Android সম্পর্কে কিছু অজানা তথ্য

এই যুগে অ্যান্ডয়েড ব্যবহার করে না এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। মানুষের প্রিয় অপারেটিং সিস্টেম এর মধ্যে এখন আছে Android। কিন্তু এই জনপ্রিয় অপারেটিং সিস্টেমটির অনেক তথ্যই এখনো আমাদের অজানা।

জেনে নেই Android এর কিছু অজানা তথ্য

১। অ্যান্ডয়েড নামটি এসেছে ফাউন্ডারের নাম থেকে। ফাউন্ডার রোবটের সাথে অনেক বেশি জড়িত থাকার কারনে তাকে সবাই অ্যান্ডয়েড বলে ডাকতো। সেই থেকেই অ্যান্ডয়েড নামের সুত্রপাত।

২। বর্তমানে মোট ৮১% অ্যান্ডয়েড অপারেটিং সিস্টেম চালিত স্মার্টফোন রয়েছে সারা বিশ্বে।

৩। এক ধরনের ভুল ধারনা অনেকের মধ্যেই আছে যে গুগল এবং অ্যান্ডয়েড একই কোম্পানি, কিন্তু না।
অ্যান্ডয়েড Inc. ২০০৩ সাথে অ্যান্ডয়েড ডেভেলপড করেন এবং এরপর ২০০৫ সালে গুগল অ্যান্ডয়েড Inc. কে কিনে নেয়।

৪। ৫০,০০০,০০০ ডলার দিয়ে গুগল অ্যান্ডয়েডকে কিনে নেয়।

৫। ডিজিটাল ক্যামেরার জন্য মুলত অ্যান্ডয়েড তৈরী করা হলেও পরে এই অপারেটিং সিস্টেম মোবাইলে প্রয়োগ করা হয় এবং তাতে অ্যান্ডয়েড ব্যাপক জনপ্রিয়তা পায়। তাই আজকে আমাদের হাতে হাতে অ্যান্ডয়েড অপারেটিং সিস্টেম এর স্মার্টফোন।

৬। অ্যান্ডয়েড ভার্সন প্রথম ২০০৮ সালে লঞ্চ করা হয়েছিল।

৭। অ্যান্ডয়েড এর প্রথম প্রোটোটাইপ অনেকটা ব্ল্যাকবেরির মত ছিল।

৮। HTC Dream মোবাইল টিতে প্রথম অ্যান্ডয়েড অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়।এবং ২০০৮ সালের ২২ অক্টোবর বানিজ্যিকভাবে ফোনটি রিলিজ করা হয়।

অ্যান্ডয়েড অপারেটিং সিস্টেম সম্পর্কে বিস্তারিত জানতে লিঙ্কে ভিসিট করুন অ্যান্ডয়েড অপারেটিং সিস্টেম

Level 0

আমি মাহাবুবা জান্নাত মিমি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 71 টি টিউন ও 22 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

aro bistarito likhle valo hoto