
হুয়াই বাংলাদেশে নিয়ে এলো HUAWEI NOVA 2i ওরফে HONOR 9i ওরফে MATE 10 LITE। আজকের টিউনে জানাবো এই ফোনটি নিয়ে, এর ফুল ওভারভিউ আর ইম্প্রেশনের সাথে পাবেন ভালো এবং খারাপ দিকগুলো নিয়ে বিস্তারিত ধারনা।
১. ডিসপ্লে
হুয়াই এখানে ৫.৯ ইঞ্চির ফুল ভিউ, ফুল এইছডি ডিসপ্লে নিয়ে এসেছে, এর সাইড এবং টপ-বটমের বেজেল সাধারন ফোনের তুলনায় অনেক কম। পিক্সেল ডেনসিটি বেশি হওয়ায় সবকিছুই অনেক সুন্দর ভাবে ফুটে উঠে।
তবে খারাপ দিক হচ্ছে এখানে স্ক্রিনে কোন গ্লাস প্রোটেক্টর থাকছে না, তাই রেগুলার ইউজে একটু সতর্ক হতে হবে।

২. ক্যামেরা
এই ফোনের মূল আকর্ষন ক্যামেরা। ফ্রন্টে ব্যবহার করা হয়েছে ১৩ + ২ মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা। ব্যাক ক্যামেরা হিসেবে পাচ্ছেন ১৬ + ২ মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা। অসাধারন ছবি উঠে এই স্মার্টফোনে। সেই সাথে ফ্রন্টে ও ব্যাকে পোট্রেট মুড সাপোর্ট করে।
খারাপ দিক হচ্ছে ২৭০০০টাকা দামের এই ফোনে শুধু ফুল এইছডি ভিডিও রেকর্ড করা যায়, 4K ভিডিও সমর্থন করে না। ভিডিও কোয়ালিটি এভারেজ তবে অপটিকাল ইমেজ স্ট্যাবিলাইজেশন নেই, ইলেট্রনিক ইমেজ স্ট্যাবিলাইজেশন থাকলেও সেটার কোয়ালিটি ভালো নয়, তাই ভিডিওতে যথেষ্ঠ ভাইব্রেশন পাবেন।

৩. প্রসেসর এবং র্যাম
হুয়াই এখানে তাদের নিজস্ব কিরিন ৬৫৯ চিপসেট ইউজ করেছে, এটা মোটামুটি স্ন্যাপড্রাগন ৪৩০ সমমানের চিপসেট। তবে পার্ফরমেন্স বেশ ভালো। মিডিয়াম লেভেলের গেমগুলো অনায়াসে খেলতে পারবেন, কারণ এখানে আছে 4 জিবি LPDDR3 র্যাম।
খারাপ দিক হচ্ছে হাই গ্রাফিক্সের গেমগুলোতে হয়ত ল্যাগের দেখা পেতে পারেন। আর র্যাম LPDDR4
হলে বেশ ভালো হতো।

৪. ব্যাটারি
এখানে পাচ্ছেন 3340mah ব্যাটারি। বেশ ভালো ব্যাটারি লাইফ পাবেন, তবে খারাপ দিক হচ্ছে এত দামি এই ফোনে ফাস্টচার্জ নেই। শুধু তাই নয় এটা সুপার স্লোলি চার্জ হয়। তাই চার্জিংএ ঝামেলা পোহাতে হবে।
৫. ইউজার ইন্টারফেস
এখানে ব্যবহার করা হয়েছে এন্ড্রয়েড নুগাট (৭.০) বেসড্ হুয়াইর নিজস্ব ইউ.আই. EMUI 5.1
এটাতে একই সাথে ২টা WhatsApp একাউন্ট চালাতে পারবেন।
বর্তমানে এই ইউআই বেশ ভালো এক্সপেরিয়েন্স দিচ্ছে, তবে সেটা অন্য স্মার্টফোনে।
খারাপ দিক হচ্ছে এই স্মার্টফোনে এই ইউ আই ভালো ভাবে অপটিমাইজ্ড হয়নি। তাই মাঝেমধ্যেই ল্যাগ আর হ্যাং করবে ফোনটি। অাশাকরি হুয়াই শীঘ্রই সফ্টঅয়্যার অাপডেট দিয়ে এই সমস্যা দূর করবে।

এবার চলুন একনজরে দেখে নিই এর ভালো ও খারাপ দিকগুলো।
ভালোদিক :
অসাধারন ডিসপ্লে। ভালো বিল্ড কোয়ালিটি। ভালো ব্যাটারিলাইফ। ফাস্ট এবং একুরেট ফিংগারপ্রিন্ট স্ক্যানার।
খারাপ দিক :
জাইরোস্কোপ নেই তাই VR ব্যবহার করতে পারবেন না। ফাস্ট চার্জ নেই। ইউজার ইন্টারফেস আনঅপটিমাইজ্ড। ইউএসবি টাইপ সি নেই। গ্লাস প্রোটেকশন নেই।
Huawei Nova2i স্মার্টফোন নিয়ে আরো বিস্তারিত সব তথ্য জানিয়েছি এই ৩ মিনিটের দুটি ভিডিওতে
প্রথম ভিডিওতে পাবেন ফুল ওভার ভিউ এবং ইম্প্রেশন।
ভিডিও লিংক : https://www.youtube.com/watch?v=uTzm4LZxwUQ&t=113s
২য় ভিডিওতে পাবেন বিস্তারিত ভালো ও খারাপ দিকের তুলনা এবং হালকা রিভিউ।
ভিডিও লিংক : https://www.youtube.com/watch?v=4RnDUiV7_LQ
সবাইকে অসংখ্য ধন্যবাদ 🙂
আমি ফাহিম আলম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি প্রযুক্তি সম্পর্কে জানতে ও লিখতে পছন্দ করি।