কম বাজেটে অ্যান্ড্রয়েড স্মার্টফোন মাত্র ২৪৯০ টাকা

আজকাল বাজারে খুব কম মূল্যের কিছু স্মার্টফোন দেখতে পাওয়া যায়, সেগুলোর ফিচার মোটামুটি ভালো এবং দামও একটু কম আপনি যদি ফিচার ফোন কিনতে চান তাহলে এই ফোনগুলো দিয়ে ফিচার ফোনের কাজ গুলো সেরে নিতে পারেন সাধারণত ফিচার ফোন দিয়ে আমরা কল রিসিভ এবং কল করাকে বুঝাই, সাথে মেসেজ, রিমাইন্ডার, এল ডি লাইট সুবিধাগুলো দিয়ে থাকে

চলুন দেখে নেই নিচে কতগুলো কম দামের স্মার্টফোন যেগুলো দিয়ে আপনি আপনার ফিচার ফোনের কাজ চালাতে পারেন সঙ্গে পাবেন স্মার্ট ফোনের কিছু বৈশিষ্ট্য

symphony E30
এই স্মার্টফোনটির বর্তমান বাজার মূল্য ২৬৯০ টাকা ফোনটি গত আগস্ট মাসে রিলিজ হয়েছে ফোনটির মূল ফিচার গুলো হলো, display 3.5 ইঞ্চি, duel core 1.5 গিগাহার্জ প্রসেসর, 256 mb ram, . মেগাপিক্সেলের ক্যামেরা, internal storage 512 mb এবং 1300 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি

symphony e7
এই ফোনটি 2015 সালের ডিসেম্বর মাসে রিলিজ হয়েছিল ফোনটির বর্তমান বাজারমূল্য 2490 টাকা চলুন দেখি symphony e7 স্মার্টফোনটির মূল ফিচার গুলো

এই ফোনটিতে থাকছে TFT 4 ইঞ্চি ডিসপ্লে ডুয়েল-কোর 1.3 গিগাহার্টজ প্রসেসর এবং 256 mb ram সাথে 512 mb internal storage ফোনটির ব্যাক ক্যামেরায় ব্যবহার করা হয়েছে 2 মেগাপিক্সেল ক্যামেরা ব্যাটারি ক্যাপাসিটি দেওয়া হয়েছে 1500 mA.

Walton D8i
দেশীয় ফোন নির্মাতা walton অক্টোবর 2017 তে বাজারে এনেছে ফোনটির বর্তমান বাজার মূল্য 3150 টাকা ফোনটিতে ব্যবহৃত হয়েছে 5 মেগাপিক্সেলের ক্যামেরা সেই সাথে কোয়ারড কোর 1.2 গিগাহার্জ প্রসেসর 512 mb ram এবং 4gb internal storage ফোনটিতে রয়েছে 4 ইঞ্চি ডিসপ্লে এবং 1400 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি

symphony E58
symphony 2017 সালের জানুয়ারিতে এই ফোনটি বাজারে এনেছে ফোনটির বর্তমান বাজারমূল্য 2790 টাকা ফোনটিতে রয়েছে 4 ইঞ্চি ডিসপ্লে এবং সিঙ্গেল কোর প্রসেসর ফোনটিতে 256 মেগাবাইট এর রেম এবং 512 mb internal storage দেয়া হয়েছে ফোনটির back ক্যামেরায় থাকছে 1.3 মেগাপিক্সেলের ক্যামেরা এবং 1400  mAh battery.

বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোনের দাম, বৈশিষ্ট্য, অফার এবং রিভিউ জানতে ভিজিট করতে পারেন আমাদের এই লিংকে এখানে আপনি পাবেন একই ফোনে বিভিন্ন দাম এবং অফার

Level 0

আমি টেক পাগল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস