আমরা যখন একটি Android ফোন বা ট্যাবলেট ব্যবহার করি, তখন বিভিন্ন ওয়েবসাইট কিংবা সার্ভিস ব্যবহার করার ক্ষেত্রে বিরক্তিকর বিজ্ঞাপণের সম্মুখীন হয়ে থাকি। যেসব বিজ্ঞাপণ গুলোর মধ্যে কোনগুলো আমাদের জন্য অনেক বেশি বিরক্তিকর, বিভ্রান্তিকর এবং কখনো কখনো Malicious বিজ্ঞাপণ ও হতে পারে।
একটি ফোনে বিজ্ঞাপণ যে ধরনেরই হোক না কেন, এটি আমাদের জন্য সবসময় বিরক্তির কারণ হয়ে থাকে। সেই সাথে, বিজ্ঞাপণ গুলো কোন একটি অ্যান্ড্রয়েড ফোনকে ধীরগতির ও করে দিতে পারে। আবার, এটি ডিভাইসের অতিরিক্ত ব্যাটারি খরচ করে এবং এর কারণে কখনো কখনো আপনার প্রাইভেসি ও লঙ্ঘিত হতে পারে।
সাধারণত বিজ্ঞাপণ গুলো কোন ওয়েব পেজে প্রদর্শিত হয়। তবে, মোবাইলে যদি Abusive কোন অ্যাপ ইন্সটল করা থাকে, তাহলে সেটির মাধ্যমে বিজ্ঞাপণ গুলো পপ-আপ, নোটিফিকেশন এবং Android ফোনের ওয়ালপেপারে ও প্রদর্শিত হতে পারে। যদি এমন বিজ্ঞাপণ আপনার মোবাইলে প্রদর্শিত হতে থাকে, তাহলে স্বাভাবিকভাবেই এটি আপনার জন্য চরম বিরক্তির হবে। বিশেষ করে, যখন কিছু বিজ্ঞাপণ অটোমেটিক্যালি ভিডিও বা অডিও ক্লিপ হিসেবে আপনার মোবাইল স্ক্রিনে শো হবে।
আজকের এই টিউনে আমি আপনাদেরকে এমন কিছু উপায় দেখাবো, যেগুলো অনুসরণ করার মাধ্যমে আপনি আপনার অ্যান্ড্রয়েড বা ট্যাবলেটে বিরক্তিকর বিজ্ঞাপণ থেকে পরিত্রাণ পেতে পারেন।
গুগল ক্রোম ব্রাউজারে পপ-আপ এবং বিভ্রান্তিকর বিজ্ঞাপণ গুলো ব্লক করতে এড ব্লকার রয়েছে। আপনি যদি আপনার মোবাইলে ইন্টারনেট ব্রাউজিং এর জন্য গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করে থাকেন, তাহলে এই ব্রাউজারটি থেকে এ ধরনের বিজ্ঞাপণ ব্লক করার জন্য নিচের স্টেপগুলো অনুসরণ করুন।
১. এজন্য প্রথমে আপনার অ্যান্ড্রয়েড ফোনের গুগল ক্রোম অ্যাপটি ওপেন করুন। এরপর, উপরের ডান দিকের কোনায় থ্রি ডট আইকনে ক্লিক করুন।
২. এবার, Settings অপশনে যান।
৩. এবার সেটিংস থেকে নিচের দিকে স্ক্রোল করুন এবং "Site Settings" অপশনে ট্যাপ করুন।
৪. এখন, Content সেকশনের অধীনে থাকা "Pop-ups and redirects" অপশনে ক্লিক করুন।
৫. তারপর, "Pop-ups and redirects" অপশনটি চালু করে দিন।
৬. এবার, Back বাটনে ক্লিক করে আবার "Site Settings" পেজে আসুন এবং "Intrusive ads" এ ক্লিক করুন।
৭. এরপর, একইভাবে এখান থেকে "Intrusive ads" অপশনটি চালু করে দিন।
আপনি কিন্তু গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করে সরাসরি ওয়েবসাইটের কোন বিজ্ঞাপণ ব্লক করতে পারবেন না। ক্রোম ব্রাউজার হল গুগলের একটি প্রোডাক্ট, যা কখনোই সরাসরি বিজ্ঞাপণ ব্লক করার অনুমতি দিবেনা। আপনি যদি বিভিন্ন ওয়েবসাইট ব্রাউজিং এর সময় সেখানে থাকা সাধারণ বিজ্ঞাপণ গুলো ও ব্লক করতে চান, তাহলে আপনাকে থার্ড পার্টি ওয়েব ব্রাউজার ব্যবহার করতে হবে।
ইন্টারনেট ব্রাউজিং এর সময় বিভিন্ন ওয়েবসাইটের বিজ্ঞাপণ সমূহ ব্লক করার জন্য Samsung Internet, Firefox অথবা Via Web Browser এর মত থার্ড পার্টি ইন্টারনেট ব্রাউজারগুলো ব্যবহার করতে পারেন। গুগল ক্রোম ব্রাউজার মোবাইলে এড ব্লকার এক্সটেনশন সাপোর্ট করেনা। আপনি যদি এসব ব্রাউজার ব্যবহার করেন, তাহলে এগুলোতে এড ব্লকার এক্সটেনশনের সুবিধা পাবেন।
এছাড়াও Brave হল অ্যান্ড্রয়েড এর জন্য আরো একটি এড ব্লকার ব্রাউজার, যা বিজ্ঞাপণ মুক্ত ব্রাউজিং এক্সপেরিয়েন্স দিয়ে থাকে। সেই সাথে, এই ব্রাউজারটিকে একটি নিরাপদ ইন্টারনেট ব্রাউজার অ্যাপ্লিকেশন হিসেবে ও বিবেচনা করা হয়।
প্রায় প্রতিটি ওয়েবসাইটে প্রবেশ করার সময় রিয়েল টাইম নোটিফিকেশন এর জন্য পপ-আপ দেওয়া হয়। অ্যান্ড্রয়েড ফোন এবং ট্যাবলেট এর জন্য এরকমভাবে রিয়েল টাইম নোটিফিকেশন Allow করে দেওয়া ভালো সিদ্ধান্ত নয়। কেননা, এক্ষেত্রে সেসব ওয়েবসাইট থেকে সর্বদা আপনাকে নোটিফিকেশন আকারে বিভিন্ন Post অথবা অপ্রাসঙ্গিক কন্টেন্ট পাঠানো হবে। অনেক সময় সেসব নোটিফিকেশনগুলোর কনটেন্ট স্প্যাম যুক্ত হতে পারে।
আর তাই দেখা যায় যে, যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করতে কিছুটা অজ্ঞ, তারা বিভিন্ন ওয়েবসাইটে প্রবেশ করে তাদের অজান্তেই রিয়েল টাইম নোটিফিকেশন এর জন্য Allow বাটনে ক্লিক করেন এবং এর ফলে মোবাইলে ইন্টারনেট কানেকশন চালু করলেই শত শত অপ্রয়োজনীয় কন্টেন্ট দিয়ে নোটিফিকেশন প্যানেল ভর্তি হয়ে যায়। আর, পরবর্তীতে একটি ফোন ব্যবহারের ক্ষেত্রে এটি অনেক বিরক্তির কারণ হয়ে যায়।
অপ্রয়োজনীয় ওয়েবসাইটগুলো থেকে নোটিফিকেশন বন্ধ করার জন্য আপনি নিচের ধাপগুলো অনুসরণ করুন।
১. এজন্য প্রথমে Google Chrome অ্যাপ আইকনে দীর্ঘক্ষণ ট্যাপ করে ধরে থাকুন। তারপর, (i) অপশনে ক্লিক করে App info তে চলে যান। এছাড়াও আপনি একই অপশনে যাওয়ার জন্য মোবাইলের সেটিংস থেকে Apps সেকশনে যান এবং তারপর Google Chrome খুঁজে নিয়ে সেটিতে ক্লিক করুন।
