অ্যানিমেশন বানাতে চান এই টিউনটি দেখতে পারেন।দেখে বলেনতো অ্যানিমেশন ট্রেলারটা কেমন হল।

অ্যানিমেশন বানাতে চান এই টিউনটি দেখতে পারেন।দেখে বলেনতো অ্যানিমেশন ট্রেলারটা কেমন হল।

অ্যানিমেশন দেখতে সবাই পছন্দ কর। আবার কেউ অ্যানিমেশন তৈরী করতে পছন্দ করি।
যারা অ্যানিমেশন তৈরি করতে পছন্দ করে তাদের জন্যই এই টিউনটি।

বর্তমান পৃথিবীতে অ্যনিমশেনের তৈরী অ্যাড এর চাহিদা তুঙ্গে। সামনের দিনগুলোতে অ্যাডর্ভারটাইসমেন্টে এর জগৎ এ অ্যনিমশেনের তৈরী অ্যাড রাজ করবে। এর কিছুটা আচ পাওয়া যাচ্ছে অনলাইন টিভিসি বা অ্যাড থেকে। যেমন বর্তমানে অনলাইনে যে অ্যাড দেখায় তার বেশিরভাগ অ্যাড অ্যানিমেশনে তৈরি।

অ্যানিমেশনে তৈরি অ্যাড এর মূল্যও প্রচুর। একটা অ্যাড তৈরি করে ৩০০ থেকে ৩০,০০০ হাজার ডলার পাওয়ার কথা শুনা যায়। অপনি খেয়াল করলেই দেখতে পাবেন বর্তমানে টিভি চ্যানেলের অ্যাড গুলো অ্যানিমশেনরে তৈরি। তাহলে কর্পনা করে দেখুন এর ভবিষৎ বাজার কত রমরমা হবে।

নিচে আমার তৈরি একটা অ্যানিমেশন ভিডিও দেয়া আছে। ভিডিওটি দেখে মতামত জানাতে পারেন ভিডিওটি কেমন হয়েছ। আপনাদের মতামতের উপর ভিক্তি করে কীভাবে অ্যানিমশেন বানাবেন তার উপর টিউটরিয়াল বানাব। তাই কেউ মতামত জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন।

Level 2

আমি মিল্টন হালদার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

হ্যালো আমি মিল্টন হালদার। আমি একজন ছাত্র এবং ব্লগার। আমি প্রযুক্তি ভালবাসায় এখানে আসা। আশাকরি নতুন নতুন টিউন করে আপনাদের মজা দিতে পারব।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Apnar animation ta valo hoyse but animation make korar software ta dia dile valo hoto…..!

আমার কম্পিউটার এ সব কিছু বড় বড় দেখাইতেছে যেমন দরুন সাইড বার, আইকন , এবং কি নেট এ ডুকলেও সব বড় বড় আকারে দেখাচ্ছে এর সমাধান চাই প্লিজ কেউ সাহায্য করেন

    Desktop এ থেকে মাউসের বায়ে ক্লিক করে সবার নিচেরটা Display না কী য়েন লেখা.. ওটায় ঢুকে Screen এর সাইজ ফুল করে দিন.. তাইলেই হবে..

hmm vai aktu agei thik korci .bolar jonno osonkho donnobad

অনেক ভাল। আমি animation নিয়া কাজ করতে পছন্দ করি। তাই কিছু কিছু কাজ করি। এই কাজ গুলো একা করার চেয়ে সবাই মিলে করলে অনেক তাড়াতাড়ি হয়। আমার ইচ্ছা ছিল একটা টিম গঠন করা। এই animation এর উপর। আমার কিছু animation দেখতে পারেন। https://m.youtube.com/watch?v=PN0XA9b_xa8

ভিডিওতে যা দেখছেন তা আমার একার করা। আপনাদের ভাল লাগলে এক সাথে কাজ করতে পারেন।