এবার Play Store এর Paid App নিয়ে নিন Free তে।

আসসালা মুয়ালাইকুম
আসা করি সবাই ভাল আছেন।
Free Store নাম শুনে হয়ত বুঝে গেছেন এ অ্যাপের কাজ।না বুঝতে পারলে আমি বুঝিযে দিচ্ছি।আপনার অনেক সময় হয়ত Paid অ্যাপ এর প্রয়জন পরে যেতে পারে।তখন আপনাকে সেটা অনেক খোজাখুজি করতে হয়।কিন্তুু আপনাকে সেটা আর খোজাখুজি করতে হবে না।কারন আপনি সে সকল অ্যাপ পাবেন একটি অ্যাপে।

App Name:Free Store
Size:4mb

অনেক গুলো ভালো ভালো অ্যাপ এবং গেম আছ কিন্তুু সেগুলা Paid অ্যাপ যার জন্য আপনাকে ডলার খরচ করতে হবে।অথবা আপনাকে সেটি পাবার জন্যা অনেক খাটতে হবে।But আর আপনাকে এত খাটতে হবে না কারন সে সকল অ্যাপ গুলো ডাউনলোড করতে পারবেন সহজে Free Store অ্যাপ দিয়ে।

অ্যপটি নিচের Link থেকে ডাউনলোড করে নিন।

Download Link:Click Hear To Download

N.B Download করার জন্য Download এর নিচে টিক চিহ্ন টা উঠয়ে দিয়ে Download এ ক্লিক করবেন।

ডাউনলোড করে আপনি Install দিয়ে ওপেন করলে।Paid অনেক অ্যাপ অাপ দেখতে পাবেন Play Store এর মত করে কিন্তুু সেসকল অ্যাপের ডলার গুলো দেখবেন লাল দাগ দিয়ে কাটা আছে।তার উপরে ডাউনলোড চিহুে ক্লিক করলে ডাউলোড শুরু হয়ে যাবে।এবার ডাউনলোডে দেখুন ডাউনলোড চলছে।

সবগুলো নাও পেতে পারেন। কিন্তুু আমি সবগুলা পেয়েছি।

আশা করি আপনারা উপকৃত হবেন।
কোনো ভুল হলে ক্ষমা করবেন ধন্যবাদ।আমার জন্য দুয়া করবেন যাতে আপনাদের ভালো কিছু উপহার দিতে পারি।

আমি মাসুদ রানা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 40 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ব্যাটা ফাউল একটাও ডাউনলোড হয় না ।আজাইরা টিউনার যে কোথা থেকে আসে বুঝি না।