ফোন রুট করার পরে যে কাজ গুলি না করলে হারাতে পারেন আপনার অ্যান্ড্রয়েড ফোনটি

ফোন রুট করার পরে যে কাজ গুলি না করলেই নয়।  দেখে নিন আপনার রুটেড ফোনের জন্য গুরুত্বপূর্ণ কিছু টিপ্স-

সেটের stock rom backup রাখা। সেট ব্রিক করলে এই Backup file দিয়ে আপনিআবার পূর্বের অবস্থায় ফিরে আসতে পারবেন। যা যা লাগবেঃ
১) Rooted ফোন
২) আপনার সেটের
৩)recovery.img file
অনেক recovery আছে। যেমন:Twrp/CWM/crt ইত্যাদি
তবে CWM recovery.img টা ভালো হয়। Google থেকে আপনার সেট এর recovery.img ডাউনলোড করে নিন।
Google এ search করে ডাউনলোড করুন।
Google এ search করে ডাউনলোড করার নিয়ম-মনে করুন
আপনার সেট যদি
Symphony w68 হয়, তাহলে আপনি সার্চ করবেন
cwm recovery.img for Symphony w68
৩) Mobile uncle tools app download করে নিন।
কাজের ধারাঃ
১) এবার Recovery.img ফাইলটি
Sdcard(memory card)এ রাখুন(কোনো ফোল্ডার এ
রাখবেন না)
২) এবার Mobile uncle tools apps টি
install করুন এবং ওপেন করুন।
৩) superuser permisson চাইবে, grant এ
click করুন।
৪) recovery update এ click করুন
৫) আপনার recovery.img দেখতে
পাবেন। recovery.img এ click করুন
৬) Then press > ok. আপনার ফোনে এখন recovery mode on হবে। এখন আপনাকে volume বাটন দিয়ে select করতে হবে এবং power বাটন দিয়ে কাজ করতে হবে।
৭)backup & restore এ চাপুন
৮) backup এ চাপুন। এখন কিছুক্ষণ
অপেক্ষা করুন, ৫-১০ মিনিট লাগতে
পারে।
৯) কাজ হয়ে গেলে Reboot এর option
আসবে

১০) Reboot করুন। কাজ শেষ>>>>>> এখন আপনার ফোন on হবে। এবং মেমোরি কার্ডে clockworkmod নামে একটি folder পাবেন এটায় আপনার backup file (500mb- 2 Gb)
হতে পারে। তবে কোন aps install না করে backup নিলে backup ফাইল ছোট হবে। বিঃদ্রঃ মেমোরি কার্ডে পর্যাপ্ত জায়গা রেখে backup নিবেন। এবং বেকাপ file টি সংরক্ষণ করে রাখুন।

করোনা ভাইরাসের প্রতিদিনের লাইভ আপডেট পেতে এখানে ক্লিক করুন

ফ্রি নেট সহ নিউজ আপডেট পেতে আমাদের সাইটে ঘুরে আসবেন http://www.mohinbd24.com

 

 

Level 4

আমি মোঃ মহিন উদ্দিন। Content creator, Blogger, Patuakhali। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 44 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কিছু জানতে এবং কিছু জানাতে ☺ আমার পোস্ট গুলো আপনার ভাল লাগলে আমার ওয়েবসাইটে ঘুরে আসবেন - www.mohinbd24.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস