Autodesk 3ds Max ২০১২ “ফ্রি” মিস করবেন না।

Level 2
Design supervisor, Samsung To Build Terminal-3 Airport, Dhaka

সুপ্রিয় টেকটিউনস এর বন্ধুগণ

‘আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ’

আশা করি পরম করুনাময়ের ইচ্ছায় সবাই ভাল আছেন

Autodesk 3ds Max সর্বোচ্চ ২০১২ ৩d modeling, অ্যানিমেশনের জন্য একটি comprehensiveএক সঙ্গে অনেক ধরনের, পেশাজীবি এবং ছাত্ররা এই সফটওয়্যারটি ব্যবহার করতে পারবেন ।আসুন জানা যাক কি কি কাজে এর ব্যবহার এবং কোন পেশাজীবিরা এটি ব্যবহার করতে পারবেন।
* architechture
* civil engineering
* electrical engineering
* manufacturing
* mechanical, electrical and plumbing (mep)
* structural engineering
* other (general design and documentation)
যারা এসব পেশাজীবি কিংবা ছাত্রজীবি তাদের জন্য উত্তম এই সফটওয়্যারটি।এর দ্বারা আপনারা আপনাদের প্রজেক্টের কাজগুলো করতে পারবেন।

* ক্ষমতাশালী ৩d modeling- উন্নত modelingএর জন্য সরঞ্জামের নিযুক্ত করে এবং texturing আপনাকে এবং আরও বেশি efficiently দ্রুততর সাহায্য করে

* সরঞ্জাম বিকশিত করে এবং অক্ষরের অ্যানিমেশন- অক্ষর অ্যানিমেশনের জন্য সরঞ্জামের সমন্বিত নিযুক্ত করে (বিড়াল) নির্বাচনাদিতে কারচুপি এবং অ্যানিমেশনের একটি উন্নত পদ্ধতি।

* কতিপয় অন্তর্নির্মিত renderer- শিল্পী বাস্তববাদী তৈরি করতে পারে অথবা 3ds সর্বোচ্চের দিকে কাছাকাছি integrateতে সঙ্গে stylized কাজ লাইন স্ক্যান করে, ত্বরণ পরিণত করার জন্য অসীম নেটওয়ার্ক প্রদর্শন মানসিক রশ্মি সহ এবং মানসিক রশ্মি ® প্রদর্শন মডিউল, উৎ‍পাদন প্রসেস সমূহের জন্য ।

* বর্ধিত সমর্থন- সি + + এবংএর জন্য সমর্থনের সঙ্গে। সর্বমোট অ্যাপলিকেশন ডেভেলপারগণ বর্তমান উৎ‍পাদন প্রসেস সমূহের দিকে 3ds সর্বোচ্চ integrateতে পারে।

* Unrealএর জন্য FBXএর / রপ্তানি আমদানি করে- সৃষ্টি এবং Autodesk ® FBX ® আমদানি এবং Unreal ® সম্পাদকে Autodesk 3ds সর্বোচ্চ, রপ্তানিতে মডেলের অ্যানিমেশন। Autodesk 3ds সর্বোচ্চ পরিকল্পনা করা ২০১২ ৩d modeling এবং অ্যানিমেশন সরঞ্জামের জন্য একটি comprehensive, সমন্বিত সমাধান, স্থাপত্য, নির্মাণ, পূর্তবিদ্যা এবং দৃশ্যায়নের মাঠে বিশেষজ্ঞরার মধ্যে ব্যবহার করেছিল।

* দ্রুত iteration- AutoCAD ®, Revit ® এবং Autodesk ® Inventor ® workflow ব্যবহারকারীর পরিবারের দ্রব্যের সঙ্গে সর্বোৎকৃষ্ট পারস্পরিক যোগাযোগ 3ds সর্বোচ্চ পরিকল্পনা করাতে ধন্যবাদ অমান্য করা হয় না যখন বিপরীত পরিবর্তন। দ্রব্য ৩০ বিন্যাস, ২d এবং ৩d ডেটার চেয়ে আরও বেশি ও সমর্থন করে।

* উঁচু গুনমান imaging- প্রমাণিত প্রযুক্তি নকশাকারী অনুমোদন করে এবং ব্যবহার করে cinema-quality চিত্র তৈরি করতে দৃশ্যায়ন বিশেষজ্ঞ:- polygon modelingএর জন্য উন্নত সরঞ্জামের একটি সেট- অন্তর্নির্মিত অ্যানিমেশন, অক্ষর সৃষ্টি এবং প্রভাব- মানসিক রশ্মির সঙ্গে অসীম নেটওয়ার্ক প্রদর্শন।

* সঠিক গণনা- 3ds সর্বোচ্চ পরিকল্পনা করা- যন্ত্র সমূহের একটি বিশ্লেষণ করতে CNRCএর দ্বারা অবলম্বন করেছিল এবং reflected বাতি এবং প্রাকৃতিক বাতির প্রভাব গণনা করুন। যোগে, সরাসরি lighting প্রকৃত সময়ে viewportতে অধ্যয়ন করা যাবে।

প্রয়োজনীয়:

#SSE2 প্রযুক্তির সঙ্গে প্রসেসর- ২ জি-বি রাম (৪ জি-বি সুপারিশ করে)

# বদলাবদলি করা স্থানের ২ জি-বি (৪ জি-বি সুপারিশ করে)

# মুক্ত হার্ড ডিস্ক স্থানের ৩ জি-বি

# চিত্রছবি কার্ড যে Direct3D ® ১০, Direct3D ৯ সমর্থন করে অথবা OpenGL ® † (আপনার ভিডিও   কার্ডের জন্য স্মৃতির অন্তত ২৫৬ এম-বি, ১ জি-বি অথবা উচ্চতর সুপারিশ করে)

# Three-button মাউস (কম্পিউটারের) ড্রাইভার- ডিভিডি-রম চালায়

#উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য ৩২-বিট 3ds সর্বোচ্চ অথবা 3ds সর্বোচ্চ পরিকল্পনা করা:

#২০১১ গোত্র: ৩d সম্পাদক প্ল্যাটফর্ম: x৩২ / x৬৪

#ডেভেলপার: কোম্পানি Autodesk, Inc.

#ঔষধ: হ্যাঁ

#ভাষা: ইংরেজী

File size: 7.5 GB

450 Mb kore==17  Ti
DOWNLOAD :

1=Autodesk.3DS Max.2012
2=Autodesk.3DS Max.2012
3=Autodesk.3DS Max.2012
4=Autodesk.3DS Max.2012
5=Autodesk.3DS Max.2012
6=Autodesk.3DS Max.2012
7=Autodesk.3DS Max.2012
8=Autodesk.3DS Max.2012
9=Autodesk.3DS Max.2012
10=Autodesk.3DS Max.2012
11=Autodesk.3DS Max.2012
12=Autodesk.3DS Max.2012
13=Autodesk.3DS Max.2012
14=Autodesk.3DS Max.2012
15=Autodesk.3DS Max.2012
16=Autodesk.3DS Max.2012
17=Autodesk.3DS Max.2012

ব্যাস আপনার কাজ শেষ , এবার দেখুন
আমি দেখেছি, অনেকেই এটা ব্যাবহার করে । তাদের জন্য দুঃখিত । এই পোস্ট শুধু তাদের জন্য যারা এটা জানেনা ।
ধন্যবাদ আশা করি সবাই পারবেন ।

Level 2

আমি মঈন খাঁন। Design supervisor, Samsung To Build Terminal-3 Airport, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 82 টি টিউন ও 610 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

১ম টার File size: 451.00 MB ………… আমি ভাই p6 user………..:(
তারপরও অশেষ ধন্যবাদ। এক সময় 3d max নিয়ে অনেক কাজ করেছি। animation করাটা Hobby ছিলো। ধন্যবাদ আবারো, সুযোগ পেলে ডাউনলোড করে নেব।

    Level 2

    ধন্যবাদ:
    আশা করি আরো নতুন কিছু পাবেন ?

অটোডেস্কের সফটওয়্যার অটেডেস্ক থেকেই নামানো নিরাপদ, নাইলে এর সাথে হাতি ঘোড়া অনেক কিছুই আসতে পারে।

পাইরেসির অভিযোগে চোর হিসেবে চিহ্নিত হওয়া, জাতি হিসেবে আমাদের জন্য লজ্জা ও অপমানজনক। সিনেমার ভিলেন যেমন চোরাকারবারী আর মাদকের ব্যবসা করে দেশের ক্ষতি করে, সফটওয়্যার দস্যূরা পাইরেসী করে একই রকম ক্ষতি করে দেশের। অথচ বিনামূল্যের মুক্ত সফটওয়্যার ব্যবহার করে নিজে নিরাপদ ও গ্লানিহীন থাকা যায়, এছাড়াও এতে দেশপ্রেমিক সচেতন নাগরিক হিসেবে প্রাণপ্রিয় মাতৃভূমিকে কলঙ্কমুক্ত রাখতে আমাদের সীমিত সামর্থ্যের মধ্যেই শক্তিশালী ভূমিকা রাখা যায়।

    Level 2

    ধন্যবাদ:
    উপদেশ দেওয়া ভালো ।
    বেশি চিনতা নিয়া চলা বা কিছু করা জায় না ।
    তা হলে ,
    "আমরা দুঃসাহসী techtunes কে পেতাম না।
    techtunes আছে এবং থাকবে এই বাংলার মাটিতে।
    "বাংলাদেশ উননয়শীল দেশ"

    ভালোই তো আছেন ভাই। মুশকিলে পড়ি আমি এবং কতিপয় লোক যাদের চামড়া পাতলা, তাই অপমান গায়ে বিঁধে। ভাবি যদি আমাদেরও লজ্জাবোধ না থাকতো কত আনন্দে থাকতাম … …

    আর অবশ্যই দস্যূতা সাহসী কাজ। ভাবতেছি আমিও সাহসী হব আর, সোমালিয়ার জলদস্যূদের সাথে যোগ দিয়ে জাহান মনি বাদে বাকি সব জাহাজ অপহরণ করবো।

    বাংলাদেশ উন্নয়নশীল দেশ হলেও কয়েকক্ষেত্রে বিশ্বসেরা – কাজেই আমাদের গর্বিত হওয়া উচিত। বিশ্বসেরা দূর্নীতিতে (৫ বারের চ্যাম্পিয়ন) আর রানার্স আপ (সেকেন্ড বেস্ট) সফটওয়্যার পাইরেসীতে … … হুররে তালিয়া বাজাও

    Level 2

    ভাই আপনি বাংলাদেশে থাকেন কি?
    দেশের বদনাম বলতে ভালো লাগা এই চিনতা বাদ দেন।
    দেশ কে ছোটো করা বোকা হবার লখন।

    জ্বী, আমি দেশে থাকি।

    দেশের বদনাম বলতে ভাল লাগে এটা মনে হওয়ার কারণ কী? জানেন নাকি — উটপাখি বালুতে মুখ গুজে ভাবে কেউ তাকে দেখছে না ….
    এদেশে ক্রিকেট কাভার করতে আসা বিদেশী সাংবাদিক যখন কপট অবাক হওয়ার ভান করে বলে এখানে এক ডলারের কমে উইন্ডোজ, অফিস পাওয়া যায় তখন ঘটনাটা কী দাঁড়ায় জানেন কি?

    আমি একটাও পাইরেটেড সফটওয়্যার চালাই না। পাইরেটেড মিডিয়া (এমপিথ্রি, মুভি ইত্যাদি) ব্যবহার করিনা। তাই আমার কর্মকাণ্ডের দ্বারা দেশের কলংক বাড়ে না কোনভাবেই। আপনি কি এইরকম ভাবে দেশকে ছোট করার কথা বলছেন?

    হে হে শামীম ভাই, আপনি মনে হয় উবুন্তু ইউস করেন 🙂

    শামীম ভাই আপনার সাথে আমি পুরাপুরি একমত হতে পারলাম না । যে চুরি করে তাকেই তো চোর বলা যায় নাকি? তাহলে ফরেনার রাই চোর তারাই তো হ্যাক ক্র্যাক করে । আর আমরা সেটার সুবিধা নেই । যদিও আসল দামের তুলনায় সামান্য দামে ডিভিডি কিনি তাও তো কিনছি বা ডাউনলোড করলে সেই চোর কে থ্যাঙ্কু দিচ্ছি মানে চোরকে হয় পৃষ্ঠপোষকতা করছি নয়তো উৎসাহ দিচ্ছি । এর মানে এই না যে আমরা চোর বরং বিদেশীন হ্যাকাররাই চোর (ফানের জন্য বা টাকার জন্য যাই করুক) আমরা বড় জোড় চোরদের উৎসাহদাতা হতে পারি । প্রাণপ্রিয় মাতৃভূমিকে কলঙ্কমুক্ত রাখতে চাইলে আগে তাদের নিয়ন্ত্রণের ব্যাবস্থা করেন ।আমার লিনাক্স ইউসের ইচ্ছা আছে মিন্ট ডাউনলোড-ও করছি কিন্তু আপনাদের এরকম বিরক্তিকর এবন ভ্রান্ত বয়ান কেবল হতাশা আর আত্মগ্লানি-ই বাড়াবে আর কিছু না । সত্যিকার জরিপ করলে আমাদের দেশ বা এশিয়া , আফ্রীকার উন্নয়নশীল দেশ না ইউরোপীয়ান উন্নত দেশ গুলোই শীর্ষ চোর হবে । এই প্রথম মন্তব্যে এত বক বক করলাম । এখন বিদায় ।

    Level 2

    ধন্যবাদ:
    সুনদর সকালে techtunes ভাইদের সুনদর কথা শুনলাম,
    ভালো লাগলো।

    সুফি and মাহমুদুল ভাই techtunes এর পাশে থাকায় Thanku………আর কিছু বলার নেই।
    techtunes এর সবাই জানলো সঠিক কোনটা.

    আমি যতটুকু বুঝি, জেনে বুঝে চোরাই সফটওয়্যার ব্যবহার করা আর চুরি করা দুটি একই রকম অপরাধ। কারণ যে খুন করার জন্য টাকা দেয় সে খুনির চেয়ে কম অপরাধী নয় – এটা বুঝতে আইন বিশেষজ্ঞ হওয়ার দরকার নাই।

    @সুফি: জ্বী, আমি বাসা ও অফিসের ডেস্কটপে উবুন্টু ব্যবহার করি। এছাড়া আমার ল্যাপটপে লাইসেন্স করা এক্সপি, অফিস আছে। নেটবুকেও লাইসেন্সড এক্সপি আছে, তবে সেখানে আমি ডুয়েলবুটে উবুন্টু নেটবুক এডিশন চালাই।

    বিভিন্ন সফটওয়্যার কম্পানি ব্যক্তিগত লেভেলে পাইরেসি হলে খুব একটা মাইন্ড করে না, কারণ এতে তাদের ভবিষ্যত ভোক্তা তৈরী হয়। যখন এই লোকগুলো তাদের সফটওয়্যার ছাড়া কাজ করতে অপারগ হবে তখন অফিসেও তাদের জন্য সেই সফটওয়্যার কেনা লাগবে – এইটাই টার্গেট। ছোট্ট উদাহরণ: অভ্রর মত দারুন সফটওয়্যার ফ্রীতে পেলেও অফিসে বিজয়ের মত ফালতু প্রোগ্রাম পয়সা দিয়ে কেনা লাগে।

    জেনে রাখুন: Autodesk থেকে ফ্রীতে স্টুডেন্টদের জন্য সফটওয়্যার নামাতে ও ব্যবহার করতে দেয়। এজন্য আপনাকে http://students.autodesk.com/ সাইটে গিয়ে রেজি: করতে হবে। তবে ইমেইল এড্রেসটা একটা ইউনিভার্সিটির ডোমেইনের হলে সুবিধা — ওরা সহজেই আপনার প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে বুঝতে পারবে যে হ্যাঁ এটা শিক্ষাপ্রতিষ্ঠান। রেজি: করতে ২-৩ দিন লাগে। আমার নিজেরও রেজি: করা আছে – শিক্ষা প্রতিষ্ঠানের কর্মী হিসেবে।

Level 0

Windows 7 setup kortey hoy kivabey amamey kew ki A-Z sceenshot soho janate parben ki. plz plz

    Level 2

    ধন্যবাদ:
    একদম সাভাবিক জে ভাবে আগের Autodesk 3ds Max ছিলো এবং আপনি জে ভাবে বেবহার করছেন ।

আমি এইটা ইউস করি না , Autodesk 3ds Max Design 2012 ইউস করি। Design এ মাক্স এর সব কিছুই আছে বরং আরও আছে অনেক এক্সট্রা বেপার সেপার।

    Level 2

    ধন্যবাদ:
    আমি এইটা ইউস করি
    Autodesk 3ds Max 2012 "Last update" 17/4/2011

<img src="http://img.justca.me/?di=YL6F&quot; alt="" width="630" height="289" />

ভাই আপনি কি এটাকে অনুবাদক থেকে অনুবাদ করেছেন। হাসি পেলো।
তবে টিউনটি ভালো হয়েছে।

    Level 2

    ধন্যবাদ:
    ও হাশি ভাই,
    আপনার কখা শুনে কাজে মন বসে।
    মানুষ হাসে তখন,
    যখন techtunes কিছু দিতে পারে?

আপনার অনুবাদ আসলেই হাসকর , গুগলে ট্রান্সলাটর ইউস করসেন নাকি ?

Level 0

vai mediafire a dan pleaseeeeeeeeeeeee

Level 0

Bhai, 2 number file ta to delete hoi geche. please upload kore din. Dhanyabad

vai atar kono torrent ase takle amke kore din plz

romio(underscore ute nah keno?)[email protected]

Level 0

Autodesk 3ds Max download হয় না।