[পর্ব-২৩] :: এই মুহূর্তে বাজারের সেরা সিকিউর ফোন গুলো

টিউন বিভাগ অ্যান্ড্রয়েড
প্রকাশিত
জোসস করেছেন

এই মুহূর্তে বাজারের সেরা

হ্যালো টেকটিউনস জনগণ, কেমন আছেন আপনারা সবাই? আশাকরি সবাই ভাল আছেন। এখন থেকে নিয়মিত আবার নতুন টিউন নিয়ে আমরা হাজির হলাম আপনাদের কাছে। আর টেকটিউনসের নিত্যনতুন টপিক আর সার্ভিস নিয়ে ভালো না থেকে আর উপায় আছে? আর এই নিত্যনতুন টপিক আর সার্ভিসের ধারা বজায় রাখার নিমিত্তে, আজকে আমি আপনাদের সাথে একদম নতুন একটি টপিক নিয়ে হাজির হলাম। আর আপনারা এই টিউনের মাধ্যমে জানতে পারবেন অনেক নতুন নতুন সব তথ্য।

অনেক দিন অতিবাহিত হয়ে গিয়েছে ২০২০ সাল শেষ হয়েছে, আর এজন্যই আমরা আপনাদের কাছে নতুন একটি আর্টিকেল নিয়ে হাজির হয়েছি। যদিও ২০২০ সালটি বৈশ্বিক সমস্যা করোনার মধ্যে দিয়ে গিয়েছে, তবুও স্মার্টফোন প্রযুক্তি কোম্পানিগুলো তাদের উদ্ভাবনকে চালিয়ে যেতে সক্ষম হয়েছে। আমরা বিভিন্ন কোম্পানির স্মার্টফোনে নতুনত্ব দেখেছি যেমনঃ স্কিন সাইজ, কোয়াড ক্যামেরা মডিউল, হাই-রিফ্রেশ প্যানেল, ফোল্ডেবল ডিভাইস এবং আরও অনেক। তাছাড়া স্মার্টফোন নির্মাতারা প্রতিবছর নতুন কিছু উপস্থাপনের জন্য তাদের ডেভেলপারদের চাপ দিচ্ছেন, তবে প্রাইভেসি নিয়ে কাস্টমারদের মধ্যে এখনও বড় উদ্বেগ কাজ করছে।

আর এ কারণেই অন্যান্য স্মার্টফোন কোম্পানিগুলোর সাথেই গুগল যত তাড়াতাড়ি সম্ভব মাসিক সিকিউরিটি প্যাচ আপডেট করার চেষ্টা করে। তবুই এই সিকিউরিটি প্যাচ ততটা কাজে আসে যে তা কিন্তু নয়, কেননা পার্সোনালাইড সেবা প্রদান করার জন্য এখনও তারা কাস্টমারদের ডেটা কালেক্ট করে থাকে। আর আপনি যদি গোপনীয়তা নিয়ে এক চুলও ছাড় দিতে রাজি না থাকেন তাহলে এই টিউনটি আপনার জন্যই সাজানো হয়েছে। আজ আমরা এই টিউন থেকে ২০২০ সালের সেরা সিকিউরিটি ফোনগুলো একবার দেখে নেই।

সেরা সিকিউরিটি ফোন

আমরা সরাসরি টিউনের আলোচনা শুরু করার আগে, কয়েকটি জিনিস আপনাকে মনে রাখতে হবে। প্রথমত, অন্য যেকোন ফিচার থেকে প্রাইভেসিকে গুরুত্ব দেওয়া আপনার একান্ত ব্যক্তিগত পছন্দ। কেননা, আপনি যদি প্রাইভেসিকে প্রথম মানদন্ড হিসেবে বাছাই করেন তাহলে আপনি বিভিন্ন জনপ্রিয় সার্ভিসগুলো ব্যবহার করতে পারবেন না।

বেশিরভাগ ক্ষেত্রে, আপনি এমনকি সম্পূর্ণ নতুন অপারেটিং সিস্টেমের প্রত্যেকটি অপশনকে যাচাই বাছাই করে দেখতে পারেন। কেননা প্রাইভেসি নিশ্চিত করে এমন ফোন গুলোতে আপনি ট্রেন্ডিং ফিচারগুলো যেমনঃ ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, একাধিক ক্যামেরা সেন্সর এবং হাই-রিফ্রেশ রেট প্যানেলগুলো নাও পেতে পারেন। আপনি যদি হাই-সিকিউরিটি এবং প্রাইভেসির জন্য এই সমস্ত দিক উপেক্ষা করতে প্রস্তুত হন, তাহলে আপনাকে এই টিউনটি সম্পূর্ণ পড়ার অনুরোধ করবো কারণ আমরা এখানে সেরা সিকিউরিটি ফোনগুলো নিয়ে আলোচনা করবো।

BITTIUM TOUGH MOBILE 2C

এই সেরা সিকিউরিটি ফোনগুলোর মধ্যে প্রথম স্থানে রয়েছে ফিনল্যান্ডের একটি কোম্পানির স্মার্টফোন ব্রান্ড যার নাম হচ্ছে- Bittium। Bittium Tough Mobile 2C সম্ভবত স্মার্টফোনটি বিশ্বের সবচেয়ে সুরক্ষিত স্মার্টফোন হবে। স্মার্টফোনটে ক্লাসিক এবং প্রিমিয়াম লুক দেওয়া হয়েছে। তাছাড়া ফাস্ট লুকে এই ফোনটাকে দেখতে সেই ব্ল্যাকবেরির দিনগুলোর কথা মনে করিয়ে দিতে পারে।

Bittium Tough Mobile 2C তে দুইটি অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে, একটি হচ্ছে Android 9 এবং অন্যটি হচ্ছে কোম্পানির নিজস্ব সিকিউর অপারেটিং সিস্টেম। কোম্পানিটি আপনাকে আপনার সমস্ত দৈনন্দিন ব্যবহারের জন্য প্রথম অপারেটিং সিস্টেমটি এবং সিকিউরিটি এপ্রুভড অ্যাপ্লিকেশানগুলোর মাধ্যমে সিকিউর যোগাযোগের জন্য দ্বিতীয় অপারেটিং সিস্টেমটি ব্যবহার করবে। আপনার প্রাইভেসি নিশ্চিত করতে, Bittium একটি Yubico NFC কী অফার করে যার মাধ্যমে আপনার ডিভাইসে অ্যাক্সেস করতে হবে। আর তাই এই Yubico NFC কী আপনার সংরক্ষণে রাখুন, যদি আপনি ভুলে যান তাহলে আপনি আপনার ডিভাইসে অ্যাক্সেস করতে পারবেন না।

এই স্মার্টফোনের উভয় অপারেটিং সিস্টেম একটি থেকে অন্যটি বিচ্ছিন্ন থাকে যার মানে আপনার প্রাইভেট ডাটা আসলেই প্রাইভেট থাকে। আর এই সিকিউর ফোনে যা যা পাচ্ছেন তা নিম্নে বর্ণনা করা হল।

  • ডিসপ্লে: 5.2-inch Full HD resolution (1080 x 1920 pixels)
  • মেমরি এবং স্টোরেজ: 4GB RAM, 64GB onboard internal storage
  • সিপিইউ এবং জিপিইউ: Snapdragon 670 chipset, Adreno 615 GPU
  • পিছনের ক্যামেরা: 12MP AF primary sensor
  • ফ্রন্ট ক্যামেরা: 5MP front shooter
  • অপারেটিং সিস্টেম: Android Pie and SecureOS
  • ব্যাটারি: 3, 000mAh capacity
  • অন্যান্য ফিচার: Bluetooth 5.0, NFC, IP67 certified resistance, MIL-STD-810G complaint
  • প্রাইস: $1885 বা প্রায় ১ লক্ষ ৫৯ হাজার টাকা

PURISM LIBREM 5

Purism হচ্ছে ক্যালিফোর্নিয়ার একটি সামাজিক টেক কোম্পানি যারা ইপ্রেসিভ Librem ল্যাপটপের জন্য সুপরিচিত। কোম্পানিটি তাদের প্রাইভেসি ফোকাসড Librem 5 ডিভাইসটি দিয়ে স্মার্টফোন স্পেসে প্রবেশের সিদ্ধান্ত নিয়েছে। ব্রান্ডটি ২০১৭ সালে ক্রাউড ফান্ডিং শুরু করেছিল তবে স্মার্টফোনের অফিশিয়াল লঞ্চ হতে বারংবার বিলম্বিত হয়েছিল। এই বছরের শুরুতে প্রি-অর্ডার করা কাস্টমাররা তাদের ডিভাইস পেতে শুরু করে।

