আপডেট করেনিন আপনার Walton Primo RM 2 এর লেটেস্ট V06.5

আপডেট করেনিন আপনার Walton Primo RM 2 এর লেটেস্ট V06.5

প্রথমে বলে রাখি এটি Walton Primo RM 2 এর আন অফিসিয়াল ভার্সন। তাই ফোনের অনলাইন আপডেট প্রভাইডার থেকে আপডেট করতে পারবেন না। আপনাকে ফোনের আপডেট প্রভাইডার থেকে ম্যানুয়ালি আপডেট করে নিতে হবে। তবে আপনার ফোনটি V06.5 এ আপডেট করলে, ল্যাগ থেকে চির মুক্তি পাবেন। আর কিছু বাগস ফিক্স হবে।

বেশি কথা না বলে টিউটোরিয়ালে যাই। V06.5 এ আপডেট করতে আপনার ফোনটি রুট বা অন্য কিছু করতে হবে না।

প্রথমে নিচের লিঙ্ক থেকে আপডেট ফাইলটি ডাউনলোড করে নিন।

ডাউনলোড লিঙ্কঃ https://drive.google.com/file/d/0Bx3UTkAu6ELhaXg1SFp4c2JHeWM/view?usp=sharing

LocalSdUpdate.zip ফাইলটি ফোনের SD Card এ রাখুন।

এবার ফোনের Settings > About phone > UpdateProvider এ গিয়ে অপশন থেকে Local Updates এ টাচ করে SD Card এ রাখা LocalSdUpdate.zip ফাইলটি সিলেক্ট করুন। এবার Update now বাটনে ক্লিক করে Warning!!!! ট্যাব আসলে Ok প্রেস করলে ফোনটি অফ হয়ে রিকভারি মুডে গিয়ে ফোনটি আপডেট হবে। আপডেট হয়ে গেলে ফোন ওপেন হইতে একটু সময় লাগতে পারে। ফোন অন হয়ে গেলে আপনি ফোন লক করে আনলক করুন দেখবেন লক স্ক্রিনে আর ল্যাগ করছে না।

V06.5 এর স্ক্রিনশট

rm1

 

rm2

 

rm3

 

rm4

 

V06.5 এর এক্সপেরিয়েন্স টিউমেন্টে আসা করছি। ভাল থাকবেন। আর " নিজে জানুন, অন্যকে জানান "

টিউনটি প্রথমে পিসি হেল্পলাইন বিডি ব্লগে প্রকাশিত হয়েছে। টিউনটির লেখক টেকটিউনস ব্লগে টিউনটি প্রকাশ করেছে।

টিউন লিঙ্ক

Level 0

আমি নাফিজ উর রাহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

আপনাকে অনেক ধন্যবাদ…..

Level 2

আমার symphony zv pro ফোনের version zv-pro_xxx_v7 থেকে zv-
pro_xxx_v11 আপগ্রেড download নিয়ে রিকভারি
মোডে গিয়ে install error দেখায়!!!এখন আমি কি করতে
পারি ? বলবেন কি?

amar Walton Primo GF2 Update hobe ki?