সেরা ৫ টি Magisk Module এবার Rooted Device Customization হবে আরো সুন্দর!

Level 4
Sonic টিউনার, টেকটিউনস, গাইবান্ধা, রংপুর

আসসালামু আলাইকুম। টেকটিউনস ওয়েবসাইটের নতুন আরো একটি টিউনে আপনাকে স্বাগতম। আমি স্বপন আছি আপনাদের সাথে, আশাকরি সকলেই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা আজকের টিউনে আপনাদের সাথে আলোচনা করবো সেরা ৫ টি Magisk Module নিয়ে। আজকের টিউনে আলোচনা করা Magisk Module গুলো দিয়ে আপনি আপনার অ্যান্ড্রয়েড ডিভাইস কাস্টমাইজ করে আরো বেশি সুন্দর করতে পারবেন। বন্ধুরা আজকের টিউনে magisk module নিয়ে আলোচনা করার আগে আপনাদের জানতে হবে Magisk কি? Magisk Module কি? কীভাবে Magisk Module কাজ করে? তো চলুন আজকের সেরা ৫ টি Magisk Module নিয়ে বিস্তারিত আলোচনা শুরু করা যাক।

Magisk কী?

Magisk হলো অ্যান্ড্রয়েড ডিভাইস রুট করার একটি জনপ্রিয় টুলস। Magisk জনপ্রিয় হওয়ার অন্যতম একটি কারণ হলো এতে যুক্ত করা ম্যাজিস্কের মডিউল। কারণ ম্যাজিস্কের মডিউলগুলো সম্পূর্ণ কাস্টমাইজ অবস্থায় অনলাইনে পাওয়া যায়। যার জন্য অ্যান্ড্রয়েড ডিভাইস রুট করা অথবা ডিভাইসকে মনের মতো করে কাস্টমাইজ করা অনেক বেশি সহজ।

কিছুদিন আগেও মানুষ অ্যান্ড্রয়েড ডিভাইস রুট করতে অনেক ভয় পেতো। ভয় পাওয়ার একমাত্র কারণ ছিল ডিভাইস ব্রেক করা। ডিভাইস ব্রেক করলে তা ব্যবহার অনুপযোগী হয়ে যেতো। এমনকি কাস্টমার কেয়ারের ওয়ারেন্টিও বাতিল হয়ে যেতো। তাই ভয়েই আর ডিভাইস রুট করার কথা মাথায় আনতো না।

বর্তমানে ম্যাজিস্কের ডিভাইস রুট সিস্টেম একদম আলাদা। এটি ডিভাইসের লেয়ারে ইন্সটল হয়, তারপর প্রয়োজনীয় টিউমেন্ট পেয়ে সম্পূর্ণ ডিভাইস রুট করে ফেলে। যার কারণে অ্যান্ড্রয়েড ডিভাইস ব্রিক করার কোন ভয় থাকে না। ম্যাজিস্কের রুট করার এমন ফিচারের কারণে বর্তমানে ম্যাজিস্ক জনপ্রিয় একটি অ্যান্ড্রয়েড রুটিং টুলস।

Magisk Module কী?

Magisk Module হলো একটি ওপেন সোর্স টুলস এর ফাংশন৷ সহজ ভাবে বলতে গেলে (Magisk আর Magisk Module) মনে করুন, Magisk হলো একটি ডিভাইস আর Magisk Module হলো সেই ডিভাইসের অ্যাপ৷ আপনি যদি ডিভাইসে প্রয়োজনীয় অ্যাপস বা ব্যবহার করেন তাহলে প্রয়োজনীয় কাজগুলো করতে পারবেন না। তেমন ভাবেই Magisk টুলস ব্যবহার করতে হলে আপনাকে অবশ্যই অ্যাপের মতোই Magisk Module ব্যবহার করতে হবে। তবেই আপনি Magisk টুলসে Magisk Module ব্যবহার করে অ্যান্ড্রয়েড ডিভাইস কাস্টমাইজ করতে পারবেন।

Magisk Module গুলো দিয়ে আপনি আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসের যেকোনো ধরনের পরিবর্তন করতে পারবেন। Magisk Module গুলো আপনি খুব সহজেই অনলাইনে সার্চ করেই পেয়ে যাবেন। এই মডিউলগুলো ব্যবহার করার জন্য আপনার অর্থ প্রদান করতে হবে না। Magisk ব্যবহার করার জন্য অথবা আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসকে সুন্দর লুকিং দেওয়ার জন্য Magisk Manager ব্যবহার করে করে খুব সহজেই আপনার প্রয়োজনীয় Magisk Module খুঁজে বের করতে পারবেন। Magisk Module গুলি ব্যবহার করে পরিবর্তন করতে পারবেনঃ

  • ডিভাইসের থিম পরিবর্তন করতে পারবেন।
  • ডিভাইসের আইকন পরিবর্তন করতে পারবেন।
  • মোবাইলের পারফর্মেন্স বৃদ্ধি করতে পারবেন।
  • বিভিন্ন অ্যাপসের সম্পূর্ণ কন্ট্রোল করতে পারবেন।

এছাড়াও আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসের  আরো অনেক কিছুই পরিবর্তন করতে পারবেন। তবে সাধারণ মানুষ চাহিদা যেগুলোতে বেশি আমি শুধুমাত্র সেগুলোই উল্লেখ করলাম। আপনি চাইলে সহজ ভাবে আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসের A - Z সম্পূর্ণ পরিবর্তন করতে পারবেন। মডিউলগুলো ব্যবহার করার সব থেকে ভালো দিক হলো মডিউলগুলো সম্পূর্ণ কাস্টমাইজ করাই থাকে। তাই আপনাকে আলাদা করে কাস্টমাইজ করতে হবে না। শুধুমাত্র Magisk দিয়ে আপনার ডাউনলোড করা Module টি ডিভাইসে ফ্ল্যাশ করুন। তারপর ফোন রিবুট করুন আর এনজয় করুন। তো চলুন দেখে নেওয়া যাক আজকের সেরা ৫ টি ম্যাজিস্কের মডিউলগুলো কি কি? জনপ্রিয় ৫ টি ম্যাজিস্কের মডিউল।

1. iOS Emoji

iOS Emoji Magisk মডিউল হল একটি জনপ্রিয় Magisk মডিউল। এটি দ্বারা আপনি আপনার Android ডিভাইসের জন্য iOS মতো ইমোজি সেট করতে পারবেন। iOS Emoji Magisk মডিউলটি আপনার ডিভাইসের সিস্টেম পার্টিশনের উপর নির্ভর করে৷ আপনার ডিভাইসের ফ্রেমওয়ার্ক অনেক দুর্বল হলে iOS Emoji দ্বারা কাস্টমাইজ করলে আশানুরূপ ফলাফল পাবেন না। এই iOS Emoji Magisk মডিউলের কিছু ফিচার হলোঃ

  1. ইমোজি কাস্টমাইজ: iOS Emoji Magisk মডিউল দ্বারা আপনি আপনাকে ডিভাইসে iOS অপারেটিং সিস্টেমে ব্যবহৃত হওয়া ইমোজিগুলো কাস্টমাইজ করতে পারবেন। iOS Emoji Magisk মডিউল দ্বারা ইমোজি কাস্টমাইজ করলে আপনার ডিভাইসের ইমোজিগুলোও হুবহু আইফোনের মতো দেখাবে।
  2. পছন্দের ইমোজি সেট: আপনি iOS Emoji Magisk মডিউল ব্যবহার করে আপনার পছন্দ মতো ইমোজি বাছাই করে সেট করতে পারবেন। এতে আপনার বাছাই করা ইমোজিগুলো সবার প্রথমে দেখাবে। যার ফলে আপনি আপনার পছন্দেত ইমোজিগুলো খুব সহজেই ব্যবহার করতে পারবেন।
  3. কাস্টম ফন্ট রিস্টোর: iOS Emoji Magisk মডিউলের চমৎকার একটি ফিচার হলো কাস্টম ফন্ট রিস্টোর ফিচার। আপনি আপনার ইমোজিগুলো কেমন স্টাইল করবেন তা ঠিক আইফোনের মতো স্টাইলে বাছাই করে ব্যবহার করতে পারবেন। এই কাস্টম ফন্ট রিস্টোর ফিচারটি বর্তমানে একটি জনপ্রিয় ফিচার।