Librem ল্যাপটপের মতোই, Librem 5 স্মার্টফোনটিতে লিনাক্স ভিত্তিক PureOS ওপেন সোর্স অপারেটিং সিস্টেমের মাধ্যমে চালিত হয়। এই অপারেটিং সিস্টেমটি সম্পূর্ণ ফ্রি, এথিক্যাল এবং সিকিউরিটি নিশ্চিত করে। এই ডিভাইসটি আপনাকে কোন ইকোসিস্টেমে আটকে রাখা থেকে দূরে রাখবে ফলে আপনার প্রাইভেসি থাকবে একদম সুরক্ষিত।

এছাড়াও এই ডিভাইসটিতে তিনটি কিল স্যুইচ রয়েছে, যার মাধ্যমে আপনি ওয়াইফাই, ব্লুটুথ, সেলুলার সিগন্যাল, মাইক্রোফোন এবং ক্যামেরার কানেক্টশন বন্ধ করতে পারবেন। হ্যাঁ, কিল স্যুইচের মাধ্যমে এই কম্পোনেন্টস গুলির কানেক্টশন বন্ধ করতে পারবেন।

এছাড়াও এর বিল্ট-ইন অ্যাপ্লিকেশান এর মাধ্যমে, Purism এর এক্সপেরিয়েন্সকে যতটা সম্ভব প্রাইভেট এবং সিকিউর করা হয়। এই ডিভাইসে গুগল এবং অ্যাপেল সার্ভিসগুলোর পরিবর্তে, Pure Browser এবং DuckDuckGo এর মত প্রাইভেসি ফ্রেন্ডলি সার্চ ইঞ্জিন সহ প্রাইভেসি রক্ষা করেই আরও অনেক ওপেন সোর্স অ্যাপ্লিকেশান ব্যবহার করতে পারবেন নিশ্চিন্তে। এই সব দিক বিবেচনা করে এই ডিভাইসটিকে ২০২০ এর সেরা সিকিউর ফোনের তালিকায় যুক্ত করা হয়েছে।

  • ডিসপ্লে: 5.7-inch IPS TFT panel, 720 x 1440 pixels resolution
  • মেমরি এবং স্টোরেজ: 4GB RAM, 32GB built-in internal storage
  • সিপিইউ এবং জিপিইউ: NXP quad-core i.MX 8M chipset, Vivante GC7000Lite
  • পিছনের ক্যামেরা: 13MP primary sensor with LED flash
  • ফ্রন্ট ক্যামেরা: 8MP front snapper
  • অপারেটিং সিস্টেম: PureOS
  • ব্যাটারি: 4, 500mAh capacity, removable
  • অন্যান্য ফিচার: Bluetooth 4, audio jack, Type-C port
  • প্রাইস: $799 বা প্রায় ৬৮ হাজার টাকা

K-IPHONE

আপনি যদি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের ফ্যান না হন এবং কাস্টম লিনাক্স ভিত্তিক অপারেটিং সিস্টেমে আপনার প্রাইভেসি নিয়ে শঙ্কিত থাকেন তাহলে এরও একটি বিকল্প অপশন রয়েছে। আপনি K-iPhone ব্রান্ডের ফোন যা iPhone 7 কে হুবাহু কপি করে বানানো হয়েছে এবং এটি খুবই সিকিউর একটি ফোন। যদিও এই ফোনটি প্রায় চার বছর পুরানো একটি ডিভাইস, তবুও নতুন কোন সিকিউর ডিভাইস বাজারে আনতে K-iPhone তাদের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এই ফোনটি ডিজাইন করেছেন KryptAll, আর K-iPhone ডিভাইসটি হচ্ছে মডিফাইড আইফোন ভার্সন, এতে রয়েছে মডিফাইড কম্পোনেন্টস, কাস্টম ফার্মওয়্যার এবং কোম্পানির নিজস্ব এনক্রিপ্টেড VoIP অ্যাপ। আর এই সব কম্পোনেন্টসের কারণে ডিভাইসটি আলট্রা সিকিউর ডিভাইসে পরিণত হয়েছে। K-iPhone ব্রান্ডের মতানুসারে, এই ফোনটি সামরিক ব্যক্তি, রাষ্ট্রপ্রধান এবং যারা তাদের প্রাইভেসি রক্ষাকে গুরুত্ব দেন তাদের জন্য উপযোগী ডিভাইস।

যদিও এই ডিভাইসটিতে অনেকগুলো মডিফাইড কম্পোনেন্টস ব্যবহার করা হয়েছে, তারপরেও এই ডিভাইসটিকে রেগুলার iPhone 7 এর মতোই ব্যবহার করতে পারবেন। তাছাড়া যারা iOS ইকোসিস্টেম ছেড়ে যেতে চায় না এই ডিভাইসটি তাদের জন্য পারফেক্ট তবুও প্রাইভেসি নিয়ে একটু উদ্বেগ কাজ করতেই পারে। K-iPhone ডিভাইসটি আপনার কাছে সলিড অপশন হিসাবে মনে হতে পারে, তবে এই ডিভাইসের দাম শুনলে আপনার সিদ্ধান্ত পরিবর্তিত হতে পারে। এই ডিভাইসটির মূল্য $4, 500 বা প্রায় ৩ লক্ষ ৮১ হাজার টাকা। মূলত, আপনি একটি K-iPhone এর দাম দিয়ে প্রায় দুই বা তিনটি অরিজিনাল আইফোন কিনতে পারবেন।

SIRIN LABS FINNEY BLOCKCHAIN SMARTPHONE

Sirin Labs এর পুরানো Finney smartphone এর নাম উল্লেখ না করে কোন সিকিউর ফোনের তালিকা করা হয়ে তা অসম্পূর্ণ হবে। Finney ডিভাইসটিকে দেখতে অসাধারণ লাগছে শুধু তাই নয়, এটি একটি অত্যাধুনিক এবং উল্ট্রা সিকিউর ডিভাইস। Sirin Labs এই ডিভাইসটিকে Blockchain smartphone নামকরণ করেছে কারণ এতে একটি cold-storage wallet এম্বেড করা হয়েছে যাতে আপনি নিরাপদে আপনার টোকেন বহন করতে পারেন এবং অন-দ্যা-গো বা চলার পথেই সিকিউর লেনদেন করতে পারবেন।

Sirin Labs Finney smartphone মিলিটারি গ্রেডের সিকিউরিটি নিয়ে এসেছে যেমনঃ multi-layered cybersecurity suite, encrypted P2P calls, encrypted email, এবং SMS সুবিধা। এগুলো ছাড়াও, ডিভাইসটিতে রয়েছে একটি স্বতন্ত্র 24/7 অনুপ্রবেশ প্রতিরোধ ব্যবস্থা বা intrusion prevention system (IPS)সিস্টেম।

  • ডিসপ্লে: 6-inch notched display, 1080 x 2160 pixels, 95% NTSC
  • মেমরি এবং স্টোরেজ: 6GB RAM, 128GB onboard storage
  • সিপিইউ এবং জিপিইউ: Snapdragon 845 chipset, Adreno 630 GPU
  • পিছনের ক্যামেরা: 12MP primary sensor, f/1.8 aperture, PDAF
  • ফ্রন্ট ক্যামেরা: 8MP front shooter, f/2.2 aperture
  • অপারেটিং সিস্টেম: SirinOS
  • ব্যাটারি: 3, 280mAh capacity, 50% in 30min, 100% in 2 hours
  • অন্যান্য ফিচার: NFC, Bluetooth 5.0, fingerprint sensor, side fire audio
  • প্রাইস: $999 বা প্রায় ৮৫ হাজার টাকা

UNAPHONE ZENITH

UnaPhone Zenith হচ্ছে আরেকটি অসম্ভব সুন্দর একটি স্মার্টফোন এবং এতে রয়েছে সিকিউর সিস্টেম। স্মার্টফোনটির মূল হাইলাইট হচ্ছে locked down OS যা আপনাকে যেকোন অ্যাপ্লিকেশান ইন্সটল করা থেকে বিরত রাখে। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন। এই স্মার্টফোনটি Android 6.0 চালিত এবং এতে নেই গুগল সার্ভিস বা কোন অদ্ভুত পারমিশন চাইবে এমন কোন অ্যাপও নেই।

UnaPhone Zenith এর সম্পূর্ণ storage encryption করা, blocked system modification, ডেটা লিক হওয়ার সম্ভবনা একদমই নেই। এতে বিল্ট-ইন ইন্সটল করা Email, Text, এবং Phone অ্যাপ্লিকেশান গুলোও এনক্রিপ্ট করা। এগুলো ছাড়াও এই স্মার্টফোনে ৪০ টি সিকিউর অ্যাপ প্রিলোডেড করা আছে। তাছাড়া এই সিকিউরিটি প্যাচগুলো সিকিউর OTA চ্যানেলের মাধ্যমে ডেলিভার করা হয়।

  • ডিসপ্লে: 5.5-inch LTPS panel with 1080p resultion
  • মেমরি এবং স্টোরেজ: 4GB RAM, 32GB onboard memory
  • সিপিইউ এবং জিপিইউ: octa-core 2.0Ghz chipset, Mali-T860 GPU
  • পিছনের ক্যামেরা: 13MP primary sensor, f/2.0 aperture
  • ফ্রন্ট ক্যামেরা: 8MP front shooter
  • অন্যান্য ফিচার: aircraft-grade 7075 aluminum alloy frame with plastic
  • প্রাইস: $999 বা প্রায় ৪৬ হাজার টাকা

শেষ কথা

বাজারে অনেকগুলো সিকিউর ফোন রয়েছে তবে আমাদের বিবেচনায় মনে হয় সিকিউর ফোনের মধ্যে এগুলোই সেরা ফোন। আপনি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের বা iOS অপারেটিং সিস্টেমের ফ্যান হন না কেন, আমাদের এই  তালিকায় সেরা সিকিউর ফোনগুলো আপনার পছন্দের তালিকায় থাকবে। আপনি যদি সত্যিই নিজের প্রাইভেসি সম্পর্কে সচেতন হন তাহলে আপনাকে সিকিউর ফোন ব্যবহার করতে হবে।

আর আপনার যদি দামি সিকিউর ফোন কিনতে বাজেট নিয়ে কোন সমস্যা না থাকে তাহলে এখন বর্তমানে যত ট্রেন্ডি স্মার্টফোন আছে তা না কিনে উপরে উল্লেখিত যেকোন সিকিউর ডিভাইস আপনার জন্য উপযুক্ত অপশন হতে পারে। Bittium Tough Mobile 2C এবং Purism Librem 5 ফোন দুটো হচ্ছে বেস্ট চয়েজ। এই দুটি ডিভাইসই বাজারে এসেছে ফলে আপনি লেটেস্ট সব ফিচারই পাচ্ছেন এই ডিভাইস দুটোতে।

এই তালিকার বাকি তিনটি অপশন, ২০১৬ সালের তবে এগুলোও এখনও সিকিউর ফোনের মধ্য অন্যতম, আর এ কারণেই আমরা এগুলোকে এই তালিকায় যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছি। যারা iOS অপারেটিং সিস্টেম পছন্দ করেন তাদের জন্য K-iPhone হতে পারে নির্ভরযোগ্য ডিভাইস। সবশেষে, Sirin Labs Finney স্মার্টফোনটিকে আলট্রা সিকিউর হিসাবে তৈরি করেছে এর ব্লকচেইন প্রযুক্তি প্রবর্তন করে।

টিউন জোসস করুন, আমার টিউন শেয়ার করুন, টেকটিউনসে আমাকে ফলো করুন, আপনাদের মতামত জানান

আমি এরকম নিত্যনতুন কাজের সফটওয়্যার নিয়ে টেকটিউনসে হাজির হবো নিয়মিত। তবে সে জন্য আপনার যা করতে হবে তা হলো আমার টেকটিউনস প্রোফাইলে আমাকে ফলো করার জন্য 'Follow' বাটনে ক্লিক করুন। আর তা না হলে আমার নতুন নতুন টিউন গুলো আপনার টিউন স্ক্রিনে পৌঁছাবে না।

আমার টিউন গুলো জোসস করুন, তাহলে আমি  টিউন করার আরও অনুপ্রেরণা পাবো এবং ফলে ভবিষ্যতে আরও মান সম্মত টিউন উপহার দিতে পারবো।

আমার টিউন গুলো শেয়ার বাটনে ক্লিক করে সকল সৌশল মিডিয়াতে শেয়ার করুন। নিজে প্রযুক্তি শিখুন ও অন্য প্রযুক্তি সম্বন্ধে জানান টেকটিউনসের মাধ্যমে।

Level 8

আমি রায়হান ফেরদৌস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 175 টি টিউন ও 131 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 72 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

দারুণ।