এনড্রয়েড সমাচার [পর্ব-০১] :: এনড্রয়েড রুটিং-১

এনড্রয়েড সমাচার

স্যামসাং গ্যালাক্সী ট্যাবটা হাতে আসার পর এটা নিয়ে এক্সপেরিমেন্ট চালিয়েই যাচ্ছি। কিছু দিন বাদে হয়তো উৎসাহ হারিয়ে ফেলব (বরাবর যা হয় আর কি)। তাই, দেরি না করে ভাবলাম লিখে ফেলি ঝটপট।

শুরুতেই বলে রাখি, এই লেখা এনড্রয়েড বা লিনাক্স গুরুদের জন্য নয়। আম জনতার জন্য বলা কিছু কিছু কথা গুরুদের কাছে হাসির ব্যাপার হতে পারে। তাই লিনাক্স গুরুসকল! আপনারা সময় নষ্ট করবেন না।

আরেকটা কথাঃ

রুটিং বা এধরনের কোন কাজ করার আগে একটু ভাল করে জেনে নেবেন। কোনরকম ত্রুটির কারণে আপনার মূল্যবান ফোন বা ট্যাবলেট পিসিটি মূল্যহীন ‘ইট’ (brick) হয়ে যেতে পারে। আমার এই লেখা আপনার এনড্রয়েড ডিভাইসের জন্য সম্পূর্ণ বা নির্ভুল নয়। তাই এই ধরনের কাজ আপনাকে নিজ ঝুঁকিতে করতে হবে। ডিভাইস রুটিং করলে আপনার ওয়ারেন্টি অকার্যকর হয়ে যেতে পারে। তাই সাবধান!

এনড্রয়েড রুটিং এর প্রসঙ্গঃ

গ্যালাক্সী ট্যাব আর এনড্রয়েড নিয়ে গুগল করতেই কয়েকটা নতুন টার্ম চোখে পড়ল। যেমনঃ রুট করা, রুটিং, ফ্ল্যাশ করা, কাস্টম রম, স্টক রম, ব্রিক-আনব্রিক ইত্যাদি।

এক নজরেঃ

রুটিং মানে একটি ডিভাইসের রুট-লেভেল এক্সেস পাওয়া। লিনাক্স গুরুরা এটা ভাল বুঝবেন, আমি উইন্ডোজ ব্যবহার করি - তাই আমার মত আম জনতার কাছে এটা হলঃ আমার ডিভাইসটির উপর আমার সম্পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠা করা। যদিও এনড্রয়েড ওপেন সোর্স, কিন্তু বিভিন্ন এনড্রয়েড ফোন ও ডিভাইস নির্মাতারা এনড্রয়েডের সম্পূর্ণ কর্তৃত্ব ব্যবহারকারীকে দেয় না।

রম বলতে যদিও আমরা রিড অনলি মেমরী বুঝি - এখানে রম বলতে এনড্রয়েডের বিভিন্ন ভার্সনের অপারেটিং সিস্টেম বোঝায়।

ফ্ল্যাশ করা মানে হল ডিভাইসটির মধ্যে অপারেটিং সিস্টেম বা রমকে সরিয়ে আপনার পছন্দের অপারেটিং সিস্টেম বা রম ইন্সটল করা।

স্টক রম মানে ডিভাইসটির নির্মাতা যে অপারেটিং সিস্টেম সরবরাহ করে থাকে।

কাস্টম রম মানে ওপেন সোর্স জগতের মানুষের তৈরি করা মনের মাধুরী মেশানো কাস্টমাইজড রম বা অপারেটিং সিস্টেম।

ব্রিক (brick) মানে হল আপনার ডিভাইসটি ব্যবহারের অযোগ্য হয়ে যাওয়া - যাকে বলা যায় মূল্যহীন ‘ইট’ হয়ে যাওয়া (এটা মূলতঃ ত্রুটিপূর্ণ ফার্মওয়্যার ইন্সটলেশনের কারণে হয়ে থাকে)। আনব্রিক(unbrick) করা মানে আপনার ডিভাইসটিকে মূল্যহীন ইটের অবস্থা থেকে ফিরিয়ে এনে কার্যকরী ফোন বা ট্যাবলেট পিসি করে তোলা।

এনড্রয়েড রুটিং কেন করবেনঃ

ভালই তো চলছে, কেন ঝামেলা করে রুটিং করব? এই প্রশ্নের উত্তর হলঃ আপনার ডিভাইসটিকে কি সম্পূর্ণ আপনার নিয়ন্ত্রণে আনতে চান না? যদি চান, তাহলে বাকিটা পড়ুন, না হলে দরকার নেই। রুটিং এর মাধ্যমে আমরা যা পেতে পারিঃ

- রুটিং আপনাকে এনড্রয়েড এর সুপার-ইউজার এক্সেস দেয়।


- আপনার এনড্রয়েড ডিভাইসে কি থাকবে আর কি থাকবে না তা নিশ্চিত করা। ডিভাইস নির্মাতারা ডিফল্ট হিসেবে অনেক সফটওয়্যার দিতে পারে যা আপনার পছন্দ নয়। রুটিং ছাড়া আপনি এগুলো আন-ইন্সটল করতে পারবেন না।

- এনড্রয়েড মার্কেটে বা অন্য এনড্রয়েড সফটওয়্যার সাইটে পাওয়া অনেক দারুণ দারুণ সিস্টেম সফটওয়্যার থাকে যা দিয়ে বিভিন্ন টুইক করা যায়। এ সমস্ত সফটওয়্যার ব্যবহার করতে হলে ডিভাইসটকে রুটিং করতে হয়।

- বিশেষজ্ঞরা অনেকেই বলেন, রুটিং করলে অনেক ডিভাইসের পারফর্মেন্স বাড়ে। ওভারক্লকিং করতে রুটিং লাগে।

- ধরুন আপনি আপনার মোবাইলটিকে একটি এলইডি টর্চ হিসাবে ব্যবহার করবেন। রুটিং করা না থাকলে এই ধরনের কোন ইউটিলিটি সফটওয়্যারই কাজ করবে না। ঠিক তেমনি আপনার ডিভাইসটির ১০০% কে কাজে লাগাতে এমন অনেক সেটিং প্রয়োজন হবে যার জন্য রুট এক্সেস থাকতে হবে।

- অনেক ইনবিল্ট ফিচার - যা একটি ডিভাইসে সাপোর্ট করে অথচ অন্য ডিভাইসে সাপোর্ট করে না - রুটিং এর মাধ্যমে ঠিক করে দেয়া যায়। যেমন ধরুন লাইভ ওয়ালপেপার এনড্রয়েডের একটা চমৎকার ফিচার। Samsung Galaxy Spica এর এই ফিচারটি চালানোর ক্ষমতা থাকলেও বাই-ডিফল্ট লাইভ ওয়ালপেপার এই ফোনে চলে না। রুটিং করে ফেলুন - চমৎকার কাজ করবে।

- আপনার ডিভাইসটির ওয়াই-ফাই/ব্লু-টুথ সংযোগকে মাধ্যমে সহজেই ইন্টারনেট সংযোগ শেয়ার বা ডাটা ট্রান্সফার জাতীয় কাজ করতে লাগবে ওয়াই-ফাই/ব্লু-টুথ টেথারিং যা একমাত্র রুটেড ডিভাইসেই সম্ভব।

- বাংলা ফন্ট ইন্সটল করবেন। রুটিং লাগবে।

‘অনেক কিছুই তো জানলাম, এবার রুটিংটা করব কিভাবে?’

এই উত্তরের জন্য “এনড্রয়েড সমাচার - এনড্রয়েড রুটিং-২” এ যেতে হবে। লিখাটা শুরু করেছি - একটু সময় লাগবে।

Level 2

আমি মোহাম্মদ ইউসুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 96 টি টিউন ও 1054 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ অনেক কিছু জানলাম চালিয়ে যান ……।

রুটিং করার পরও সম্ভবত ডিফল্টরমে ফেরত গিয়ে ওয়ারেন্টি আদায় করা য়ায়। 😉
আমি এইচটিসির ওয়াইল্ডফায়ারটা টার্গেট করছি, দেখা যাক কত দ্রুত গুছিয়ে নিতে পারি।

আর ভাই, আমার জন্য একটু দোয়া কইরেন, এর আগে আপনি বলেছিলেন, অবশেষে গতমাসে ওডেস্কে শুরু করলাম। রেভিনিউ নতুন হিসেবে একেবারে খারাপ না।

    হ্যা, আনরুট নামে একটা ব্যাপার আছে যেটা দিয়ে অরিজিনাল অবস্থায় নিয়ে যাওয়া যায়। আর এজন্য বর্তমান রমকে ব্যাকআপ করে নিতে হয়।
    রম ফ্ল্যাশ করা নিয়ে কয়েকদিনের মধ্যেই একটা টিউন করব ভাবছি।

    দোয়া রইল। ওডেস্কে রেভিনিও যেমন ভাল – ক্লায়েন্ট বেস টাও অনেক ব্যাপ্ত।
    চেষ্টা করবেন, ওডেস্কে আপনার খুব আকর্ষনীয় একটা প্রোফাইল করতে। ওডেস্কের টেস্টগুলো দিয়ে ভাল রেজাল্ট করা একটা উপায়।

😀 খুব ভালো লাগলো… ধন্যবাদ…

ভাল হচ্ছে।
চালিয়ে যান।

    ধন্যবাদ দেখি কতদিন চালাতে পারি।

এনড্রয়েড কখনো ব্যবহার করিনাই। তাই এতোকিছু জানিনা।
তবে আশা আছে এনড্রয়েড নেওয়ার। ধন্যবাদ গুরুত্বপূর্ব বিষয়গুলি নিয়ে আলোচনা করার জন্য।
চালিয়ে যান। এনড্রয়েড সমন্ধে আরো জানতে চাই। 🙂

    বলতে ভূলে গেছিলাম। টিউনের বিভাগ "মোবাইলীয়" তে দিয়েন।

    ধন্যবাদ, সাইফ ভাই – এর পরেও কয়েকটা টিউন করার প্ল্যান আছে।

    দিয়ে দিচ্ছি….

বাহ বেশ চমৎকার লিখেছেন । দুই/তিন মাসের ভিতরে এন্ড্রয়েড নেবার ইচ্ছা আছে ।দেখি কতদুর কি করতে পারি

    নিয়ে নেন মামুন ভাই – পস্তাবেন না এইটুকু বলতে পারি।

ধন্যবাদ মামুন ভাই।

vai!! apni jehetu WINDOWS use koren!! amk ektu bolen!! windows k kivabe ami android korbo??

আমাকে সাহায্য করবেন আসা করি!!!
gmail : [email protected]
আনার email id জা্নাবেন!!

ব্রাদার বাজারে সস্তায় এনড্রয়েডOS সমৃদ্ধ কোন ব্রান্ডের কোন মডেল গুলো আছে!!! আমি স্যাম্বিয়ান ইউজ করে আসছি। সিগ্রহই এটি চেন্জ করব। তাই এনড্রয়েডOS সম্বলিত তুলনামূক স্বল্প মূল্যের ফোন এর খোজ দিবেন বলে আশা রাখি!!!

Facebook:
http://www.facebook.com/rk.rocky3

Em@il:
[email protected]

    একটু এখানে ঘুরে দেখবেন:
    http://www.clickbd.com/
    ঢাকায় থাকিনা সেজন্য এই মূহুর্তে বলতে পারছিনা।

Level 0

Bro, HTC-P3400i jonno Call records & theam changer chai….apnar kache thakle plz awaz deain…

[email protected]

Level New

vaia ra gelaxy 551 kmn hobe?please aktu help koren.set neoar somoy ki ki jinis kheal korbo?15000 tk er modde r kono valo set ase?

কি বলব, কিছু আর বলার নাই, কিন্তু একটা কথা বলতে চাই…

কোথাই ছিলেন গুর………………

অনেক ধন্যবাদ…।

অসাধারণ পোষ্ট। ভাল লাগল।

Level 0

bhai galaxy tab P1000 e skype vdo call enable korar poro keno vdo te sobuj screen ashe, kindly janaben

    @mabrur: এনড্রয়েড মার্কেট থেকে ডাউনলোড করা ভার্সনটিতে আমারও সমস্যা হয়েছিল। আপনি গুগলে সার্চ দিয়ে, ভিডিও চ্যাট ভার্সনটি পেতে পারবেন।

Level 0

ভাইয়া আমার “SONY ERICSON XPERIA ARC S” হ্যাঁন্ডসেট আছে। আমি এতে “ICE CREAM SANDWICH” রম ইন্সটল করতে চাই। আমাকে বিস্তারিত টিউটোরিয়াল দিন Please………………….

ভাই আমার Samsung Galaxy SI9000 Hand lock হয়ে গেছে আর লক কোড ভুলে গেছি। এটাকে কোনমতে flash দেয়া যায়?

আমি আইফোন ইউজার। স্যামসাং গ্যালাক্সি এস এ আমি অনেক ট্রাই করেও ডিফল্ট ব্রাউজার এবং ডিফল্ট মেইল বক্সে আমি বাংলা পড়তে পারি নাই। গ্যালাক্সি এস এ কি বাংলা সাপোর্ট করে না ? এটা জানতে চাই প্লিজ ।

Level 0

Vai ami Samsung galaxy ace gt-s5830m root korte chai kintu parci na

Dear Bro
I’ve HTC EVO 3D Handset,I Want to Root My Phone,How Can i do It?
Android Version 4.0.3
HTC Sense Version 3.6
Please Kindly Give Information