এবার আপনার মস্তিস্কে এন্টিভাইরাস ব্যবহার করুন

আমার প্রিয় টিটির টেকি ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশাকরি সবাই ভাল আছেন। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব মস্তিস্কের এন্টিভাইরাসের কথা।

প্রথমেই বলে নিচ্ছি আমার এই পোষ্টটি কোন এন্টিভাইরাস নির্মাতা কোম্পানিকে আদেশ/নির্দেশ/পরামর্শ বা হেয় প্রতিপন্য করার জন্য নয়।

কম্পিউটারের এই যুগে ভাইরাস ও এন্টিভাইরাস কি মোটামুটি সবাই জানে। তারপরও কয়েকটি কথা বলছি ...

ভাইরাস

ভাইরাস এমন একটি প্রোগ্রাম/ফাইল/ডকুমেন্ট যার মাধ্যমে আপনার কম্পিউটার/মোবইলের ক্ষতি সাধিত হয়।

এন্টিভাইরাস

ভাইরাসকে সনাক্ত করে ধ্বংস করাই যার কাজ।

যখন এন্টিভাইরাস ছিলনা তখন সেটি ছিল কম্পিউটারের কোন অকেজো প্রোগ্রাম।যা নিরবে ক্ষতি করে যেত আপনার পিসির।

এন্টিভাইরাস কিভাবে শনাক্ত করে ভাইরাসকে?

এন্টিভাইরাস তৈরি করার সময় কিছু প্রোগ্রামের সাথে তাকে পরিচয় করিয়ে দেয়া হলো। বলাহলো যে, এইগুলো কম্পিউটারের প্রয়োজনীয় প্রোগ্রাম। সে তা মনে রেখে অপিরিচিত প্রোগ্রাম দেখলে সেটা অপারেটরকে ভাইরাস বলে শনাক্ত করে দেখাল। আবার ঐ এন্টিভাইরাসকে পরিচয় করিয়ে দেয়া হলো কিছু অপ্রয়োজনীয় প্রোগ্রাম/ভাইরাসের সাথে আর তাকে শিখিয়ে দেয়া হলো এগুলো শক্তিশালী ভাইরাস ঠিক সেই কাজটিই এন্টিভাইরাস করলো ঐ প্রোগ্রাম দেখার সাথে সাথে বলল এটি শক্তিশালী ভাইরাস। এবার বলতে পারেন যে নিত্য নতুনভাবেতো অনেক ভাইরাস তৈরী হচ্ছে, হ্যাঁ যখন নতুন কোন ভাইরাস তৈরী হল তখন পূর্বের সেই এন্টিভাইরাসটিকে পরিচয় করিয়ে দেয়া হল নতুন ভাইরাসের সাথে আর সেই এন্টিভাইরাসের নাম হয়ে গেলো আপডেট ভার্সন। গ্রাহকদেরকে জানানো হলো আমাদের আপডেট ভার্সন নিয়ে নিন নাহলে নতুন ভাইরাস আপনার পিসিকে এটাক করতে পারে। আর গ্রাহকরা তখন নিয়ে নেয় নতুন আপডেট ভার্সন।

এতক্ষন এন্টিভাইরাসের সংক্ষিপ্ত কিছু কথা বললাম।

এবার আসি মস্তিস্কের ভাইরাস ও এন্টি ভাইরাসের কথায়।

কম্পিউটারের ন্যায় মস্তিস্কে আলাদাবাবে এন্টিভাইরাস ইনস্টল দেয়া লাগবে না। এটা ইনস্টল করা আছে শুধু মাত্র সঠিকভাবে স্ক্যান করার প্রয়োজন।আসুন বিস্তারিত জেনে নেই।

মস্তিস্কে মানুষের স্মরন শক্তি রহিত। আমরা যা করি যা শিখি মস্তিস্ক তা ধরে রাখে। আর তা থেকে তৈরী হয় শিক্ষা শক্তির এক অনন্য এন্টিভাইরাস। ব্রেইন এপর্যন্ত যা শিখেছে তা ধরে রেখেছে যা শিখতে পারেনি তা ধরে রাখতে পারেনি। যেমন আমরা কুসংস্কার শব্দটির সাথে সবাই পরিচিত। এবার ধরা যাক কুসংস্কার একটি ভাইরাস এখন আপনার মস্তিস্ক কিভাবে এটাকে ভাইরাস হিসাবে শনাক্ত করবে? দেখুন। আপনি কম্পিউটার সম্পর্কে জানেন যে কম্পিউটার অপারেটিং সিস্টেম ছাড়া চলেনা। বিশেষ কাজের জন্য সফ্টওয়্যার দরকার হয়। এখন কেউ যদি আপনাকে বলে যে অলৌকিকভাবে সকাল থেকে কম্পিউটারকে যে কোন প্রশ্ন করলে সে উত্তর বলে দিচ্ছে তখন আপনি নিশ্চয়ই বলবেন এটা কুসংস্কার? আর এই কুসংস্কারকে সনাক্ত করল আপনার ব্রেইন। আপনার ব্রেইন এই কথাটিকে যাচাই করার জন্য যে শক্তিটা ব্যবহার করল তা হলো আপনার মস্তিস্কের এন্টিভাইরাস।

আরেকটি উদাহরণ দেয়া যাক নিচের এই ছবিটি দেখুন

এই ছবিটির দিকে তাকোলে যারা কম্পিউটার সম্পর্কে কিছুই জাননো তারা ভাববে কি অলৌকিক ঘটনা। আর যারা কম্পিউটার সম্পর্কে জানে তারা দেখেই বুঝতে পারবে যে এটি ফটোশপের কাজ। অলৌকিক বিষয়টি কম্পিউটার জান ব্যেক্তির কাছে কুসংস্কার বলে গন্য হবে।

এবার চিত্রসহ দেখুন কিভাবে আপনার মস্তিস্ক এটিকে স্ক্যান করছে।

  • ক্রমিক নং-১ দিয়ে আপনার মস্তিস্কে কথাটি প্রবেশ করলো।
  • ক্রমকি নং-২ এখন স্ক্যান করা শুরু করলো (মস্তিস্কের মধ্যে ঘুরতে থাকলো)।
  • ক্রমিক নং-৩ স্ক্যান শেষে রেজাল্টের ভাবচিত্র প্রকাশ করলো।
  • ক্রমকি নং-৪ স্ক্যান রেজাল্ট দিল।

আর রেজাল্ট হবে আপনার এন্টিভাইরাসের ক্ষমতানুযায়ী। আপনার যদি আকাশের মেঘ সম্পর্কে বৈজ্ঞানিক ধারনা থাকে তখন ক্রমিক নং-৪ স্ক্যান রেজাল্ট দিবে একথাটি একটি ভাইরাস। কারন আপনার ব্রেইন যানে এটি মেঘের নিয়ম। অবিশ্বস্য এই কথাটি তখন আপনার ব্রেইন ভাইরাস হিসেবে চিহ্নিত করল। আপনি কোন কথা শোনার পর তা আপনার ব্রেইনের ধারন ক্ষমতা মোতাবেক ভাইরাস ও ননভাইরাস প্রমাণ করে।

এবার অবশ্যই বুঝতে পেরেছেন যে উক্ত এন্টিভাইরাস কে আপডেট করতে হলে শিক্ষার বিকল্প নেই?

অনেক বড় একটি পোষ্ট করে ফেললাম। ভূল হলে ক্ষমা করবেন। ফেসবুকে আমাকে পেতে এখানে ক্লিক করুন।

Level 0

আমি রেজাউল বি এন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 87 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই সব কিছু বিজ্ঞান দিয়ে হয় না । বিজ্ঞান সব সময় সঠিক ফলাফল দিতে পারেনা । লজিক দিয়েই সব সঠিক প্রমান করা যায় না ।

Level New

Biggan shob parle toe lifetime o barano jeto 😀

biggan kusonskar dur korta para.

Level 0

আসলে মূল ব্যাপার হল দৃষ্টিভঙ্গি।

Level 0

Science cant solve everything

apnar tune ta valo legese. kintu asole konta tik bolte pari na. sudu porlam kona cinta korlam na

আমি বলতে চাচ্ছি বিজ্ঞান কে দিয়েছেন ?
অবশ্যই মহান রাব্বুল আলামিন আল্লাহ ।
আমাদের সীমিত জ্ঞান দিয়ে বিজ্ঞানের লজিক দার করালে হবেনা । ভাই Bnreza এ ধরনের পোস্ট লিখা থেকে বিরত থাকবেন । টেকনোলজি বিষয়ে লিখেন সবাই গ্রহন করবে ।

Level 0

@Tanvir Mustafa Joy: সহমত ।

ফালতু যত্তোসব।

Level 0

Tanvi mustafa joy এবং saif_precio ভাই কমেন্ট করার জন্য ধন্যবাদ আপনাদের পরামর্শ ও উৎসাহ খুব ভাল লেগেছে।
victormollick ভাইকে মতপোষন করার জন্য ধন্যবাদ।
BotMaster- ভাই আমারও তাই মনে হয়েছে আপনি অনেকটাই বুঝতে পেছেন সুতরাং ধন্যবাদ।
Nahian- ভাইকে ধন্যবাদ।
রহিম উদ্দিন বাবু- ভাই আর একটু মনোযোগদিয়ে ভাবুন আশাকরি বুঝতে পারবেন।
Iron maiden-ভাই আপনাকে ধন্যবাদ, আসলে আলোচনা আর সমালোচনা থেকে অনেক কিছুই মিখার থাকে।

@ Bnreza ভাই , অপাত্রে ঘি ঢালতে গেলেন কেনো ভাই ?

