খুব সহজেই ফিরিয়ে আনুন আপনার Android ফোনের ডিলিট হয়ে যাওয়া পিকগুলো

আসসালামু আলাইকুম,  সবাই কেমন আছেন। আজকে আপনাদের সাথে একটা প্রয়োজনীয় বিষয় শেয়ার করব, কেউ কেউ হয়ত জানেন, আবার অনেকেই জানেন না। কাজের কথায় আসি, অনেক সময় ভুল করে বা ইচ্ছাকৃত ভাবে আমরা ফোনের কিছু পিক ডিলিট করে ফেলি, পরে ওই পিক গুলা মাঝেমধ্যে প্রয়োজন লাগে, আর তখন কিভাবে পিকগুলা ফিরে পাবেন সেটা দেখাচ্ছি

তার জন্যে শুধু একটা App ইন্সটল দিতে হবে, App টি ইন্সটল দেয়ার আগের এবং পরের ডিলিট হওয়া উভয় পিকই ফিরে পাবেন

App টির নাম Diskdigger Photo Recovery

ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

অথবা  playstore এ search দিলেই এপটি পেয়ে যাবেন,বা গুগলে search দিলেও পাবেন।

App টি ইন্সটল দেয়ার পরে ওপেন করবেন

ওপেন করার পর দেখতে পাবেন Start Basic Photo scan এই লিখাটিতে ক্লিক করবেন, তখন আপনার ডিলিট হওয়া সব পিক গুলা স্কেন করে খুজে আনবে, আপনি প্রয়োজনীয় পিকগুলা mark করে recover এ ক্লিক করে আপনার ফোনের যেকোন ফোল্ডার সিলেক্ট করে সেভ করে নিবেন।

আশাকরি সবাই বুঝতে পেরেছেন। যারা বুঝতে পারেননি তারা ভিডিও টিউটোরিয়াল টি দেখলে বুঝতে পারবেন, টিউটোরিয়াল টিতে সবকিছু সুন্দর ভাবে দেখানো হয়েছে

আমার ইউটিউব চ্যানেল টি Subscribe করে রাখতে পারেন

subscribe করতে এখানে ক্লিক করুন

Level 0

আমি এব্লুম রাজু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস