কিভাবে AVIRA ANTIVIRUS 2015 আন-ইন্সটল বা রিমুভ করবেন???How to Uninstall AVIRA ANTIVIRUS 2015??

টেকটিউনের বন্ধুরা,

আজ আমি আমার পরবর্তী টিউন নিয়ে আপনাদের মাঝে আসলাম।আজ আপনাদের মাঝে আলোচনা করবো কিভাবে AVIRA ANTIVIRUS 2015 আন-ইন্সটল বা রিমুভ করতে হয়। চলুন দেখা যাক সেটি কিভাবে করতে হয়.

AVIRA ANTIVIRUS 2015 নিয়ে কিছু কথা: আপনারা যারা AVIRA ANTIVIRUS 2015 পিসিতে ইন্সটল করেছেন তারা হয়তো অনেকে এটি আন-ইন্সটল বা রিমুভ করতে পারছেন না। তার যথাযথ কারন হল, AVIRA ANTIVIRUS 2015 নতুন ও ফ্রি ভার্সন তাদের সিকিউরিটির জন্য প্রোগ্রাম থেকে আন-ইন্সটল বা রিমুভ বন্ধ করে রেখেছে। তার জন্য বর্তমানে অনেকে এটি আন-ইন্সটল করার জন্য বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে। তবে হ্যাঁ, আপনি এটি আন-ইন্সটল করার জন্য কিছু পদক্ষেপ নিলে AVIRA ANTIVIRUS 2015 আন-ইন্সটল করা সম্ভব হবে। তার জন্য আপনাকে “Special Uninstaller” নামক একটি সফটওয়ার ব্যবহার করতে হবে। সফটওয়ারটি এখান থেকে ডাউনলোড করতে পারেন। আসুন পরবর্তী কাজ গুলো দেখে নিই।

আপশনাল মেথড (Optional Method): আপনি এ মেথডটি অনুযায়ী কাজ করলে খুব দ্রুত থেকে মুক্তি পেতে পারেন। এটি একপ্রকার দ্রুত এবং পপুলার মেথড বলতে পারেন যেটির মাধ্যমে আপনার পিসি হতে AVIRA ANTIVIRUS 2015 টি আন-ইন্টল করতে পারবেন। যেটি করতে হবে:

  •        “Special Uninstaller” সফটওয়ারটি ইন্সটল করে নিন।
  •        “Special Uninstaller” টি ওপেন করে প্রোগ্রাম লিষ্ট হতে AVIRA ANTIVIRUS 2015 টি খুজে বের করুন।
  •         প্রোগ্রাম হতে রিমুভ করার জন্য “Run Uninstaller” ক্লিক করুন।

 

  •          এটি রিমুভ হওয়ার জন্য কিছু সময় অপেক্ষা করুন।
  •          পরবর্তীতে “Scan Leftovers” বাটন দি্য়ে সমস্তটা Scan করে নিন তারপর্‌ এখান হতে সমস্ত লেফটওভার (Leftover) রিমুভ করুন।

 

  •          তারপর Back বাটন ক্লিক করুন। একই ভাবে আপনি AVIRA যত গুলো ফাইল আছে সবগুলো আন-ইন্সিটল করুন।
  •          আপনার কাজ শেষ হয়ে গেলে রিমুভেল টুলসটি ক্লোজ করুন ও পিসিটি রির্স্টাট করুন।

অনেক ধরনের টুলস সফটওয়ার অনলাইনে আপনি পাবেন, কিন্তু তার মধ্যে “Special Uninstaller” টি আপনার জন্য ভাল ও দ্রুত কাজ দিবে বলে আমি আশা রাখি। তাছাড়া এ সমস্যা থেকে সমাধান পেতে “Special Uninstaller” এর একটি ভিডিও টিউটোরিয়াল দেখে নিতে পারেন।

কন্ট্রোল প্যানেল(Control Panel): “Special Uninstaller” দিয়ে কাজ করার পর আপনার পিসি কন্ট্রোল প্যানেল হতে “AVIRA ANTIVIRUS 2015” সম্পূর্ন ভাবে রিমুভ করুন।

  •          প্রথমত ‍Start বাটনে ক্লিক করে Control Panel এ Program, Program থেকে Uninstall a Program। এখানে Install করা সকল সফটওয়ার লিস্ট পাবেন।
  •          এখান হতে “Avira Free Antivirus” টি Uninstall করুন।

 

  •          “Avira Free Antivirus” টি রিমুভ করা হয়ে গেলে একই ভাবে “Avira টি Uninstall” করুন।

  •          এখন আপনার পিসিটি রির্স্টাট করুন তারপর নিচে ‍Start এ ‍Search Box থেকে “regedit” টাইপ করে ওপেন করুন, Registry Editor হতে যদি কোন ধরনের Avira Program থাকে সেটি ডিলিট করুন এবং ভালভাবে চেক করে দেখুন Avira Program এর কোন ফাইল বা ফোল্ডার আছে কি। থাকলে সেগুলো ডিলিট করুন।

 

আশা করি এভাবে আপনি আপনার সমস্যা সমাধান করতে পারবেন। এত সময় ধরে সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।

সময় থাকলে আমার ওয়েবসাইটটি ঘুরে আসতে পারেন। আশা করি ভাল কিছু পাবেন।

Level New

আমি ইউসুফ ইউনিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

টিউনিটির জন্য অশেষ ধন্যবাদ আপনাকে। আজ সকালেই আমি একই বিষয়ে সাহায্যে চেয়ে একটা টিউন করেছিলাম। আমার পিসির মূল সমস্যা হলো কন্ট্রোল প্যানেলের প্রোগ্রাম ম্যানুতে আভিরা নেই কারণ আমি সি-ক্লিনার দিয়ে আভিরা ডিলিট করে ফেলার কারণে প্রোগ্রাম মেনু থেকে ভ্যানিশ হয়ে গেছে কিন্তু টাস্ক বারে ঠিকই পেইন দিচ্ছে! যাহোক, আপনার মেথড অনুযায়ী চেষ্টা করে দেখছি। আমি এখন আমার ল্যাপিতে আছি। একটু পরে পিসিতে বসবো। আবারো ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন।

welcome Boro vai…….

ধন্যবাদ শেয়ার করার জন্য।

Wlcm MK Shah Vai

ভাই, কাজ হয়নি। কারণ স্পেসিয়াল ইন্টসলার ডাউনলোড করে ইন্সটল করেছি। কিন্তু আমার পিসিতে আভিরা কন্ট্রোল প্যানেলের প্রোগ্রাম মেনুতে নেই কারণ সি-ক্লিনার দিয়ে আভিরা ডিলিট করে দেয়াতে কন্ট্রোল প্যানেলের প্রোগ্রাম মেনু থেকে অভিরা পাওয়া যাচ্ছেনা কিন্তু সি-ড্রাইভের প্রোগ্রাম ফাইলসে অভিরার ফোল্ডার আছে। আভিরা আবার নতুন করে ইন্সটল করলে কন্ট্রোল প্যানেলে পাওয়া যায়। সেটা আন-ইন্সটলও করা কিন্তু আগের আভিরাটা ঠিকই টাস্ক বারে থেকে যায় একেবারে রিমূভ হচ্ছে না। বুঝতেই পারছে কি যন্ত্রণায় আছি। এই আভিরার যন্ত্রণায় পিসি-তে এখন আর বসতে ইচ্ছা করেনা।