দেশের সর্বপ্রথম অনলাইন এনিমেশন স্টুডিও: এনিমেশন শিখতে চাইলে এই পোস্টটা আপনার জন্য

এনিমেশন! শব্দটা শুনলেই কেমন যেন একটা রহস্যময় বিষয় উঠে আসে মনের মধ্যে। একটা অবাস্তব জিনিস বাস্তব হয়ে্ উঠে, কথা বলে নড়াচড়া করে সবার মন কেড়ে নেয়। আর বিশেষ করে এনিমেশন কতখানি আকর্ষনীয় তা আমাদের বাচ্চাদের দিকে তাকালেই দেখা যায় আর এখন বিশেষ করে এনিমেশন শুধু বাচ্চারাই না সব বয়সী মানুষদের কাছে এটা প্রিয় হয়ে উঠেছে। টেলিভিশন এর বিজ্ঞাপন থেকে শুরু করে,মু ভি, কার্টুন সব জায়গায় এনিমেশন এর ব্যাবহার রয়েছে। আমাদের দেশের দিকেই তাকালে দেখা যায় সবচেয়ে বেশী এনিমেশন ব্যবহার করা হয়ে থাকে বিজ্ঞাপন এ। কিন্তু দু:খের বিষয় এই যে এই এনিমেশন বিজ্ঞাপন গুলো দেশের বাহির থেকে করিয়ে আনা হয় কারন বাংলাদেশে এনিমেশন এর চাহিদার তুলানায় ওয়ার্কার খবই কম। এনেমেশন ২ ধরনের হয়ে থাক ১. ২ডি(ডাইমেশন) ২. ৩ডি(ডাইমেশন)। টুডি এনিমেশনের ক্ষেত্রে আপনার ছবি আকার দক্ষতা থাকতে হবে। আপনাকে একটি ২ডি ক্যারেক্টার সচল করতে হলে প্রতি সেকেন্ড এর জন্য ২৪ টি ক্যারেক্টার সচল করতে হবে আর অপর দিকে থ্রিডি এনিমেশন তুলানা মূলক সহজ বলতে পারেন। এক্ষেত্রে আপনাকে এনিমেশন তৈরীতে ব্যাবহৃত বিভিন্ন সফটয়ারের ব্যাবহার শিখতে হবে। তাছাড়া সবছেয়ে বড় জিনিস হচ্ছে আপনার ক্রিয়েটিভিটি  সৃজনশীলতা। এবং সবছেয়ে যে বিষয়টা খুব গুরুত্বপূর্ন সেটা হচেছ ধৈর্য। নতুন আনকমন করে কোন কিছু তৈরীতে করাতে আপনার হাত থাকতে হবে। এই এনিমেশন শুধু বিনোদনেই না সেটা হতে পারে আপনার পেশাও। এনিমেশন বদলে দিতে পারে আপনার ভাগ্য। এই রকম একটা সৃজনশীল পেশা আমার নিতে আপত্তি নেই তাহলে আপনার আপত্তিটা কোথায়? যেখানে আপনি চাইলে ফ্রিলেন্সিং করে oDesk,Elance সহ বিভিন্ন ফ্রিলেন্সিং সাইটা থেকে উপর্জন করতে পারেন মোটা অংকের টাকা।

বিশ্বাস না হলে নেট এ ঘুরেই আসুননা একবার আর দেখুন এক কাজের চাহিদা আর রেট। বলতে পারেন আমাদের দেশে এনিমেশন শিখার জন্য ভাল কোন ইন্সটিউট নেই নেই কোন ভাল প্রতিষ্টান যেখান থেকে উচ্চতর ডিগ্রি নেওয়া যাবে।যদিও দু-একটা প্রতিষ্টান আছে সেগুলো সবার জন্য নয় অর্থাৎ অনেক ব্যায়বহুল। আপনি যদি সত্যিই একজন ভাল দক্ষ এনিমেশন আর্টিস্ট হতে চান ইন্টারনেটে শিখা ছাড়া আর কোন বিকল্প উপায় নেই। আর এর জন্যও প্রয়োজন ভাল একটা গাইডলাইন। আর এসব সব বিষয় এর কথা চিন্তা করে বাংলাদেশে একদল তরুন প্রজন্ম গড়ে তুলেছে VFX Hunter Animation Studio নামে একটি এনিমেশন স্টুডিও। যেখান থেকে সারা বাংলাদেশে দক্ষ এনিমেশন আর্টিস্ট গড়ে তুলার লক্ষে কাজ করে যাচেছ পুরোদমে। চলচে এনিমেশন মুভি বানানোর জন্য তোরজোর প্রস্তুতি। কিছুদিন পর শুরু হবে অনলাইনে প্রশিক্ষনের কাজ যেখানে শিক্ষক হিসেবে থাকবে দেশের নাম করা আর্টিস্ট গন। বর্তমানে লিন্ডা ডট কম থেকে প্রিমিয়াম একাউন্টের মাধ্যমে টিউরিয়াল ডাউনলোড এর কাজ চলচে। VFX Hunter Animation Studio  যে সব কাজ গুলো হবে-

1.Anim8or
2.Art of Illusion
3.Autodesk 3ds Max
4.Autodesk Maya
5.Autodesk Softimage
6.Blender
7.Bryce (software)
8.Cinema 4D
9.DAZ Studio
10.Electric Image Animation System
11.Google Sketchup
12.Houdini
13.iClone
14.K-3D
15.LightWave 3D
16.Muvizu
17.modo
18.Moviestorm
19.Nickelodeon 3D Movie Maker
20.Poser
21.Synfig
22.Toon Boom Harmony 9
23.MMD
24.Milkshape 3D
25.Macromedia Flash
26.Zbrush
27.Adobe After Effect
28.nuke

আপাতত এর মাঝে যেসব কাজ হবে :
8.Cinema 4D
3.Autodesk 3ds Max
4.Autodesk Maya
26.Zbrush
27.Adobe After Effect
15.LightWave 3D
25.Macromedia Flash
20.Poser
22.Toon Boom Harmony 9
12.Houdini
28.nuke

তাছাড়া  VFX Hunter Animation Studio স্টুডিও থেকে এই ২৮ সফটওয়ারের ফুল ভার্ষন ডাউনলোড লিংক দেওয়া হবে। বাংলাদেশে এনিমেশন খাতে এক বিপুল সম্ভার ঘটানোর জন্য বর্তমানে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে VFX Hunter Animation Studio এর পরিচালক সহ এডমিনরা। থ্রিডি,এনিমেশন জগতে আসার আগে আপনাকে অনেক ভেবে চিন্তে এই লাইনে আসতে হবে। আপনি যদি ২ডি গ্রাফিক্স এর কাজ অথবা ওয়েবডিজাইন ওয়েব ডেভলাপমেন্টের কাজ করে থাকেন তাহলে এত ভাল কনফিগারেশন এর পিসির প্রয়োজন নেই। কিন্তু আপনি যদি থ্রিডি এনিমেশন VFX এর কাজ করতে চান তাহলে অবশ্যই আপনার ভাল কনফিগারেশন এর পিসি লাগবে। তো শুরু শুরু করে দিন এনিমেশন শিখা। আর আমাদের সামনে “Nero-17” মুভি দেখার আমন্ত্রন রইল।আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।
আমাদের পেজ:  https://www.facebook.com/vfxHunterAnimationStudio
আমাদের গ্রুপ:  https://www.facebook.com/groups/VFXHUNTER/

বি: দ্র: আপনি যদি প্রকৃত পক্ষে এনিমেশেন,VFX শিখতে চান তবেই আমাদের গ্রুপে জয়েন করুন এবং টেকটিউনস এ এটি আমার প্রথম টিউন কোন ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দিৃষ্টিতে দেখবেন  😀

Level 0

আমি Towkir Ahmed Bappy। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ডিজাইনিং এর প্রতি টান আমার সেই ছোটবেলা থেকেই তখন পেন্সিল কাগজে করতাম আর এখন কম্পিটারএ।বড় হওয়ার সপ্ন নিয়ে প্রতিনিয়তই কোননা কোন ভাবে যুদ্ধ করে এগুচ্ছি।বর্তমানে VFX শিখার চেষ্টায় আছি।ফেসবুকেআমি http://www.facebook.com/towkirbappy


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাইয়া, আমি ও শিখতে চাই, কিন্তু এত রাতে টিউন করলেন কেন… :p

Level 0

Amio shikte chai.
age 3DS max e kaj kortam akhon vule gesi. tai abar notun kore suru korte chai.

Towkir Ahmed Bappy@ ভাই আপনি শুরু করুন। আমিও শিখতে চাই। এবং আশা করি আরো অনেকে শিখতে চাইবে।

@Seeam অনেক দিন ধরে করব করব করে আর কর হচ্ছেনা কাইলাকা না করেলে জামিল ভাইয়ে মাইর দিত 😉

@Kabir1100 হা ভাই শুরু করে দিন।আমাদের গ্রুপ ত আপনার পাশেই আছে।
@শাওন ভাই আমি শিথা শুরু করে দিয়েছি আপনিও চলে আসুন আমাদের সাথে।

Level 0

ভাই আমিও শিখমু ।

ভাই MUvizu Cracked version টা কি পাউয়া যাবে??? খুব দরকার ভাই, থাকলে দয়া করে লিঙ্ক দিয়েন