
আসসালামু আলাইকুম
মুসলমান হিসেবে আমাদের সকলের ই উচিত সালাম দেওয়া এবং নেওয়া।
টিউনের শুরুতে একটু কুশল বিনিময় করি, কেমন আছেন? আমি ভাল আছি আল্লাহ্র মেহেরবাণীতে।
টিউন করার জন্য আসলে মন মানসিকতা থাকা দরকার। অন্যকে হেল্প করার আগ্রহ থাকা দরকার।
আমার মনে হয় আমার দুটোই আছে। তাই যেকোন সময় যেকোন প্রয়োজনে আমাকে নক করতে পারেন, আমি আছি আপনাদের সেবায়।
এবার আমার টিউনের বিস্তারিত আলোচনা করছি,
সব সময়ের সেরা vpn টি আপনার জন্য। আপনারা অনেক খোজা খুজি করেন vpn ডাউনলোড করার জন্য। বাট মনের মত/সব চাইতে বেস্ট vpn টি খুজে পান না। কিংবা নাম জানেন না। তাই তাদের জন্য আজ নিয়ে এলাম আপনার ফোনের জন্য সব চাইতে বেস্ট একটা vpn যেটার নাম One click vpn
অনলাইনে ইনকাম সহ যাবতীয় কাজ করতে পারবেন এই ১ তা ভিপিএন দিয়েই।

Name of Apps: One click vpn
Size Of Apps: 3.0 মেগা
Link of Download: ক্লিক করুন
(ডাউনলোড করতে যদি কোন সমস্যা ফেস করেন, তাহলে টিউমেন্টে জানাবেন, আমি তার যথাযথ সমাধান দেওয়ার চেষ্টা করবো)
কষ্ট করে টিউন লিখি, শুধু আপনাদের কিছু টা উপকার করার জন্য। আমার টিউন পড়ে আপনার বিন্দুমাত্র ভাল লাগে/উপকার হয়, তবেই আমার কষ্ট সার্থক।
আমার মনে হয় আমরা সকলে যেটুকু জানি সেটুকুই যদি আমরা সকলের সাথে টেকটিউনস্সে শেয়ার করি তাহলে সবাই শেখার/ জানার সুযোগ পাই।
তাই সকলের প্রতি আমার অনুরোধ, আপনারা কেউ একে অপরের প্রতি হিংসা করবেন না।
আমরা তো সকলেই বন্ধু, তাই না?
চলে যাওয়ার মুহুর্তে আরেকটি কথা বলতে চাই, আমার কথায় কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করবেন।
আল্লাহ্ হাফেজ।
আপনি কি জেলিবিন/কিটক্যাট ইউজার? তাহলে নিয়ে নিন Lollipop Style Call
Xperia লক স্ক্রিন, Awesome Lock, না দেখলেন তো মিস করলেন
সর্বকালের, সর্বযুগের স্রেষ্ট বাংলা ডিকশনারি (এখন না নিলে পরে আর পাবেন না)
আমি রানা ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।