অনেকেই অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভলপমেন্ট শিখতে চান এবং পেশা হিসেবে অ্যাপ ডেভলপমেন্টকে বেছে নিতে চান কিন্তু বাংলায় ভালো রিসোর্সের অভাবে শেখা হয়ে উঠে না। কারন ইংরেজি কোর্স কেনাটাও ঝামেলা বাংলাদেশ থেকে। তাই প্রফেশনাল হওয়ার জন্য IT তে ক্যারিয়ার গড়ার জন্য ভালো একটি রিসোর্স শেয়ার করতে যাচ্ছি।
এটি মূলত চারটি কোর্সের মাধ্যমে আপনাকে গড়ে তোলবে একজন প্রফেশনাল অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভলপার। প্রথম ২টি কোর্সে আছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কটলিন আর পরের ২টি কোর্সে আছে অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভলপমেন্ট।
১ম কোর্সটি ফ্রি সবার জন্য আর পরের ৩টি প্রিমিয়াম। এর সুবিধা হলো আপনার যদি ১ম ফ্রি কোর্সটি ভালো লাগে তবে প্রিমিয়ামে এনরোল করতে পারেন। প্লাটফর্মটির নাম হলো Touhid Apps Learn এবং লিংক হলো: touhidapps.com/learn
ল্যাঙ্গুয়েজ আলাদাভাবে শেখার গুরুত্ব অনেক। যদি কোন কোর্সে আলাদা ভাবে ল্যাঙ্গুয়েজ না শেখায় তবে কোনটা ল্যাঙ্গুয়েজ আর কোনটা ফ্রেমওয়ার্ক/SDK এর কোড সেটা নিয়ে শিক্ষার্থীদের ভালো ধারনা থাকে না, তাই অবশ্যই আলাদা করে ল্যাঙ্গুয়েজ শেখা উচিত।
অ্যাপ ডেভলপমেন্টের গাইডলাইন ভিডিওটি দেখতে পারেন অনেক হেল্প হবে-
বেসিক কটলিন কোর্সে একদম শূন্য থেকে প্রোগ্রামিং দেখানো হয়েছে তাই কারো যদি আগে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না জানা থাকে তবে কোন সমস্যা হবে না। এডভান্সড কটলিন কোর্সে দেখানো হয়েছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, মাল্টি-থ্রেডিং/কো-রুটিন সহ গুরুত্বপূর্ণ সব টপিকস।
বেসিক অ্যান্ড্রয়েড কোর্সে দেখানো হয়েছে একদম শুরু থেকে নতুন প্রজেক্ট নিয়ে কিভাবে UI ডিজাইন করা যায়, লাইফসাইকেল, এক্টিভিটি, সার্ভিস সহ গুরুত্বপূর্ন কোর কম্পোনেন্টগুলো। এডভান্সড অ্যান্ড্রয়েড কোর্সে দেখানো হয়েছে কিভাবে ডেটাবেস ও API নিয়ে কাজ করা যায়, এছাড়াও ফায়ারবেস সহ এডভান্সড টপিকগুলো যাতে জব কিংবা ফ্রিল্যান্সিং করে একজন প্রিতিষ্ঠিত IT প্রফেশনাল হতে পারেন।
শুরু করুন ফ্রি প্রোগ্রামিং শেখা এখান থেকে - https://touhidapps.com/learn/courses/mastering-kotlin-part-1-basics/
যুক্ত থাকুন আপডেট থাকুন ফেসবুকে: https://www.facebook.com/touhidapps
আমি touhid1010। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি তৌহিদ। আমি টেকনোলজি নিয়েই আছি। এন্ড্রয়েড আর লিনাক্সে ব্যাপক আগ্রহ আমার। আমি লিনাক্স যতটুকু শিখেছি তা এই টেকটিউন্সের কল্যানেই হয়েছে।