iOS Emoji Magisk

Official Website @ iOS Emoji Magisk

2. HideNavBar

HideNavBar Magisk Module হলো একটি Magisk মডিউল, যা আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসের নেভিগেশন বার (Navigation Bar) হাইড করবে। আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসের নেভিগেশন বার যদি আপনার কাছে ভালো না লাগে অথবা আপনি আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসের নেভিগেশন বার আরো সুন্দর করতে চান তাহলে HideNavBar Magisk Module টি আপনার ডিভাইসে ইন্সটল করে ব্যবহার করতে পারেন। এতে আপনি আপনার ডিভাইসের নেভিগেশন বার আরো সুন্দর করতে পারবেন। HideNavBar মডিউলটির জনপ্রিয় ফিচারগুলো হলো:

  1. নেভিগেশন বার হাইড করা: HideNavBar Magisk Module আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসের নেভিগেশন বার হাইড করতে সাহায্য করবে৷ এতে আপনার ডিভাইস নেভিগেশন বার আরো সুন্দর করতে পারবেন।
  2. স্ক্রিন স্পেস বৃদ্ধি: আপনার ডিভাইসের নেভিগেশন বার যসি স্ক্রিনের উপরের অংশে হয় তাহলে HideNavBar Magisk Module দ্বারা আপনার ডিভাইসের নেভিগেশন বার হাইড করার ফলে আপনার স্ক্রিন স্পেস আরো বেশি হবে। যার ফলে প্রতিটি অ্যাপ রান করে আপনি অনেক বেশি মজা পাবেন৷
  3. এনাবল নেভিগেশন: HideNavBar Magisk Module দ্বারা আপনার নেভিগেশন বার হাইড করলে আপনি তা পুনরায় রিকভার করতে পারবেন। এর জন্য আপনি আপনার সেটিং অপশনে আলাদা সেটিং পাবেন। যার সাহায্য আপনি খুব সহজেই আপনার নেভিগেশন বার ডিজেবল অথবা এনাবেল করে কন্ট্রোল করতে পারবেন।

HideNavBar Magisk Module

Official Website @ HideNavBar Magisk Module

3. Iconify

Iconify Magisk মডিউলটি হলো একটি Magisk মডিউল, Iconify Magisk মডিউলটি দ্বারা আপনি আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসের অ্যাপ আইকন সহ যাবতীয় সকল আইকন পরিবর্তন অথবা কাস্টমাইজ করতে পারবেন। Iconify Magisk মডিউলটি দ্বারা আপনি আপনার হোম স্ক্রিন আইকন, অ্যাপ আইকন সহ যাবতীয় সকল আইকন আপনার পছন্দমতো  কাস্টমাইজ করতে পারবেন। Iconify Magisk মডিউলের জনপ্রিয় ফিচারগুলো হলো:

  1. আইকন প্যাক সাপোর্ট: Iconify আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসের আলাদা করে একটি কাস্টম আইকন প্যাক তৈরি করবে। যা দ্বারা আপনি আপনার ইচ্ছামতো আইকন পছন্দ করে আপনার ডিভাইসে সেট করতে পারবেন। এই আইকন প্যাকগুলো সকল ডিভাইসে সার্পোট করে৷
  2. আইকন পরিবর্তন: Iconify Magisk মডিউলটি দ্বারা আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসের হোম স্ক্রিন আইকন, আইকনের সাইজ, স্টাইল এবং অন্যান্য সকল সুবিধাগুলো আপনার ইচ্ছামতো পরিবর্তন করার সুবিধা দিয়ে থাকে।
  3. টেমপ্লেট সাপোর্ট: Iconify Magisk মডিউলের সাহায্য আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসের অ্যাপ টেমপ্লেট আইকনগুলি ব্যাগরাউন্ড আপনার ইচ্ছামতো পরিবর্তন করতে পারবেন। এতে আপনার টেমপ্লেটের বিভিন্ন স্টাইল এবং লেআউট পরিবর্তন হবে, যার ফলে আপনার টেমপ্লেট আরো বেশি সুন্দর হবে।

Iconify Magisk

Official Website @ Iconify Magisk

4. Rboard Theme Manager

Rboard Theme Manager Magisk Module হলো একটি Magisk মডিউল, এই Rboard Theme Manager Magisk Module দ্বারা আপনি আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসের কিবোর্ড থিম আপনার ইচ্ছামতো পরিবর্তন এবং কাস্টমাইজ করতে পারবেন। যদি আপনারা মনে করবেন বর্তমানে প্রায় সকল কিবোর্ড থিম ইচ্ছামতো পরিবর্তন করা যায় তারপরেও আপনি হয়ত জানেন না! Rboard Theme Manager Magisk Module দ্বারা আপনি আপনার ডিভাইসের কিবোর্ড থিম কাস্টমাইজ করে আরো বেশি সুন্দর করে তুলতে পারবেন। Rboard Theme Manager মডিউলের জনপ্রিয় ফিচারগুলো হলো:

  1. কিবোর্ড থিম পরিবর্তন সুবিধা: Rboard Theme Manager Magisk Module আপনাকে আপনার কিবোর্ডের থিম আপনার ইচ্ছামতো পরিবর্তন করার সুবিধা প্রদান করবে। এতে আপনার কিবোর্ড সাধারণ কিবোর্ড থেকেও আরো বেশি সুন্দর দেখাবে৷
  2. কাস্টম থিম আপলোড: Rboard Theme Manager আপনাকে আলাদাভাবে কাস্টম থিম তৈরি করার অথবা আপলোড করার সুবিধাও দিয়ে থাকে। Rboard Theme Manager দিয়ে আপনি নিজের পছন্দমতো কালার, ফন্ট, ব্যাকগ্রাউন্ড ইত্যাদি বাছাই করে একটি আলাদা নতুন থিম তৈরি করতে পারবেন।
  3. থিম শেয়ার করা: Theme Manager Magisk Moduleb দ্বারা আপনি আপনার নির্মিত থিমগুলি অন্যের মাঝে শেয়ার করতে পারবেন। আপনি যাদের সাথে আপনার বানানো কাস্টমাইজ থিমগুলো শেয়ার করবেন তারা আপনার কাস্টমাইজ থিমগুলি ডাউনলোড এবং ইনস্টল করে তাদের ডিভাইসে ব্যবহার করতে পারবে।

Rboard Theme Manager Magisk Module

Official Website @ Rboard Theme Manager Magisk Module

5. Pixelify

Pixelify Magisk Module একটি Magisk মডিউল যা আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসে গুগল পিক্সেল স্টাইলের বিভিন্ন ফিচারগুলো যুক্ত করবে। Pixelify Magisk Module দ্বারা আপনি আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসে গুগল Pixelify এর ফিচারগুলো একদম বিনামূল্যে আর আরামসে ব্যবহার করতে পারবেন। তবে শুরুতেই আমি একটি বিষয় বলে রাখি, Pixelify Magisk Module ডাউনলোড লিংক আমি গুগলে খুঁজে পাইনি যার কারণে লিংক আপনাদের সাথে ডাউনলোড লিংক শেয়ার করতে পারলাম না। বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। Pixelify Magisk Module এর জনপ্রিয় ফিচারগুলো উল্লেখ করা হলো:

  1. Pixel Launcher: Pixelify Magisk Module একদম বিনামূল্যে আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসে Pixel ফোনের হোম স্ক্রিন ইন্সটল করে দিবে। যার ফলে আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসের লুকিং আরো বেশি সুন্দর দেখাবে।
  2. Pixel Wallpapers: Pixelify Magisk Module আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসে ডিফল্টভাবে Pixel ফোনের মতো আলাদা করে সুন্দর ওয়ালপেপার যুক্ত করবে। পরে আপনি সেগুলো আপনি পছন্দমতো আপনার ডিভাইসে হোম স্ক্রিনে যুক্ত করতে পারবেন। এছাড়াও Pixelify Magisk Module আপনার ডিভাইসে পিক্সেল ফোনের মতো লাইভ ওয়াল পেপারগুলো যুক্ত করবে। যা আপনি একদম বিনামূল্যে ব্যবহার করতে পারবেন।
  3. Boot Animation: পিক্সেল ফোনের মতো বুট অ্যানিমেশনটি আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসে যুক্ত হয়ে যাবে। যা আপনি আপনার ইচ্ছামতো কাস্টমাইজ করে ব্যবহার করতে পারবেন।
  4. Fonts: Pixelify Magisk Module আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসের পিক্সেল ফোনে ব্যবহার হওয়া ফন্ট স্টাইলগুলো অটোমেটিক যুক্ত করে দিবে৷ ফন্টগুলো আপনি পরে আপনার নিচের পছন্দমতো কাস্টমাইজ করতে পারবেন। এমনকি আপনার ইচ্ছামতো আলাদা কাস্টম ফন্ট যুক্ত করতে পারবেন।

এছাড়াও আপনি Pixelify Magisk Module ব্যবহার করে Pixel ডিভাইসের সমস্ত ফিচার একদম বিনামূল্যে ব্যবহার করতে পারবেন। সেই আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসে Pixel ডিভাইসের মজা উপভোগ করতে পারবেন।

Pixelify Magisk Module

Official Website @ Pixelify Magisk Module

শেষ কথা

আপনি যদি আপনার রুটেট ফোনকে আরো বেশি সুন্দর করতে চান অথবা আপনার রুটেট ফোনের জন্য অসাধারণ কিছু মডিউল খুঁজে থাকেন তাহলে আজকের পোস্টটি আপনার জন্য খুবই প্রয়োজনীয় একটি টিউন। আজকের এই সেরা ৫টি magisk module দ্বারা আপনি আপনার অ্যান্ড্রয়েড ডিভাইস কাস্টমাইজ করে অনেক সুন্দর করতে পারবেন। আপনি আপনার অ্যান্ড্রয়েড ডিভাইস কাস্টমাইজ করার জন্য লিংকে ক্লিক করে আপনার পছন্দমতো মডিউলগুলো নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। এতে আপনার ডিভাইসের কোনো ক্ষতি হবে না। আপনি চাইলে পরবর্তী আরো মডিউল নিয়ে টিউন আনবো। আপনার চাহিদা অবশ্যই টিউমেন্ট করে জানাতে ভুলবেন না।

তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের টিউন, সেরা ৫টি magisk module এবার Rooted device customization হবে আরো সুন্দর! আশাকরি টিউন টি আপনাদের একটু হলেও হেল্পফুল হবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী টিউনে নতুন কোন বিষয় নিয়ে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং টেকটিউনস এর সাথেই থাকবেন।

Level 4

আমি স্বপন মিয়া। Sonic টিউনার, টেকটিউনস, গাইবান্ধা, রংপুর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 1 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 67 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টেকনোলজি বিষয়ে জানতে শিখতে ও যেটুকু পারি তা অন্যর মাঝে তুলে ধরতে অনেক ভালো লাগে। এই ভালো লাগা থেকেই আমি নিয়মিত রাইটিং করি। আশা করি নতুন অনেক কিছুই জানতে ও শিখতে পারবেন।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস