি এর সাথে যে কোন ফ্রি এন্টিভাইরাস পিসিতে থাকলে ভাল হয় যেমনঃ এভাস্ট, এভিরা কিংবা এভিজির যে কোন একটি। তাহলে প্রটেকশনটা আরো মজবুত হবে। অপরদিকে যারা পেইড কোন এন্টিভাইরাস ব্যবহার করছেন তারাও ইচ্ছা করলে এর যে কোন একটি ব্যবহার করতে পারবেন কোন সমস্যা ব্যতিত। অবশ্য আমি পেইড এন্টিভাইরাস ভার্সনের সাথে বরাবরই কোন না  কোন ফ্রি ইউটিলিটি ব্যবহার করে থাকি। তবে সুখবর হল উপরের যে কয়টি ইউটিলিটির পরিচয় দিয়েছি তারা পিসির সাথে মানানসই, যে কোন এন্টিভাইরাসের সাথে মিলিত হয়ে কাজ করবে এবং পিসি স্লো হবার ভয় নাই। তাহলে আজ এই পর্যন্তই, সবাই ভাল থাকুন।- আল্লাহ হাফেয-

বিশেষ প্রয়োজনে আমাকে নক করতে পারেন

Level 2

আমি এএমডি আব্দুল্লাহ্। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 1046 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

সম্মানীয় ভিজিটর বন্ধুগন! সবাইকে আন্তরিক সালাম ও ভালবাসা। আশা করি ভাল আছেন। পর সংবাদ যে, আমরা একটি ব্লগ সাইট তৈরি করেছি। সাইটটি সম্পূর্ণ ব্যতিক্রম শিক্ষা ও প্রযুক্তি নির্ভর। প্রযুক্তি, শিক্ষা, কম্পিউটার বিষয়ক যেমনঃ অনলাইন ইনকাম, ফ্রিল্যান্স, টিউটোরিয়াল, মুভি, গেমস, সফটওয়্যার, ভ্রমন, ইতিহাস, ভূগোল, কার্টুন, ধর্ম, টেক সংবাদ, এবং সংবাদপত্র ফিউচার...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস