

এমন কাওকে বর্তমানে খুঁজে পাওয়া যাবে না যে Animation মুভি কখনো দেখেনি।বর্তমান সময়টাই Animation,Visual VFX এর দুনিয়া।সব মুভিতেই এখন Visual VFX ব্যবহার করা হচ্ছে।তৈরি হচ্ছে হাজারো এনিমেশন মুভি।কিন্তু এই সকল পেক্ষাপটই সব ইউরোপের উন্নত দেশ গুলোয়।কিন্তু বর্তমানে ছোট-ছোট উদ্দেগেও আমাদের দেশেই তৈরি হচ্ছে Animation মুভি। ব্যবহার করা হচ্ছে 3D CGI Graphics। কারন ৩জি দুনিয়ায় প্রবেশ করেছে বাংলাদেশ।তাই বিশ্বের সাথে তাল মিলিয়ে চলছে বাংলাদেশ।এই ধারা-বাহিকতায় বাংলাদেশে তৈরি হলো 3D CGI Animation মুভি। যদিয়ও মুভিটি স্বল্প দৈর্ঘ্যর।মুভিটির লিঙ্ক দিলাম চাইলে দেখতে পারেনঃ
আমি মুভিতি দেখেছি। মুভিটি অনেকটা গেমের মতো।অর্থাৎ Action ফিল্ম। কিন্তু মাঝে একটু হাঁসির সিন আছে যা আমার কাছে অন্তত ভালো লেগেছে।আপনি নিজেই হাঁসির জায়গাটি খুজে নিয়েন।তবে আমাদের এরকম ছোট-ছোট উদ্ধেগই পারে বাংলাদেশের এনিমেসন ভবিষ্যৎ গড়তে।মুভিটিতে গ্রাফিক্স ও সিন কাস্টোমাইজিং খুব ভালো হয়েছে কিন্তু স্টোরিটা গেমের মতো কিন্তু তাও প্রশংসা পাওয়ার মতো।কারন বাংলাদেশে কেউ এনিমেশন মুভি তৈরিতে আগ্রহীই নয়। এই মুভির দুই একটি সিনই আপনার প্রশংসা কুরিয়ে নেবে।মুভিটি দেখার সময় আমি কিছু ভুল খুঁজে পেয়েছি কিন্তু তা তেমন একটা বলার মতো নয়।কারন আমাদের প্রোফেসনাল ইন্ডাস্ট্রি নেই এবং বিনিয়োগ নেই।তাই আমরা এত আগেই Holliwood এর মতো ১০০% বানাতে পারবো না।কিন্তু এরকম ছোট ছোট মুভি থেকেই শুরু করে ভবিষ্যতে বাংলাদেশে বড়-বড় Animation Movie তৈরি হবে।
আমি নিনাদ মাহিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
জুতা দিয়া বাইরানি দরকার এই ধরনের ৪র্থ ক্লাস এনিমেশন নিরমাতাদের।
বাংলাদেশের খর্ব এরা।