মজাদার এনিমেশন [পর্ব-১] :: প্রিন্টিং এনিমেশন।

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন। আজকে থেকে আমি নতুন একটি চেইন টিউন শুর করব শিরোনাম-ফটোশপ+ইউলিড GIF এনিমেটর সমন্বয়। যারা নতুন তাদের জন্য আমার এই প্রয়াস তবে আপনাদের অবশ্য ফটোশপে ভালো জ্ঞান থাকা প্রয়োজন কারন জিআইএফ এর ফ্রেমগুলি সম্পুর্ন ফটোশপে তৈরী করতে হবে নিখুত ভাবে। তারপর ইলাস্টেশন করা খুব সহজ একবার দেখিয়ে দিলে বুঝতে পারবেন। চলুন কাজ শুরু করি

আজকের বিষয় ঃ প্রিন্টিং এ্যানিমেশন

একদম নতুনদের জন্য। একদম নতুনদের জন্য। একদম নতুনদের জন্য। একদম নতুনদের জন্য। একদম নতুনদের জন্য। একদম নতুনদের জন্য

ফ্রেমগুলি ফটোশপে তৈরী করে নিবেন আমি ফ্রেমগুলি ফটোশপে তৈরী করে দিয়েছি আপনি এইভাবে ফ্রেমগুলি তৈরী করবেন-

এবার এই ফ্রেমগুলি GIF এ রূপান্তার করার জন্য  Ulead GIF Animator সফট ওয়্যাটি চালু করুন

না থাকলে  আমার সাদামাটা কাচা হাতে বানানো ব্লগ থেকে ডাউনলোড করে নিবেন http://walidstudio.blogspot.com/

ধাপ-১ ফটোশপে যে ফ্রেমগুলি তৈরী করলাম তার সাইজ 200 বাই 200 পিক্সেল। ইউলিড প্রোগ্রমে স্ট্যান্ডার্ড টুলস বক্স হতে নিউতে ক্লিক করুন একটি উইনডো পাবেন সেখানে চিত্রের সাইজ দিন।

ধাপ-2 এবার ইমেজ যুক্ত করার পালা। চিত্রে দেখানো এড ইমেজে যান আপনার ফোল্ডারে সেভকৃত 1নং ইমেজটি সিলেক্ট করে ওপেন করুন দেখুন 1নং ফ্রেমে যুক্ত হয়েছে। চিত্রে দেখানো এড ফ্রেমে ক্লিক করুন নতুন একটি ফ্রেম যুক্ত হবে এবারও এড ইমেজে যান 2নং ইমেজটি সিলেক্ট করে ওপেন করুন দেখুন যুক্ত হয়েছে এবাবে আপনি নতুন ফ্রেম নিবেন এবং পর্যায়ক্রমে ইমেজ যুক্ত করবেন।

ধাপ-৩ এ দেখেন কি ভাবে ফ্রেমগুলি যুক্ত করেছি। এখন লক্ষ করুন যে ফ্রেমগুলিতে টেক্সট আছে সে ফ্রেমটির উপর ডাবল ক্লিক করুন একটি উইনডো পাবেন সেখানে 50 দিন সবার শেষে যে টেক্সটি আছে মানে সবাইকে ধন্যবাদ এর মান দিন 200। এখন প্রিভিউ করুন এনিমেশন হবে। সবশেষে সেভএজ ক্লিক করুন ফাইল মেনু থেকে এবার GIF File ক্লিক করুন ড্রাইভার লোকেশন দেখিয়ে যে কোন নাম দিন ওকে করুন সেভ হয়ে যাবে।

সবশেষে আপনার বানানো এনিমেশনটি দেখুন। ভালো লাগলে জানাবেন আবার নতুন একটি কাজ নিয়ে আসব।

Level 0

আমি জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 104 টি টিউন ও 291 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক ধন্যবাদ।