সব প্রাণীর ক্ষেত্রে ঘি হজম হয় না । টেক্টিউন্স একটি প্রযুক্তি ব্লগ , কিন্তু সেখানে কোরান হাদিস চলে কিন্তু যখন প্রযুক্তি ব্লগে বিজ্ঞান ভিত্তিক কিছু লিখা হয় , তখন সেটা চলেনা । যেমন ব্লগ তেমন এডমিন ।

    Level 0

    @samirchandra87: ভাই আপনার কথাটা শুনে মনটা ভরে গেলো

    @samirchandra87: আপনি তো কোরআন বানান টাও পারেন না ।

    @samirchandra87: আপনার হজম কিভাবে হবে আপনার পূর্ব পুরুষরা তো বানর ছিল !!! বানরের পেটে কি ঘি হজম হয়? 😀
    বিজ্ঞান আপনাকে তাই শিখিয়েছে । আচ্ছা বলুনতো কোন বিজ্ঞানী কি দেখেছে মানুষ আগে বানর ছিল ? তাই বলছি বিজ্ঞান সব সময় সঠিক ফলাফল দিতে পারে না । বিজ্ঞান অনেক কিছুই অনুমান করে ফলাফল দেয়। যুগের তালে ওই ভুল গুল প্রকাশ পায় ।
    ভাই samirchandra87 টেকটিউনস এ কমেন্ট করলে ভদ্র ভাষা ব্যাবহার করবেন । টেকটিউনস এর নীতিমালা অনুসরণ করে চলবেন । কমেন্ট করলে অবশ্যই বানান এর প্রতি লক্ষ রাখবেন ( টেক্টিউন্স , কোরান )

    Level 0

    @nightflower33: অনেক ধন্যবাদ ভাই উৎসাহিত হলাম।@Tanvir Mustafa Joy: ভাই আপনার কথায় যথেষ্ট যুক্তি আছে। অনেক সময় অনিচ্ছাকৃতভাবে বানানের ভূল হয়ে যায়।
    @samirchandra87: ভাই আমরা অনেক সময় গোছালো কথা বলতে না পারার কারনে কথাটা অন্যের মাইন্ডে লেগে যায়। সুতরাং আমরা সবাই চেষ্টা করব গুছিয়ে কমেন্ট করার জন্য।
    সবাইকে ধন্যবাদ …..।

      @Bnreza: আপনাকেও ধন্যবাদ । আশা করছি আপনি আমাদের আরও ভাল টিউন উপহার দিবেন ।

Level New

vai apnar post ta amar khub valo legeche. aro notun kichu asa korchi. apanar udharontar karone
oneke beparta vul vujeche. khub valo proborti post asa korchi thanks.

থিউরিটা ভালই… নিরপেক্ষভাবে বলতে গেলে ভাল পোষ্ট, জিনিসটা আগে ভাবিনি… পোক্ষপাতিত্ত করে কোন কিছু বললাম না… 🙂

    Level 0

    @সোহাগ: ধন্যবাদ ভাই আপনার নিরপেক্ষ মতামত দেয়ার জন্য এবং আপনি গুছিয়ে কমেন্ট করার চেষ্টা করেছেন তাই আরেকটা ধন্যবাদ দিলাম।

@Tanvir Mustafa Joy এতা কোন বইতে লেখা আছে আর কোন বিজ্ঞানী বলেছেন ?
হুট করে বলবেন না , প্রমান দেখিয়ে বলবেন।

@Bnreza ভাই আপানার আল্লাহ্‌ লিখা সম্পর্কে উদাহরণ দেওয়া ঠিক হয়নি। আপানার টিউন অনেকটা নাস্তিক মার্কা। আমার মনে হয় আপানি ধর্মকে উপেক্ষা করার জন্য এই টিউন করেছেন। কুসংস্কারকে বোঝানোর জন্য কি এই উধাহরনটি খুবই প্রয়োজন ছিল। আপানার উধাহরনটি পরিবর্তন করা উচিৎ।

    Level 0

    @বিন্দু বিন্দু জল: আসলে আমি ভাবিনি যে বিষয়টা নিয়ে কারো এমন মনোভাব হবে।
    @saif_precio: আপনার কথাগুলো স্মরন রেখে চলার চেষ্টা করব ইনশাআল্লাহ।
    @বিন্দু বিন্দু জল: এবং @saif_precio: আপনাদের দুজনকেই আন্তরিক ধন্যবাদ বিষয়টি আমাকে ধরিয়ে দেয়ার জন্য। আপনাদের পরমর্শক্রমে পোষ্ট টি সংশোধন করলাম।

Level New

ekta vabnar moddhe 2 ta dhormer bepar niye alochona na kore onno kisu niye korte parten. Beparta dara apni ki bujhate giye ki bujhassen eta manus valoi bujhe. tobe example ta onnno kisur dile eto gulo omot peten na. Biggan er shimaboddhota ase kintu sostrar kono simaboddhota nei. jodi eita bujhe thaken taholey ar ei type er tune korben na. Er theke valo kisu niye tune korben jeta maanuser kaaje lage. manus upokrito hoy. ar jodi nijer monovab prokash korte cheye thaken tobe Nije ekta blog khule ja issa koren. keu apnake badha dibe na. 10 ta kharap tune er theke ekta valo tune onek valo.