২. এরপর Notification অপশনে ক্লিক করুন।
৩. এবার নিচের দিকে স্ক্রল করলে All Sites Notification ক্যাটাগরি দেখতে পাবেন। এখন আপনি যদি All Sites Notification তে ট্যাপ করে এটি বন্ধ করে দেন, তাহলে সমস্ত ওয়েবসাইট থেকে নোটিফিকেশন আসা বন্ধ হবে। যদিও আমার এখানে All Sites Notification ক্যাটাগরি টি নেই। আপনার যদি কোন ওয়েবসাইটে Notification এর অ্যাক্সেস দেওয়া থাকে, তাহলে এখানে তা শো করবে, যা আপনি এক ক্লিকেই বন্ধ করতে পারবেন। আর এখানে গুগল ক্রোম ব্রাউজার থেকে আসা নিদিষ্ট ক্যাটাগরির নোটিফিকেশন গুলো চাইলে বন্ধ করা যাবে।
আর, আপনি যদি নির্দিষ্ট কিছু ওয়েবসাইট থেকে নোটিফিকেশন বন্ধ করতে চান, তাহলে এখান থেকে সেগুলো বন্ধ করে দিন। আপনি যে সমস্ত ওয়েবসাইটের নোটিফিকেশন এর জন্য Allow করেছিলেন, সেগুলোর তালিকায় এখানে দেখতে পারবেন। আপনার উচিত হবে, এই তালিকা থেকে আপনার অজানা ওয়েবসাইটের নোটিফিকেশন পারমিশন বন্ধ করে দেওয়া।
বিশেষ করে, হোমস্ক্রিনে প্রদর্শিত বিজ্ঞাপণ গুলো ওয়েবসাইটের বিজ্ঞাপণের চাইতে খারাপ। কেননা, এসব বিজ্ঞাপণ গুলো অনেক সময় অ্যাপ আকারে অথবা ব্যানার আকারে হোমস্ক্রিনে প্রদর্শিত হয়, যেগুলো ডাউনলোড করা কিংবা সেসব ওয়েবসাইটে ভিজিট করতে বলা হয়।
বেশ কিছু ক্যাটাগরির অ্যাপ রয়েছে, যেসব অ্যাপের ফাংশন ব্যবহার করার জন্য “Display over other apps” পারমিশন লাগে। বিশেষ করে, Messenger এবং Trucaller এর মতো অ্যাপ গুলো ডিসপ্লেতে Chat Heads এর মাধ্যমে কাজ করতে এ ধরনের পারমিশন নিয়ে থাকে। তবে, এমন কিছু অ্যাপ রয়েছে, যেগুলো শুধুমাত্র প্রতারণা এবং হোমস্ক্রিনে বিজ্ঞাপণ প্রদর্শনের জন্য এ ধরনের পারমিশন নেয়।
আপনি যখন আপনার মোবাইলের হোমস্ক্রিনে এ ধরনের বিজ্ঞাপণ গুলো দেখতে পাবেন, তখন হোম স্ক্রিনে বিজ্ঞাপণ দেখানো সেসব অ্যাপ গুলো খুঁজে বের করুন এবং হোমস্ক্রিন থেকে বিজ্ঞাপণ ব্লক করার জন্য নিচের ধাপ গুলো অনুসরণ করুন।
১. আপনি খুঁজে বের করার পর সেটির উপর দীর্ঘক্ষণ ট্যাপ করে ধরে থাকুন এবং (i) বাটনে ক্লিক করে App info সেটিংসে চলে যান।
২. এরপর, "Display over other apps" অপশনে ক্লিক করুন।
৩. তারপর এখান থেকে "Allow display over other apps" অপশনটি বন্ধ করে দিন।
একটি ডিভাইসের লক স্ক্রীন এক্সপেরিয়েন্স ইমপ্রুভ করার জন্য নিউজ, পার্টনার কন্টেন্ট এবং অন্যান্য কন্টেন্ট লক স্ক্রিন ওয়ালপেপার এ দেখানো হয়। এটি বিশেষ করে Samsung এবং Xiaomi এর তৈরি লো-এন্ড এবং মিড রেঞ্জ ডিভাইস গুলোতে Available রয়েছে। আপনার অ্যান্ড্রয়েড ফোন বা ট্যাবলেটে ওয়ালপেপার সার্ভিস গুলো বন্ধ করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন।
এখানে আমি এখানে Samsung Galaxy A52 ফোনের সেটিংস গুলো বর্ণনা করেছি। যদিও, এই মুহূর্তে আমি উক্ত মোবাইল ফোনটি ব্যবহার করছি না।
১. এজন্য প্রথমে আপনার মোবাইলের Settings এ চলে যান।
২. এরপর, Lock Screen এ ক্লিক করুন।
৩. তারপর এখান থেকে Wellpaper Service এ ট্যাপ করে ওপেন করুন।
৪. এবার, এখানে এসে None অপশনটি সিলেক্ট করে দিবেন।
অধিকাংশ ওয়েবসাইটে বিজ্ঞাপণ সমূহ ব্লক করার জন্য সবচেয়ে সহজ উপায় হলো ডিএনএস সার্ভিস ব্যবহার করা। DNS সার্ভিসের মাধ্যমে বিজ্ঞাপণ ব্লক করার জন্য AdGuard বিনামূল্যে দুটি DNS Address অফার করে। এসবের মধ্যে একটি DNS দিয়ে Adult Content ব্লক করা যায়, যা পরিবারের সদস্যরা নিজেদের বাচ্চাদের ফোনে সেটআপ করে দিতে পারেন। এই ডিএনএস এড্রেসটি হল family.adguard-dns.com, যা অভিভাবকেরা শিশুদের জন্য ব্যবহার করতে পারেন।
আর অন্যটি দিয়ে শুধুমাত্র বিজ্ঞাপণ গুলো ব্লক করে। এটি হলো dns.adguard-dns.com, যা আপনার ব্রাউজ করার ওয়েবসাইটগুলোর বিজ্ঞাপনকে ব্লক করতে কাজ করবে।
আপনাকে প্রথমেই বলে রাখা ভালো যে, একটি DNS সার্ভিস ব্যবহার করার সময়, বেশিরভাগ ক্ষেত্রেই ওয়েবসাইট গুলো স্বাভাবিক এর চাইতে বেশি সময় ধরে লোড হতে পারে। এটি বিভিন্ন ওয়েবসাইটের বিজ্ঞাপণ গুলো আপনার সামনে থেকে হাইড করবে। তবে, কিছু ওয়েবসাইট উপর নির্ভর করে আপনি কখনো পপ-আপ বিজ্ঞাপণ দেখতে পারেন। এছাড়াও কিছু ওয়েবসাইটে DNS ভিত্তিক অ্যাড ব্লকার কাজ নাও করতে পারে।
AdGuard এর DNS দিয়ে বিজ্ঞাপণ ব্লকিং করতে নিম্নলিখিত ধাপগুলো অনুসরণ করুন।
১. এজন্য প্রথমে আপনার অ্যান্ড্রয়েড ফোনের Settings অ্যাপ ওপেন করুন।
২. এবার, Connections অপশনে ট্যাপ করুন। তারপর, কোন কোন মোবাইলে More Connection Settings অপশনে যাওয়া লাগতে পারে। তবে, আমার মোবাইলে এখানে যেতে হচ্ছে না।
৪. তারপর, Private DNS অপশনটি ওপেন করুন।
৫. এরপর এখান থেকে "Private DNS provider hostname" অপশনটি সিলেক্ট করুন। এবার এখানে আপনার পছন্দের ডিএনএস সার্ভিসটির এড্রেস টাইপ করুন। যেমন, আমি dns.adguard-dns.com এই DNS এড্রেসটি সেট করার জন্য টাইপ করছি।
৬. তারপর, নিচের Save বাটনে ক্লিক করে প্রাইভেট ডিএনএস টি সেট করুন।
এখন থেকে আপনার এই ডিএনএস জন্য কোন ওয়েবসাইটে বিজ্ঞাপণ দেখাবে না। তবে, এরপরেও আপনি কিছু ওয়েবসাইটে পপ-আপ বিজ্ঞাপনসহ কিছু ক্যাটাগরির বিজ্ঞাপণ দেখতে পারেন।
আমরা অনেকেই বিজ্ঞাপনকে খারাপ এবং একটি বিরক্তিকর জিনিস মনে করি। আর এ কারণেই আমরা সবসময় অ্যান্ড্রয়েড ফোন বা ট্যাবলেট ব্যবহার করার সময় বিজ্ঞাপণ গুলোকে ব্লক করে রাখতে চাই। কিন্তু, বিজ্ঞাপণ কিন্তু সবসময় আপনার জন্য ক্ষতিকর নয়। বরং, একটি বিজ্ঞাপণ আপনাকে আপনার আগ্রহের বিষয়বস্তুগুলো সামনে এনে দিয়ে সাহায্য করতে পারে।
উদাহরণস্বরূপ, আপনি যদি একটি কম বাজেটের সেরা স্মার্টফোন কিনতে চান, তাহলে বিজ্ঞাপনদাতারা ও আপনাকে টার্গেট করে আপনার চাহিদার স্মার্টফোনটি দেখাতে পারে। এতে করে, আপনি খুব সহজেই আপনার জন্য প্রোডাক্ট খুঁজে নিতে পারছেন। সেই সাথে, বিভিন্ন সচেতনতামূলক ক্যাম্পেইন এবং নতুন নতুন প্রোডাক্ট গুলোর সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য বিভিন্ন প্রতিষ্ঠান বিজ্ঞাপণ দিয়ে থাকে। এক্ষেত্রে আপনি সেই সমস্ত পণ্য ও সার্ভিস সম্পর্কে সতর্ক থেকে পরবর্তীতে সেটি ব্যবহারের কথা বিবেচনা করতে পারেন।
বিজ্ঞাপণ দেখার মাধ্যমেই আপনি কোন একটি প্রোডাক্টের বর্তমান মূল্য ও ফিচারের সাথে বাজারের অন্যান্য পণ্যগুলোর তুলনা করতে পারবেন।
আর, বিজ্ঞাপণ আছে বলেই আমরা অনলাইনের বিভিন্ন কনটেন্ট ও সার্ভিস ফ্রিতে ব্যবহার করতে পারি। এজন্যই আমাদেরকে বিভিন্ন সোশ্যাল মিডিয়া ও প্ল্যাটফর্ম গুলোর সার্ভিস গুলো ব্যবহার করতে টাকা দিতে হয় না। কেউই যদি অনলাইনে বিজ্ঞাপণ দেখতে না চান, তাহলে সেসব প্ল্যাটফর্ম ব্যবহার করার জন্য আপনাকে টাকা পে করতে প্রস্তুত থাকতে হবে।
অ্যাপ ডেভলপাররা তাদের অ্যাপ থেকে অর্থ উপার্জনের জন্য বিজ্ঞাপণের উপর নির্ভর করে থাকে। কিছু অ্যাপ ডেভলপার রয়েছে, যারা তাদের প্রোডাক্ট বা সার্ভিস ব্যবহার করার জন্য এককালীন টাকা নিয়ে থাকে। আর কেউ তাদের এক বছর ব্যবহার করার জন্য মাসিক বা বাৎসরিক সাবস্ক্রিপশন ফি নেয়।
উদাহরণস্বরূপ, ইউটিউব এবং স্পটিফাই এর মত স্ট্রিমিং প্ল্যাটফর্ম গুলোতে বিজ্ঞাপণ মুক্ত স্ট্রিমিং উপভোগ করার জন্য আপনাকে প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিতে হবে। যেখানে বিজ্ঞাপণ মুক্ত স্ট্রিমিং সুবিধার পাশাপাশি আরো অন্যান্য ফিচার থাকবে। একইভাবে, অনেক সার্ভিসের ওয়েবসাইট রয়েছে, যেখানে বিনামূল্যের একাউন্টে বিজ্ঞাপণ দেখানো হয়, আর প্রিমিয়াম সাবস্ক্রিপশনে বিজ্ঞাপণ মুক্ত সুবিধার পাশাপাশি আরও অন্যান্য ফিচার ও Available থাকে।
যেহেতু বাচ্চারা প্রায় এই ভিডিও স্ট্রিমিং এবং বড় স্ক্রিনে গেম খেলার জন্য অ্যান্ড্রয়েড ট্যাবলেট ব্যবহার করে, তাই এখানে ও অনাকাঙ্ক্ষিত অনেক বিজ্ঞাপণ আসতে পারে, যেগুলোর ব্যাপারে আপনার সতর্ক হওয়া উচিত। যেখানে একটি ভুল পদক্ষেপের ফলে অপ্রয়োজনীয় অ্যাপ ইনস্টল এর মাধ্যমে আপনার ট্যাবলেট প্রভাবিত হতে পারে।
এখানে এসে আমি যদি এই পুরো টিউনের ওভারভিউ বলি, তাহলে আপনাকে উপরের পদ্ধতি গুলো অনুসরণ করে অ্যান্ড্রয়েড ট্যাবলেট ডিভাইস থেকে বিজ্ঞাপণ ব্লক করার চেষ্টা করতে হবে। আপনার ট্যাবলেট টি যদি বাচ্চারা ব্যবহার করে এবং তারা ইউটিউব এর মত ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ব্যবহার করে, তাহলে সেখানে বিজ্ঞাপণ মুক্ত স্ট্রিমিং দেখার জন্য প্রিমিয়াম সাবস্ক্রিপশন নেওয়া উচিত। এতে করে, সেখানে কোন ধরনের বিজ্ঞাপণ দেখা যাবে না এবং অনাকাঙ্ক্ষিত ভুলগুলো ও হবে না।
আপনার অ্যান্ড্রয়েড ফোন বা ট্যাবলেটের অপ্রয়োজনীয় অ্যাপ, থার্ড পার্টি লঞ্চার এবং ওয়ানস্টার বা টুইস্টার পাওয়া অ্যাপগুলো ইন্সটল করা থেকে বিরত থাকুন। আপনি যদি নিজের মোবাইলে অ্যাপ ইন্সটল এর সময় সতর্ক থাকেন, তাহলে অ্যান্ড্রয়েড ডিভাইসের ও কোন অ্যান্টিভাইরাস অ্যাপ এর প্রয়োজন নেই। এজন্য আপনি যেকোনো অ্যাপ ইন্সটল করার পূর্বে সেটির রিভিউগুলো পড়ে নিন। এক্ষেত্রে যদি লক্ষ্য করেন, অন্যরা সেই অ্যাপে অতিরিক্ত কিংবা বিজ্ঞাপণের বিষয়ে অভিযোগ করেছে, তাহলে সেই অ্যাপসটি ইন্সটল করা থেকে বিরত থাকতে পারেন।
যদিও গুগল প্লে স্টোরের Google Play Protect অ্যান্ড্রয়েড ডিভাইসে ইন্সটল থাকা Malicious Apps সমূহ সনাক্ত করে। তবে, এসব অ্যাপের মধ্যে দেখানো বিজ্ঞাপণ গুলোর উপর এটির কোন নিয়ন্ত্রণ নেই।
তাই আপনি যেকোনো মোবাইল অ্যাপ ইন্সটল করার আগে সেটির রিভিউগুলো সম্পর্কে পর্যালোচনা করুন। সেই সাথে, অ্যান্ড্রয়েড এর জন্য গুগল প্লে স্টোর বাদে অন্য কোন অ্যাপ স্টোর থেকে যেকোনো অ্যাপ ইন্সটল করা থেকে বিরত থাকুন।
আর আপনি চাইলে আপনার অ্যান্ড্রয়েড ফোনটিকে রুট করতে পারেন এবং অ্যান্ড্রয়েড ডিভাইড জুড়ে বিজ্ঞাপণ গুলোকে ব্লক করার জন্য একটি সিস্টেম-ওয়াইড এড ব্লকার ইনস্টল করতে পারেন। তবে, ফোনকে রুট করার আগে আপনার সতর্ক থাকা উচিত, যদি আপনি এই বিষয়ে অভিজ্ঞ না হন। আর, যেকোনো কাজের জন্য একটি ফোনকে রুট করা হলে, সেটির ওয়ারেন্টি বাতিল হয়।
বিভিন্ন ওয়েবসাইট ও অ্যাপে বিজ্ঞাপণ গুলো অনেক ক্ষেত্রে আপনাকে Android থেকে iOS এ স্যুইচ করতে প্রলুব্ধ করতে পারে। তবে, আপনার একটি জেনে রাখা ভালো হবে যে, অ্যাপল ডিভাইস গুলো ও কিন্তু এই সমস্যা থেকে মুক্ত নয়। আপনি যদি সত্যিই অ্যান্ড্রয়েড ফোন ও ট্যাবলেট ব্যবহার করার সময় বিজ্ঞাপণ মুক্ত অভিজ্ঞতা পেতে চান, তাহলে উপরের টিপস গুলো ফলো করুন।
আর, অ্যান্ড্রয়েড ফোন বা ট্যাবলেটে ইন্টারনেট ব্রাউজিং এর সময় অনলাইন বিজ্ঞাপণ থেকে মুক্তির সহজ সমাধান হলো একটি এড ব্লকিং ব্রাউজার ব্যবহার করা। তবে, বিজ্ঞাপনকে আমরা অনেকেই পছন্দ না করলেও এটি আপনার প্রতিদিনের জীবনের অনেক সিদ্ধান্ত ও কাজকে প্রভাবিত করতে পারে। দেখা যায় যে, বিজ্ঞাপণের মাধ্যমেই আপনি কোন একটি প্রোডাক্টের এক্সক্লুসিভ অফার পেয়ে থাকবেন, যা অ্যাড ব্লকিং করে ইন্টারনেট ব্রাউজ করলে দেখা সম্ভব নয়।
আর আমরা ইন্টারনেটে যে সমস্ত ফ্রি কনটেন্ট ও সার্ভিস ব্যবহার করতে পারি, সেগুলোর অধিকাংশই বিজ্ঞাপণ দেখানোর মাধ্যমে ব্যবহারকারীদের কাছ থেকে আয় করে থাকে এবং তার মাধ্যমেই আমাদেরকে সার্ভিস দেয়। তাই, অনলাইনের বিভিন্ন ওয়েবসাইটে থাকা অল্প কিছু বিজ্ঞাপণ দেখে আপনি তাদেরকে সাহায্য করতে পারেন এবং একই সাথে আপনিও বিভিন্ন প্রোডাক্ট বা সার্ভিসের অফার বিজ্ঞাপণ সমূহ থেকেই গ্রহণ করতে পারবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।
আমি মো আতিকুর ইসলাম। কন্টেন্ট রাইটার, টেল টেক আইটি, গাইবান্ধা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 421 টি টিউন ও 93 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 61 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।
“আল্লাহর ভয়ে তুমি যা কিছু ছেড়ে দিবে, আল্লাহ্ তোমাকে তার চেয়ে উত্তম কিছু অবশ্যই দান করবেন।” —হযরত মোহাম্মদ (সঃ)