WhatsApp তাদের সকল তথ্য লিক করছে Facebook কে

WhatsApp  তাদের নতুন শর্তাবলী আপডেট করেছে, কিছুক্ষণ আগে। কিন্তু সাথে তাদের গোপনীয়তা নীতিও পরিবর্তন করেছে। যদিও আমরা বেশিরভাগ সময় কোন নতুন অ্যাপ ইন্সটল করার সময় গোপনীয়তা নীতি অবহেলা করি, বিশেষ করে প্রযুক্তির বিষয়ে কিন্তু এইবার সেটা খুব গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছে। বেশিরভাগ সময় দেখা যায় terms and condition এ অনেক কথা লিখা থাকে যার কারনে আমরা সবাই বিরক্ত হয়ে যায় এর ফলে তা আর পড়া হয়না আমাদের।

WhatsApp

 

কিন্তু এইবার WhatsApp  তাদের সব তথ্য Facebook কে দিয়ে দিচ্ছে, যা খুবই চিন্তার বিষয় হয়ে দারিয়েছে WhatsApp তাদের terms and condition এ বলেছে এই কথাটি  "By coordinating more with Facebook, we'll be able to do things like track basic metrics about how often people use our services and better fight spam on WhatsApp. And by connecting your phone number with Facebook's systems, Facebook can offer better friend suggestions and show you more relevant ads if you have an account with them. For example, you might see an ad from a company you already work with, rather than from someone you've never heard of." যার মানে বুঝায় যাচ্ছে WhatsApp  এখন থেকে তাদের সব তথ্য এমনকি অ্যাকাউন্ট এর তথ্য সহ দিয়ে দিবে Facebook কে, তাই আমাদের এই ব্যাপারটাই একটু সচেতন হওয়া উচিত।

যদি আপনি এই ব্যাপারটাকে ঠিক রাখতে চান তাহলে খুব সহজে করতে পারেন এইভাবে WhatsApp's Settings > Account এরপর আন চেক করুন 'Share my account info'  যারা নতুন ব্যবহারকারী তারা প্রথমেই সাইনাপ করার সময় Share my WhatsApp account information with Facebook' আন চেক করে নিবেন এবং পুরানো ব্যবহারকারীদের কে ৩০ দিন সময় দেওয়া আছে এইটা আন চেক করার জন্য।

তথ্যটি সংগ্রহ এই সাইট থেকে

Level 0

আমি মাহাবুবা জান্নাত মিমি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 71 টি টিউন ও 22 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এটা জানা ছিল না, ধন্যবাদ জানানোর জন্য।

অনলাইন যারা ব্যবহার করেন তারা অবশ্যই জানেন যে, Paid vpn কতটা গুরুত্বপূর্ন। আর Paid vpn কিনতে গেলে পেপাল দিয়ে ডলার খরচ করে কিনতে হবে। তবে বর্তমানে সেফার vpn একটি অফার দিয়েছে। সেটা হলো নিচের লিংক থেকে একাউন্ট করলে ১ মাসের জন্য আপনি ফ্রি vpn ব্যবহার করতে পারবেন। আমি পেয়েছি তাই আপনাদের জানালাম।
Link- http://www.safervpn.com/vpn/1?rtoken=NzYxMDEwOg==

ধান্যবাদ ভাই আপনাকে এই তথ্য দেবার জন্য।