এটা কি ভাইরাস? পেন্ড্রাইভ খুলতে সমস্যা?

এটা কি ভাইরাস? পেন্ড্রাইভ খুলতে সমস্যা?

a program is still using it     লেখা দেখাচ্ছে যখন খুলতে যাচ্ছি,

avast দিয়ে   full scan দেয়ার পর দেখাচ্ছে তিনটি ভাইরাস  win 32 alureon f-z             plz  help me out

a program is still using it     লেখা দেখাচ্ছে যখন খুলতে যাচ্ছি,

avast দিয়ে   full scan দেয়ার পর দেখাচ্ছে তিনটি ভাইরাস  win 32 alureon f-z             plz  help me out

Level 0

আমি শাহেদ খান (আনারস পাতা)। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 53 টি টিউন ও 405 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

চলছি


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

জি ভাইরাস
১। পিসি রিস্টার্ট দিন।
২। রিস্টার্ট হবার পর কনো কিছুতে ক্লিক করবেন না, কিছু অপেন করবেন না।
৩। এখন মাই পিসিতে গিয়ে ফরমেট করে দিন যদি তেমন কিছু না থেকে ফ্লাশ ড্রাইভে।
৪। ফরমেট না করতে চাইলে মাই কম্পিউটারে যান, এড্রেস বার এ আপনার পেন ড্রাইভের লেটার লিখে এন্টার দিন তাহলে পেন ড্রাইভ অপেন হবার কথা।যেমন f:
৫। যদি না হয় হিমু ভাইয়ের এই টিউনটি দেখুন। কাজে আসতেও পারে। https://www.techtunes.io/internet/tune-id/33929

    না ভাই কাজ হল না আপনার টিপস কাজে লাগল না বিশ্বাস হচ্ছে না, তবে এটা কি কোন ক্ষতি করতে পারে?

    তাহলে ঘটনা খারাপ। আমার ও একটা পেন ড্রাইভের এই অবস্থা। আপনে ইউসডস ৯৮ এর কাজ পারেন? তাহলে ডস মডে ফরমেট করা শিখিয়ে দেই

না পারি না, এটা কি আমার পিসির কি কোন ক্ষতি করতে পারে? তবে আমার মনে হয় আমার পিসিতে যে কোন পেন ড্রাইভ একই আচরন করবে?? অন্য পিসিতে আমার পেন ড্রাইভ লাগালে কি তাদের কোন সমস্যা হতে পারে?