এখন থেকে স্ক্রীনশর্ট না হবে ভিডিও না হবে ফটো, তৈরি করুন ডিরেক্ট GIF এনিমেশন, একদম সোজা।

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

আসসালামু আলাইকুম, ক্যামন আছেন আমার সকল টেকটিউনের ভাই ও বোনেরা, আশা করি আল্লাহ্‌ আপনাদের কে ভালই রেখেছেন। আমি ও ভাল আছি আপনাদের দোয়াই, যাই হোক আজ আমি আপনাদের একটি মজার জিনিষ সেখাব। তাহলে আর দেরি না করে আমরা আসল কাজে যাই।

আজ আমি আপনাদেরকে শেখাব কি করে আপনি আপনার পিসি থেকে যেকোনো জিনিষের স্ক্রীনশর্ট নিবেন ফটো আকারে, এখন হয়ত বলতে পারেন এর আবার শেখার কি আছে ? "Snipping Tool" দিয়েই ত্ব করা যাই। হ্যাঁ ভাই আমি ও জানি করা যাই, কিন্তু আমি যেটা দেখাব সেটা হবে এনিমেশন আকারেন মানে চলন্ত ফটো। 

তাহলে চলুন দেখা জাক কি করে করবেনঃ 

 

প্রথমে নিচের লিংক ক্লিক করে সফটওয়্যার টি নামিয়ে নিনঃ 

GifCam-.zip

এবার ফাইলটি আনজীপ করে সফটওয়্যার টি ওপেন করুন।

 

  • এবার Record বাটনে ক্লিক করে,যেখানে আপনি স্ক্রীনশর্ট নিবেন।  সফটওয়্যারটি ঘুরান।

  • তারপর স্টপ দিয়ে সেভ দিন।

  • তারপর ফটো টা ওপেন করে দেখুন আপনার ফটো এনিমিশন হয়ে গেছে।

 

এরকম আরও সফটওয়্যার পেতে নিচের এই লিংকে একটিভ থাকতে পারেন।

লাইফ ইজ টেকনোলজি

আপনাদের আনজ্বালা না ঠেকলে নিচের টিউন গুলা ও দেখতে পারেনঃ 

 

 

Level 0

আমি ইমাম হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 117 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস