ভিডিও আটকে যাচ্ছে? সাবটাইটেল দিয়ে কিভাবে মুভি দেখবেন? কম মেগাবাইটের মুভি কোথায় পাবে?

টিউন বিভাগ অ্যান্ড্রয়েড
প্রকাশিত
জোসস করেছেন

১. কম মেগাবাইটে Hd ভিডিও কোথায় পাব?

=>>এই দুইটা ওয়েভ সাইট দেখতে পারেন

1. mehedybd dot com

2. msbd dot com

(অতিরিক্ত লিংক শেয়ার হতে বিরত থাকলাম, আর সাইট দুইটা এডমিন আমার কোন মামু খালু নাহ।  ভাল, তাই শেয়ার করলাম)

মেহেদি বিডি তে 150 Mb মুভি ভাল মানের হয়ে থাকে। আর এম এস এল বিডি তে 400 Mb মত হয়ে থাকে।  তবে সেটা অন্যান ওয়েব সাইটের থেকে পিন্ট অনেক ভাল।  ডাউনলোড করেই দেখতে পারেন।

.

২. ভিডিও মাঝে মাঝে আটকে যাচ্ছে! কি করব?(Hd ভিডিও নাহ তবুও)

=>> mx player or mx player pro হচ্ছে ভিডিও দেখার সবচেয়ে সেরা প্লেয়ার! (ডাউনলোড করার জন্য নামে ক্লিক করুন)  তারপর mx প্লেয়ার দিয়ে ভিডিও ওপেন করেন। উপরে ডান সাইডে থেকে hw এ ক্লিক করুন।  sw সিলেক্ট করুন।  আশা করি আর সমস্যা হবে নাহ।

তারপরও সমস্যা হলে, Hw/sw/hw+ ব্যবহার করে দেখতে পারেন।

.

৩. ভুলে Hd ভিডিও ডাউনলোড করেছি। এখন ভিডিও মাঝে মাঝে আটকে যাচ্ছে।  কি করব?

=>> mx player এ এখন তিন ধরনের decoder ব্যবহার করা যায়, sw/hw/hw+. চেন্জ করে দেখুন কাজ হবে আশা করি।

.

৪. ডাউনলোড করার পর ভিডিও চলতেছে নাহ!  কি করব?

=>> অনেকের ডাউনলোড করার পর কয়েক সেকেন্ড/ মিনিট চলার পর বন্ধ হয়ে যাচ্ছে। এটা মুলত বারবার pasue or remuse করার কারণে হয়ে থাকে।  যেখানে ভাল নেটওয়ার্ক পায়, সেখানে যেয়ে ডাউনলোড করার চেষ্টা করুন।

.

৫. সাবটাইটেল কোথায় পাব?  ভিডিও এর সাথে মিলবে?

=>> মুভির বাংলা সাবটাইটেল সবচেয়ে বেশি পাওয়া যায় https://subscene.com/ এ। আমার একাউন্ট https://subscene.com/u/1124313

এখানে নাহ পান, তাহলে অন্য কোথাও সাব টাইটেল থাকার সম্ভবনা নেই বললেই চলে। মুভির নাম লিখে সার্চ দিয়ে দেখুন, পেয়েও যেতে পারেন।  মুভি ডাউনলোড করার সময় খেয়াল রাখবেন কি পিন্ট ডাউনলোড করছেন (যেমন Rip, Blueray) সাবটাইটেলও সেই পিন্ট অনুযায়ী নামান।  আশা করি, মিলবে।

.

৬. সাবটাইটেল দিয়ে ভিডিও দেখব কিভাবে?

=>> প্রথম সাবটাইটেলটি ডাউনলোড করুন। সম্ভবত এটি zip ফাইলে থাকবে। (বেশির ভাগ সাব zip করা থাকে)  প্রথমে নেট থেকে অথবা প্লে স্টোর থেকে Es file explorer or unziper or zip unzip ডাউনলোড করুন। তারপর অ্যাপটি ওপেন করুন। যেখানে ডাউনলোড হয়ছে সেখানে যেয়ে ফাইলটা খুঁজুন।  সাবটাইটেল unzip করুন।  একই নাম ও একই ফোল্ডারে থাকলে অটু সাবটা

ইটেল দেখাবে। ভিন্ন নাম থাকলে mx player এ ভিডিও প্লে করে ডান সাইটে ক্লিক করে subtitle এ ক্লিক করুন।  তারপর open এ ক্লিক করুন আর আপনার সাব কোথায় আছে দেখিয়ে দিন।  সাবটাইটেলটা চালু হয়ে যাবে।

৭. সাবটাইটেল কি?

=>> সাব টাইটেল হল লেখা।  যখন আমরা কোন মুভি দেখি।  তখন মুভিতে যা বলে সেটাই লেখা আসে, সেটাই হল সাব টাইটেল।  যেমন : আপনি একটা ইংরেজি মুভি ডাউনলোড করলেন।  কিন্তু তেমন ভাল ইংরেজি বুঝেন নাহ, তখন সেই মুভির বাংলা সাবটাইটেলটা নামালে, মুভি চলাকালিন সময় আপনি সেই কথাটা, বাংলায় লেখা দেখতে পারবেন।

প্রথম প্রকাশিত -

এখানে ক্লিক করে দেখুন

আমার ব্লগ সাইট দেখতে পারেন :-

Realapkpro.blogspot.com

Level 0

আমি লিমন হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 30 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

ডিপ্লোমা ইন ইলেকট্রিক ইন্জিনিয়ার কিন্তু ওয়েভ সাইড/এপস নিয়ে কাজ করতে ভালবাসি


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

vai,
ami akti 1080p movei mx player a playe kore daki je movei ta sudu sw decoder a colce. but amar phone a sw decoder a smoothly cole nah.
akon ki vabe ai movei ta hw/hw+ decoder a calabo.
please help me.