
ইসেট স্মার্ট সিকিউরিটি ৮

ইসেট স্মার্ট সিকিউরিটির নাম কে না জানে!!! এটা যে বিখ্যাত সিকিউরিট বা এ্যান্টিভাইরাস গুলির মধ্যে একটা সেটা সবাই জানেন বা মানেন।তাই এর সম্পর্কে বেশি কিছু বলব না।
নিচে ইসেট স্মার্ট সিকিউরিটির অফিসিয়াল ডাউনলোড লিঙ্ক ও এক্টিভেটর লিঙ্ক এবং যারা এক্টিভেটর ব্যাবহার করতে চান না তাদের জন্য ফেব্রুয়ারী ২০১৫ সাল পর্যন্ত ব্যাবহার করতে পারবেন কিছু সিরিয়াল কি এর ডাউনলোড লিঙ্ক ও সাথে আছে।ও হ্যাঁ কিভাবে এ্যাক্টিভেট করবেন তার পদ্ধতীও নিচে দিলাম। নিচের পদ্ধতী অনুযায়ী এ্যাক্টিভেট করে নিন। এ্যাক্টিভেটর টিকে এ্যান্টিভাইরাস ভাইরাস বলে ডিটেক্ট করতে পারে।ঘাবড়াবেন না আমি নিজে এটা ব্যাবহার করছি। অধিকাংশ এ্যন্টিভাইরাস এ্যাক্টিভেটরকে হ্যাক টুল বা ভাইরাস বলে ডিটেক্ট করে।

: : ইসেট স্মারট সিকিউরিটির অফিসিয়াল ডাউনলোড লিঙ্ক :- ডাউনলোড করুন
: : ইসেট স্মারট সিকিউরিটির সিরিয়াল কি ডাউনলোড লিঙ্ক :- ডাউনলোড করুন
: : টি নড ডাউনলোড:- ডাউনলোড করুন
বিঃদ্রঃ- দয়া করে ক্ষমা করবেন। সিরিয়াল কি ও টি নড জিড্ডু ডট কম এ আপলোড করেছিলাম,জানতামনা টেকটীউনস যে জিড্ডু সাপোরট করেনা ।তাই উপরের লিঙ্ক থেকে একটু কষ্ট করে ডাউনলোড করে নিন।পরের বার থেকে মিডিয়া ফায়ারে আপলোড করব।
😀 ভাল থাকবেন ।ধন্যবাদ।
সৌজন্যেঃ- Rez's tech blog
আমি স্করপিয়ন কিং। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 35 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এভাস্ট প্রো এর একটা লাইসেন্স ফাইল / সিরিইয়াল কি দেন , ১০ দিন পর আমার তা এক্সপায়ার হয়ে যাবে