সাধারণত আমরা যারা অ্যান্ড্রয়েড ডিভাইস ব্যবহার করি আমাদের খুব কমই নিয়ন্ত্রণ থাকে বিল্ট ইন অ্যাপস এবং অনেক সিস্টেম এর উপর। তাছাড়াতো সব ধরনের ফ্রি অ্যাপসে বিজ্ঞাপণের অতিরিক্ত জ্বালাতনতো আছেই। এর থেকেও এখন মুক্তির উপায় অ্যান্ড্রয়েড অপারেটিং দুনিয়ায় চলে এসেছে।
এখন অনেক ধরনের অ্যাপস পাওয়া যায় যেগুলো দিয়ে অ্যান্ড্রয়েড ডিভাইসের অনেক কিছু নিয়ন্ত্রণ করা যায়। এই ধরুন খুব শখের গেমস বিজ্ঞাপণের জালায় খেলতে পারেন তাহলে সোজা গেমস এর বিজ্ঞাপণ বন্ধ করে দিতে পারবেন।
ধরুন আপনার ডিভাইসের সিস্টেমে স্পেস কম কিন্তু অ্যান্ড্রয়েড এর প্রি ডিফাইন্ড হাবি যাবি এপ এ ভরা যেগুলো আবার ডিলেট বা আনইন্সটল করা যায় না তাহলে এই ধরুন সেটা করতে পারবেন।
বর্তমানে বিশ্বব্যাপি যে অ্যাপসটি জনপ্রিয় এড ব্লকার এর জন্য সেটি হলো Lucky Patcher। এই এপটি দিয়ে কি না পারবেন? সব পারবেন।
আর সবচেয়ে বড় কথা আপনি এটা প্লে স্টরে পাবেন না যেহেতু এটা তাদের বিজ্ঞাপণের রুলস ব্রেক করে। এই এপটি এপিকে আকারে বিভিন্ন সাইটে পাওয়া যায়। তবে আপনাকে খেয়াল রাখতে হবে যেন অরিজিনাল এপিকে ইন্সটল করেন।
সেই ক্ষেত্রে আমি এখানে ট্রাস্টেড একটা সাইটের ডাউনলোড লিংক দিলাম Lucky Patcher App (অরিজিনাল এপিকে)
ইন্সটল কিভাবে করবেনঃ
খুব সহজ আগে ডাউনলোড করে নিন, তারপ্রে ফাইল ম্যানেজার > গিয়ে ডাউনলোড ফোল্ডারে যান> সেখান থেকে আনজিপ করে নিন। তারপরে ইন্সটল করে নিন
যাদের মোবাইলে আন অথারাইজড এপ ইন্সটলের পারমিশন নাই তারা মোবাইলের সেটিংস এ যান সেখান গেলেই পাবেন আন অথারাইজড এপ পারমিশন অপশন সেখানে ক্লিক দিয়ে দিন।
Lucky patcher ইন্সটল হয়ে গেলে এপে ডুকবেন তারপর দেখবেন সেখানে আপনার সব গুলো অ্যাপস দেখাচ্ছে যেটার যেটার বিজ্ঞাপণ বন্ধ করতে চান সেটা করে দিবেন।
আমি techcity। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 33 টি টিউন ও 22 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।