ফ্ল্যাশ ইন্সটল

আপনি যখন এডবি ফ্ল্যাশ অথবা পুরো প্যাক ইন্সটল করতে চাইলে প্রথমে ইন্সটলের পাতা এই পাবেন। এখানে আপনি Adobe Creative Suite 3 Web Premium-এ চাপুন। এখান থেকে আপনি পাবেন Dreamweaver, Flash, Photoshop, Fireworks, Illustrator, Acrobat, Soundbooth, Contribute, Bridge, Device Center এবং Version Cue.

2nd1

আপনি পরের স্টেপে আপনার ইন্সটলেশনের ডিরেক্টরি পছন্দ করুন এবং আপনার ডাইরেক্টরি ব্রাউজ করুন। এখানে আমি নিজের C ফোল্ডারে নিয়ে গিয়ে আপনি আপনার ফোল্ডার পছন্দ করুন।

তারপরে আপনি ফোল্ডার পছন্দ করে আপনি Adobe Setup initializing করে নিন। এখানে কিছু সময় যেতে পারে কিন্তু তারপরে আপনি এই ধরনের একটি পাতা পাবেন।

এবার আপনাকে License Agreement গ্রহণ করতে হবে। তাই আপনি Accept-এ টিপ দিয়ে সেটা করে দিতে পারে। এটা ছাড়া আপনি ইন্সটল করতে পারবেন না।

এবার আপনি একটা অপশন পাবেন যেখানে আপনি যেই সব প্রোগ্রাম ইন্সটল করবেন সেটা আপনি দিতে পারেন। এখানে আপনি ফ্ল্যাশ মনে রাখবেন এবং সেটাকে পছন্দ করে ইন্সটল করুন।

এবার আপনার স্থান পছন্দ করুন। আপনি যদি ম্যাক ব্যবহার করে থাকেন, তাহলে আপনি যদি Mac ফোল্ডারে করেন, তাহলে সুবিধা হবে পরের ব্যবহারের জন্য। আপনি যদি পুরো সুট ইন্সটল করে থাকেন, তাহলে আপনার ৫.৬ গিগাবাইট জায়গা লাগবে। আর যদি শুধু ফ্ল্যাশ ইন্সটল করেন, তাহলে লাগবে প্রায় ৩.৫ গিগাবাইট জায়গা।

এবার আপনাকে একটা একটা রিভিউ দেখাবে যেগুলোতে এই সকল প্রোগ্রাম এবং কত জায়গা সেটা লেখা থাকবে।

তারপরে আপনি আপনার ইন্সটল করার স্থানে এসে পরবেন। এটা আপনার র‌্যাম এবং সকল কিছু দেখেই স্পিড বোঝা যাবে। কিন্তু এটা বলা যাবে এই ইন্সটলের সময় অনেক অনেক সময় লাগবে।

সকল ইন্সটল করার পরে আপনি পুরো বিস্তারিত তথ্য পাবে এবং সফল হলে সবকিছু দেখাবে।

Level 0

আমি ssdt। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস