যেভাবে কালি নেটহান্টার ইন্সটল করবেন আপনার Unsupported অ্যান্ড্রয়েড এ

টিউন বিভাগ অ্যান্ড্রয়েড
প্রকাশিত
জোসস করেছেন

কালি নেটহান্টার কি?এটা কি কাজে লাগে বা কেন ইউজ করবেন এগুলা গুগল এ পাবেন!এগুলা নিয়ে কিছু বলছিনা!প্রথমেই বলি এটা সব ফোনে সাপোর্টেড না! তারপরো যে কোন ফোন এ ইন্সটল করা পসিবল। যা যা লাগবে –(লিঙ্ক দেয়া আছে)
১। Rooted Phone (ফোন রুট করা না থাকলে করে নেন বাট রুট করতে না চাইলে আল্লাহ হাফেজ এখানেই)

২। BusyBox (Link - https://play.google.com/store/apps/details?id=stericson.busybox&hl=en)

৩। Kali File system (Link- https://build.nethunter.com/kalifs/kalifs-20171118/kalifs-armhf-full.tar.xz) --~900mb

৪। Nethunter Apps.zip – (Link - https://drive.google.com/file/d/1AfCqfzybh276sJCrLFcCj3f5SRl018IG/view?usp=sharing) – ~5mbপ্
রথমে সব ফাইল্গুলা ডাউনলোড করে নেন। ফোনে নেট কানেকশন অন থাকা লাগবে সো বুঝতেই পারছেন এমবি/ডাটা আবশ্যক
**ফোন মেমোরি ৪জিবি+ খালি থাকা বেটার! আর আপনার ফোন মেমরি যদি ৮জিবি এর কম হয় তাহলে ব্যাড লাক এটা আপনার জন্য না!
***প্রত্যেকটা অ্যাপ যখন ই রুট পারমিশন চাইবে তখন এলাউ দিতে ভুল কইরেন না! এরপর Busybox open করে will be installed to এর নিচের অপশন থেকে ক্লিক করে /system/bin অথবা /system/xbin সিলেক্ট করে install click করেন! সাথে সাথেই ইন্সটল কমপ্লিট এর কনফার্মেশন পাবেন! এরপর Nethunter.zip জিপ ফাইল টা এক্সট্রাক্ট করে ৩ টা অ্যাপ পাবেন ওইগুলা ইন্সটল করেন!অ্যাপ ৩টা ইন্সটল এর পর প্রত্যেক অ্যাপ একবার করে ওপেন করেন! এরপর ৩টা অ্যাপ এর ই App Info তে গিয়ে সব পারমিশন অন করে দেন! নিচে ১টা অ্যাপ এর দেখাইছি বাট আপনাকে ৩টার জন্যই করতে হবে!

এবার ডাউনলোড করা kalifs-armhf-full.tar.xz টাকে রিনেম করেন kalifs-full.tar.xz নামে। এরপর kalifs-full.tar.xz ফাইলটা আপনার ফোন মেমরি তে রাখেন (ফোন মেমরি তে কাজ না করলে এসডি কার্ড এ রাখেন)! Nethunter অ্যাপ এ ঢুকেন উপরে মেন্যু তে ক্লিক করে kali chroot manager এ যান! এরপর Install kali chroot সিলেক্ট করেন। এরপর Use Sdcard সিলেক্ট করেন। এরপর সিলেক্ট করেন Full Chroot। এরপর অপেক্ষা করেন ৫-১০মিনিট নিচের মত স্ক্রিন আসলে সিলেক্ট করেন kali-linux-nethunter! এরপর Install & Update সিলেক্ট করলেই টার্মিনাল ওপেন হবে।

root@kali:~# লিখা টা দেখলেই বুঝবেন ইন্সটল কমপ্লিট! এবার ৩টা কমান্ড পরপর দিবেন!একটা কমপ্লিট হওয়ার পর আরেকটা!
apt-get update
apt-get upgrade
apt-get dist-upgrade
প্রত্যকেটা টাইপ করে এন্টার দিবেন!সব কমপ্লিট হলেই কাজ শেষ!নেক্সট টাইম কালি এক্সেস করতে Nethunter terminal app টা ওপেন করে kali সিলেক্ট করেন!

**কিছু ব্যাপার ক্লিয়ার করি! প্রথমত আপনার ফোন এর ডিফল্ট ওয়াইফাই চিপ দিয়ে ওয়াইফাই হ্যাক করতে পারবেন না! এটার জন্য আলাদা এক্সটার্নাল এডাপ্টার কিনা লাগবে দাম ৫০০-১০০০ এই পাবেন এবং ফোন এ ওটিজি সাপোর্ট থাকা লাগবে!

** কয়েকটা ফোন এ ট্রাই করেই আমি টিউন করছি সো আপনার না হলে গালিগালাজ বা উলটাপালটা টিউমেন্ট করবেন না! **নেটহান্টার দিয়ে কিভাবে হ্যাক করব কি কি করা যায় এইসব প্রশ্ন না করলেই খুশি হব!গুগল আছে এটার জন্য!

**ধন্যবাদ**

Level 0

আমি নাহিদ হাসান রিয়াদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস