আপনার অ্যান্ড্রয়েডের জন্য এই সেটিংসটি জেনে নিন আর শিখে নিন কিভাবে না দেখেই মোবাইল চালাবেন

টিউন বিভাগ অ্যান্ড্রয়েড
প্রকাশিত
জোসস করেছেন

কেমন আছেন সবাই? আজকের টিউনে আমি আপনাদের সাথে অ্যান্ড্রয়েডের দারুণ এক টিপস শেয়ার করব। টিপসটি দেখে আপনি নিজেই আপনার ফোনটিকে  না দেখেই চালতে পারবেন।

এই টিপসটি করার পর আপনার মোবাইল আপনার সাথে কথা বলবে। বিশ্বাস হচ্ছে না? আমি সত্ত্যি বলছি। এই টিপসটি করার পর আপনার মোবাইল আপনাকে বলে দিবে আপনা মোবাইলের স্ক্রীণে এখন কি আছে। আর এভাবেই আপনি আপনার মোবাইলটি না দেখেই চালাতে পারবেন।

চলুন শুরু করি। টিপসটি হল আপনার Talkback Settings। প্রথমে আপনি আপনার মোবাইলের Settings যান। এরপর সেখান থেকে More Settings/Advance Settings এ যান। তারপর Accessibility তে যেতে হবে। এখানে আপনি Talkback অপশন দেখতে পাবেন। এটি সাধারনত অফ থাকে। আপনাকে এটা অন করে নিতে হবে। এখন কাজ শেষ। এখন আপনি যেটাতে ক্লিক করুন না কেন আপনার মোবাইল আপনাকে বলে দিবে আপনি কোন অপশনে টাচ্ করেছেন। এভাবে আপনি না দেখই আপনার মোবাইল চালাতে পারবেন। এটি শর্টকাটে বন্ধ করার জন্য আপনার মোবাইলের ভলিউম বাটনের up & down বাটন একসাথে চেপে ধরে রাখলে তা বন্ধ করতে পারবোন। এই সম্পূর্ণ বিষয় নিয়ে একটা ভিডিও আছে। এই ভিডিওটি দেখে আপনি হয়তো আরো অনেক কিছু শিখতে পারবেন। ভিডিওটি দেখতে নিচে ভিডিও লিংকে ক্লিক করুন আর সময় পেলে আমার চ্যানেল থেকে ঘুরে আসুন।

ভিডিও লিংক এখানে

ধন্যবাদ সবাইকে। পোস্টটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না।

Level 4

আমি রুদ্র অনিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 73 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 8 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস