3D অ্যানিমেশন পাগলদের জন্য চমৎকার একটি সফটওয়্যার। এবার নিজেই তৈরী করুন 3D অ্যানিমেশন আর চমকে দিন সবাইকে।

Level 7
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা

-------------------------- بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ --------------------------

সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন ।

টেকটিউনসে এটাই আমার প্রথম টিউন যেটা শুয়ে শুয়ে লিখছি। আমি গত ৩দিন থেকে অসুস্থ, কিছুই ভালো লাগেনা। শুয়ে শুয়ে ফেসবুকে শুধু চ্যাট করি। হোছাইন ভাইয়ের সাথে কথা হচ্ছিলো- বললাম যে কিছুই ভালো লাগছেনা কোন টিউন করার পরামর্শ দেন, ব্যস্ত থাকলে হয়তো ভালো লাগবে। উনি বললো অ্যানিমেশন নিয়ে টিউন করেন। ভাবলাম এনিমেশন নিয়ে টিউন করে ফেলি তাহলে, ভাইকে কথা দিলাম যে ঘুম ভাঙ্গার পরে তিনি আমার টিউন দেখতে পাবেন। যাহোক, বুঝতে পারছেন নিশ্চয় যে আজকের টিউন হবে অ্যানিমেশন তৈরী বিষয়ে। আপনারা হয়তো অনেকেই অ্যানিমেশন এর আগে তৈরী করেছেন, যারা করেননি তারা আজ থেকেই এনিমেশন তৈরী করা শিখতে পারবেন। তো চলুন টিউনের মুল আলোচনায় ফিরে আসি।

Blender (3D অ্যানিমেশনের অন্যতম সফটওয়্যার)

সফটওয়্যারটির নাম দেখে অনেকের হয়তো মনে পড়েছে যে এরকম একটা সফটওয়্যারের নাম আপনারা আগেও শুনেছিলেন আবার অনেকেই ভাবছেন ফাহাদ ভাই বললো অ্যানিমেশন তৈরীর সফটওয়্যার দিবে কিন্তু দিয়ে দিলো জুস বানানোর ব্লেন্ডার! সমস্যা নেই কে কী ভাবলো এটা নিয়ে, চলুন প্রথমে একটু দেখে নেই কী কী করা যাবে এই সফটওয়্যারটি দিয়ে। তারপর পছন্দ হওয়া না হওয়া সেটা পরের ব্যাপার।

  • অ্যানিমেশন তৈরী করা যাবে
  • থ্রী ডাইমেনশনাল মডেল তৈরী করা যাবে।
  • যে কোন ক্যারেক্টার তৈরী যাবে।
  • গেম ডেভেলপমেন্ট করা যাবে।
  • ভিডিও এডিটিং সুবধা সহ থাকছে আরও অনেক কিছু।

আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে তাদের অফিশিয়াল সাইট হতে এক নজরে ঘুরে আসতে পারেন। তবে ডাউনলোড শুরু করার আগে চলুন সফটওয়্যারটির ইন্টারফেইস একবার দেখে নেই। বরাবরের মতো একই কথা বলবো, প্রথমে দর্শনধারী তারপর গুনবিচারী।

এক নজরে দেখে নিন ভেতরের ইন্টারফেইস | ভালো লাগলে তো ডাউনলোড করবেন

বিঃদ্রঃ অফিশিয়াল লিংকটি অবশ্যই দেখবেন, নাহলে সফটওয়্যারটি সম্পর্কে কোন ধারনাই আপনাদের হবে না

ডাউনলোড

ফিচারগুলো তো দেখে নিলেন, আমার বিশ্বাস আপনাদের সবার সফটওয়্যারটি ভালো লেগেছে। তাহলে নিশ্চয় ডাউনলোড করতে মন চাচ্ছে। ডাউনলোড করতে নিচের ডাউনলোড লিংক থেকে সফটওয়্যারটির ৩দিনের ট্রায়াল ভার্সন ডাউনলোড করে নিন। আমার কাছে এটার জন্য কোন সিরিয়াল ফাইল বা মেডিসিন ফাইল নেই। সুতরাং আপনাদের জন্য মেয়াদ হলো ৩দিন, এর মাঝেই যা শেখার শিখে ফেলতে হবে।

ডাউনলোড ফর উইন্ডোজ -৩২বিট | সাইজ ৫২মেগাবাইট

ডাউনলোড ফর উইন্ডোজ -৬৪বিট | সাইজ ৬১মেগাবাইট

বিঃদ্রঃ ডাউনলোড করতে কোন প্রকার সমস্যা হলে এখানে ক্লিক করুন

ডাউনলোড মনে হয় অনেকেই করেননি ৩দিনের ট্রায়াল ভার্সনের কারনে। আসলে সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি, এটার জন্য সিরিয়াল বা মেডিসিন ফাইল কিছুই লাগবে না। আপনাদের সাথে একটু মজা করলাম, আশা করি এটা সহজভাবে নিবেন। এবার উপরের লিংক থেকে ডাউনলোড করে নিন এবং যথারীতি ইনস্টল করুন। তারপর ওপেন করলে উপরে দেখানো চিত্রের মতো চিত্র দেখতে পাবেন। এখন প্রশ্ন হতে পারে ব্যবহার করবেন কিভাবে? ব্যবহার জানার জন্য নিচের অংশটুকু তো রয়েছেই।

যেভাবে শিখবেন অ্যানিমেশন তৈরী

সফটওয়্যারটির ব্যবহার সাধারন সফটওয়্যারের মতো না যে চাইলেন আর সুন্দর সুন্দর ডিজাইন করে ফেললেন। এর জন্য প্রয়োজন হবে কঠোর পরিশ্রম। ফটোশপ বা এডোবি প্রিমিয়ারের মতোই এর জন্যও একটা টিউটরিয়াল দিলে কাজ হবে না। এর জন্য প্রয়োজন হবে প্রজেক্ট ভিত্তিক টিউটরিয়াল। লিখিত টিউটরিয়াল দিয়ে সফটওয়্যারটির কাজ বুঝানো খুব কঠিন একটা ব্যাপার হবে। বাংলায় ভিডিও টিউটরিয়াল পেতে চাইলে আপনাদের আরও অপেক্ষা করতে হবে। যাহোক, নিচে সহজ দুটি ভিডিও টিউটরিয়াল দিলাম আপনাদের জন্য। আশা করি সব দেখে শুনে কাজ করতে পারবেন।


ভিডিও টিউটরিয়াল দুটি নিশ্চয় দেখেছেন, আরও পেতে চাইলে ইউটিউবে সার্চ করুন। অসংখ্য ভিডিও টিউটরিয়াল রয়েছে আপনার কাজ শেখার জন্য। তাহলে এবার নিজে নিজেই শুরু করে দিন প্রাকটিস। সর্বশক্তিমান আপনাদের সব কাজগুলোকে সহজ করে দিন। যাহোক, আমরা টিউনের একেবারেই শেষ প্রান্তে এসে গেছি। টিউনটি লিখতে খুব কষ্ট হলো, আপনারা যদি এটা থেকে উপকৃত হতে পারেন তাহলেই টিউনের স্বার্থকতা। আমার অসুস্থতাজনিত কারনে টিউনটি আরও বিস্তারিত লিখতে পারলাম না, টিউনে অনেক ভুল ভ্রান্তিও হয়তো মনের অজান্তে হয়ে গিয়েছে। আপনারা আমার জন্য দোয়া করবেন এবং সব ভুল ক্ষমা করে দিবেন আশা করি।

শেষ কথা

টিউনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা বুঝতে যদি কোন রকম সমস্যা হয় তাহলে আমাকে টিউমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। কারন আপনাদের যেকোন মতামত আমাকে সংশোধিত হতে এবং আরো ভালো মানের টিউন করতে উৎসাহিত করবে। আর আপনাদের যাদের টেকটিউনসে একাউন্ট নেই তারা আমার ব্যক্তিগত ফেসবুক পেজ লিংক থেকে আমার টিউনে কমেন্ট করতে পারবেন। পেজে লাইক দিয়ে আমার সকল টিউন বিষয়ে আপডেট থাকুন। সর্বশেষ যে কথাটি বলবো সেটা হলো, আসুন আমরা কপি পেস্ট করা বর্জন করি এবং অপরকেও কপি পেস্ট টিউন করতে নিরুৎসাহিত করি। সবার সর্বাঙ্গিন মঙ্গল কামনা করে আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামী টিউনে।

আপনাদের সাহায্যার্থে আমি আছি........

ফেসবুক | টুইটার | গুগল-প্লাস

Level 7

আমি সানিম মাহবীর ফাহাদ। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 176 টি টিউন ও 3500 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 159 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আগে যা শিখেছিলাম এখন তা শেখানোর কাজ করছি। পেশায় একজন শিক্ষক, তবে মনে প্রাণে টেকনোলজির ছাত্র। সবার দোয়া প্রত্যাশি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

thanks

valo legeche,apnar tune guli khub e sundr hoi,

vi ata ki full version?

    @Rotnokothok: অবশ্যই ফুল ভার্সন এবং প্রথম শ্রেনীর সফটওয়্যার। খুব ভালো ইন্টারফেইস এবং হাইকোয়ালিটির কাজ করা যায়। অনেক কাজ করতে পারবেন সফটওয়্যারটি দিয়ে। একবার তাদের সাইট ঘুরে আসলেই বুঝবেন জিনিসটা কতো শক্তিশালী এবং বহুমুখি কাজের।

খুবই কাজের জিনিস কিন্তু অনেক কঠিন মনে হচ্ছে।

    @এনামুল ইসলাম: কাজের জিনিস তো বটেই। তবে ভালো কিছু খুব সহজেই অর্জন করা যায় না। এর জন্য প্রয়োজন কঠোর পরিশ্রম এবং অধ্যবসায়। অ্যানিমেশন তৈরী কি এতো সহজ কাজ নাকি। তবে চেষ্টা চালিয়ে যান, সফলতা আসবেই ইনশাল্লাহ।

thanks bro…..

এপ টা চমৎকার আমি অবশ্য অনেক আগে থেকেই ব্যাবহার করি। এটা দিয়ে ভিডিয়োতে সি জি আই ও স্পেশাল ইফেক্টের কাজ ও করা যায়।

    @অপঠিত দৈনিকী: হুম, প্রায় সকল কাজের কাজী হলো সফটওয়্যারটি। সাধারনত যে সমস্ত সফটওয়্যার দিয়ে অনেক কাজ করা যায় সেগুলো বেশি একটা ভালো হয় না কিন্তু এটা তার ব্যতিক্রম। যে কেউ ব্যবহার করলে প্রেমে পড়তে বাধ্য।

Level 3

সত্যি দারুন হয়েছে আপনার টিউনস! কিন্তু একটা বিষয় বুঝতে পারছিনা (যে কোন ক্যারেক্টার তৈরী যাবে)….pls……

    @GS Gofur: বিষয়টা হলো আপনি যেমন অ্যানিমেটেড মুভিতে বিভিন্ন ক্যারেক্টার দেখেন সেরকম ক্যারেক্টার তৈরী করতে পারবেন। এর জন্য অবশ্যই আপনার এডভান্স দক্ষতা লাগবে। অবশ্যই ইউটিউব থেকে এ বিষয়ে অনেকগুলো ভিডিও টিউটরিয়াল ডাউনলোড করে দেখবেন, ধন্যবাদ।

ভাল পোস্ট। পিসিতে কেমন কনফিগারেশন লাগবে?

    ধন্যবাদ রাকিব হাসান, পিসিতে আহামরি কোন কনফিগারেশন লাগবে না। ১জিবি RAM, Pentium IV processor বা আপ হলেই চলবে রাজার হালে।

সফট তো পেলাম # তো আপনার শরীরের কি অবস্থা এখন ফাহাদ ভাই @ আর শরীর ঠিক থাকলে তো আমরা ভাল ভাল সফট পাব আপনার থেকে @@ দোয়া রইল আপনার জন্য।

    @হোছাইন আহম্মদ: আলহামদুলিল্লাহ, শরীরের চেয়ে রোগের ব্যাপক হারে উন্নতি হচ্ছে। এরকম উন্নতি চলতে থাকলে মনে হয় সকল কিছুর উর্ধে চলে যেতে হবে। দোয়া করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হতে পারি।

তাই না বলি প্রতিদিন যেখানে একটা করে টিউন প্রকাশিত হয় সেখানে টিউন অফ কেন ? কারন টা তো এখন বুঝতে পারলাম । আল্লাহ পাক আপনাকে খুব তাড়াতাড়ি আরোগ্যলাভ করুন এই দোয়া রইল ।

    @প্রযুক্তি পিপাসু: আপনার উপলব্ধির জন্য ধন্যবাদ প্রযুক্তি পিপাসু। দোয়া করবেন যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হতে পারি। দিন যাচ্ছে আর অসুখ বেড়েই চলেছে, গলা প্রায় বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে, সাথে শরীরের তাপমাত্রা অত্যাধিক। হাত দুটি সচল আছে বলেই টিউন এবং টিউমেন্ট করতে পারছি 🙂

আপনা টিউনটি সুন্দর হয়েছে এটা দিয়ে কি ভিডিও এডিটিং করা যাবে? । না করা গেলে আমাকে ভিডিও এডিটিং এর সফটা (ফুল ভার্শন) যদি দিতেন খুব উপকার হতো: ধন্যবাদ

    @সিমা: ধন্যবাদ সিমা আপু। এই সফটওয়্যারটি দিয়ে সফলভাবে ভিডিও এডিটিং করতে পারবেন। তবে আরও বেশি সুবিধা যদি পেতে চান তাহলে এডোবি প্রিমিয়ার কিংবা ভিডিও এডিটিং এর সফটওয়্যার রিভিউ এবং ফুল ভার্সন সফটওয়্যার নিয়ে আমার আগের টিউন দেখতে পারেন, ধন্যবাদ।

থ্যাংকস । জটিল একটা সফটওয়্যার ।
আগের সিরিজটি(সেরা) তে পোস্ট করুন । আর যে সফট এর অনুরোধ করেছিলাম সেটা তাড়াতাড়ি পেলে ভাল হতো ।
ও আর একটা কথা – এখন কেমন আছেন ? Get Well Soon & Come back again like previous .

    @নীলোৎপল বেদী: ধন্যবাদ নিলোৎপল বেদী। যখন রিপ্লাইটা দিচ্ছি তখন মোটামুটি ভালো লাগছে। কিন্তু রাত বাড়লেই সমস্যা বাড়ে। সফটওয়ারে মেডিসিন ফাইল ভালো কাজ করলেও ব্যক্তিগত জীবনে অ্যাজিথ্রোমাইসিন মেডিসিনটা কাজ করছে না। আগের সিরিজটি শুধু প্রিমিয়াম সফটওয়্যার নিয়ে করা। এটা যেখানে দেওয়া যাবে কিনা ভাববার বিষয়। নতুন কিছু ডাউনলোড আপাততো করতে পারছি না। সুস্থ হলে আপনার কাঙ্খিত সফটওয়্যার পেয়ে যাবেন।

অনেক সুন্দর টিউন @ফাহাদ ভাই। ভাই আপনার কাছে একটু পরামর্শ চাই। আমি ক্লান্ত হয়ে গেছি একটা সফটওয়্যার খুজতে। আমি ইউটিউবে চ্যানেল খুললাম। এখন থেকে টিউটোরিয়াল বানিয়ে আপলোড দিব। কিন্তু মন মতো স্ক্রিন রেকর্ডিং এন্ড এডিটিং সফটওয়্যার পাচ্ছিনা। যদি একটু সাজেস্ট করতেন কোন সফটওয়্যার বিষয়ে। তবে নিচের ফিচারগুলো অবশ্যই থাকতে হবে।
১। টিউটোরিয়ালে কোন কথা থাকবেনা। তাই টিউটোরিয়ালের স্টেপগুলো ক্যাপশন (টেক্সট) আকারে ভিডিওতে দেখাতে চাই।
২। ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগানো যাবে।
৩। স্ক্রিন রেকর্ডিং এর যাবতীয় ফিচারগুলো থাকবে।
৪। আর ভিডিওটুকুর টুকটাক এডিটিং ফিচার থাকলেই চলবে।

৪-৫ টা সফট ট্রাই করলাম। মন ভড়ছেনা। একটু সাজেশন দেন ভাই। পরামর্শের জন্য অগ্রিম ধন্যবাদ।

    @ব্লগার মারুফ: আমি কয়েকদিন আগে ভিডিও টিউটরিয়াল বানানোর জন্য কয়েকটি প্রিমিয়াম সফটওয়্যারের রিভিউ দিয়েছিলাম। তারমাঝে সেরাটার ফুল ভার্সন ছিলো। আমার জানামতে তোমার সব রিয়োরমেন্ট অনুযায়ী সেটা ট্রাই করে দেখতে পারো। আমার নতুন সিরিজের প্রথম টিউনটা দেখ পেয়ে যাবে ফুল ভার্সন। তোমাকেও অনেক ধন্যবাদ।

Level 0

Graphics আর Animation এর প্রতি আগ্রহ অনেক বেশি আমার…… Photoshop মোটামোটি হাতের নাগালেই আছে……………হইত আপনার টিউন দিয়েই আমার Animation জগতের সূচনা হবে…… Thanks Bhaiya…And ….Get Well Soon For Us…

    @Khanboyz: টিউমেন্টের জন্য ধন্যবাদ, আপনাদের জন্যই হয়তো সর্বশক্তিমান আমাকে সুস্থতা দান করবেন। আপনার জন্যও শুভকামনা থাকলো, অ্যানিমেশন জগতে আপনার পথচলা হোক সবচেয়ে সুন্দর।

সুন্দর ভাবে লেখার জন্য ধন্যবাদ আপনার পোস্ট থেকে ভালও কিছু জানতে পারলাম …

ধন্যবাদ

Level 0

ধন্যবাদ অনেক সুন্দর টিউন।
আর ভাই যদি vfx ভিডিও এডিটিং নিয়ে কিছু টিউন করতেন খুব ভালো হতো।ধন্যবাদ

    @rhriyad: টিউমেন্টের জন্য ধন্যবাদ।
    পরবর্তি টিউনগুলোতে আপনার কথা মাথায় রাখবো, সাথেই থাকুন।

এইটার ভার্সন কত?