
টেকটিউনের বন্ধুরা,
আজ আমি আমার পরবর্তী টিউন নিয়ে আপনাদের মাঝে আসলাম।আজ আপনাদের মাঝে আলোচনা করবো কিভাবে AVIRA ANTIVIRUS 2015 আন-ইন্সটল বা রিমুভ করতে হয়। চলুন দেখা যাক সেটি কিভাবে করতে হয়.
AVIRA ANTIVIRUS 2015 নিয়ে কিছু কথা: আপনারা যারা AVIRA ANTIVIRUS 2015 পিসিতে ইন্সটল করেছেন তারা হয়তো অনেকে এটি আন-ইন্সটল বা রিমুভ করতে পারছেন না। তার যথাযথ কারন হল, AVIRA ANTIVIRUS 2015 নতুন ও ফ্রি ভার্সন তাদের সিকিউরিটির জন্য প্রোগ্রাম থেকে আন-ইন্সটল বা রিমুভ বন্ধ করে রেখেছে। তার জন্য বর্তমানে অনেকে এটি আন-ইন্সটল করার জন্য বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে। তবে হ্যাঁ, আপনি এটি আন-ইন্সটল করার জন্য কিছু পদক্ষেপ নিলে AVIRA ANTIVIRUS 2015 আন-ইন্সটল করা সম্ভব হবে। তার জন্য আপনাকে “Special Uninstaller” নামক একটি সফটওয়ার ব্যবহার করতে হবে। সফটওয়ারটি এখান থেকে ডাউনলোড করতে পারেন। আসুন পরবর্তী কাজ গুলো দেখে নিই।
আপশনাল মেথড (Optional Method): আপনি এ মেথডটি অনুযায়ী কাজ করলে খুব দ্রুত থেকে মুক্তি পেতে পারেন। এটি একপ্রকার দ্রুত এবং পপুলার মেথড বলতে পারেন যেটির মাধ্যমে আপনার পিসি হতে AVIRA ANTIVIRUS 2015 টি আন-ইন্টল করতে পারবেন। যেটি করতে হবে:




অনেক ধরনের টুলস সফটওয়ার অনলাইনে আপনি পাবেন, কিন্তু তার মধ্যে “Special Uninstaller” টি আপনার জন্য ভাল ও দ্রুত কাজ দিবে বলে আমি আশা রাখি। তাছাড়া এ সমস্যা থেকে সমাধান পেতে “Special Uninstaller” এর একটি ভিডিও টিউটোরিয়াল দেখে নিতে পারেন।
কন্ট্রোল প্যানেল(Control Panel): “Special Uninstaller” দিয়ে কাজ করার পর আপনার পিসি কন্ট্রোল প্যানেল হতে “AVIRA ANTIVIRUS 2015” সম্পূর্ন ভাবে রিমুভ করুন।


আশা করি এভাবে আপনি আপনার সমস্যা সমাধান করতে পারবেন। এত সময় ধরে সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।
সময় থাকলে আমার ওয়েবসাইটটি ঘুরে আসতে পারেন। আশা করি ভাল কিছু পাবেন।
আমি ইউসুফ ইউনিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
thnx bhaia