বড় বড় গেম খেলুন কম Ram এর ফোনে

আসসালামু আলাইকুম,,, এইটা আমার প্রথম টিউন। দয়া করে ভূল ত্রুটি ক্ষমার চোখে দেখবেন।তাহলে শুরু করা যাক।

আমরা অনেকে এখন Android ফোন ব্যবহার করি, অনেকের ফোনে Ram কম হওয়ার জন্য ভাল গ্রাফিক্সের গেম খেলা যায় না। কিন্তু কিছু কাজ করলে কম Ram এর ফোনেও HD গেম চলবে,, তার জন্য আপনার ফোনটি রুটেড হতে হবে,,এবং GL Tools নামের একটি app নামাতে হবে, তবে গুগল প্লে থেকে না নামিয়ে বাহির থেকে নামানোটাই ভাল হবে,,কারন প্লে স্টোরে টিউমেন্টে দেখলে বুঝবেন অনেকের ফোন ব্রিক করেছে আপডেট ভার্সনটায়। এবার দেখা যাক GL Tools কি??? এবং ব্যবহারের নিয়ম→

Gl tools এমন একটি অ্যাপ যা গেমের
গ্রাফিক্স কমিয়ে দিয়ে,গেমের পারফরমেন্স
বাড়ায়।এই অ্যাপটির কাজ
একটু জটিল। চলুন শেখা যাক :
ধাপ ১- অ্যাপটি নামিয়ে নিন গুগলে সার্চ দিয়ে।

ধাপ ২- অ্যাপটি ওপেন করুন।Superuser
থেকে পারমিশন চাইলে Grant করুন। তারপর
নিচের দিকে দেখবেন ৩ টা বাক্য আছে আর
বাক্যগুলোর শুরুতে ৩ টা বক্স আছে, ওই ৩
টাতেই টিক দিন। তারপর একটি লেখা আসবে,
আর ২ টা অপশন থাকবে। আপনি ম্যানুয়ালি
রিবুট সিলেক্ট করুন আর ফোন রিবুট দিন।
ফোন চালু হলে দেখবেন SD কার্ডে ২টা জিপ
ফাইল তৈরি হয়েছে। ওগুলোকে কোথাও মুভ
বা ডিলেট করবেন না।

ধাপ ৩-যে গেমটি ল্যাগ করে সেটা ইন্সটল
দিন। উদা: TEMPLE RUN OZ
ধাপ ৪-টেম্পল রান ইন্সটল হয়ে গেলে, GL
TOOLS ওপেন করুন। দেখবেন আপনার ফোনের
সকল অ্যাপসের একটা তালিকা আছে,
সেখান থেকে টেম্পল রান সিলেক্ট করুন।
→Enable custom settings এ টিক দিন
→তারপর Downscale texture এ ঢুকে 0.5
সিলেক্ট করুন। এবার GL TOOLS থেকে
বেড়িয়ে এসে গেমটি ওপেন করুন (উদা:
TEMPLE RUN OZ)।দেখবেন আগের তুলনায়
গেমটি স্মুথ চলছে। তারপরেও যদি ল্যাগ করে
তাহলে DOWNSCALE TEXTURE 0.25 করুন।
তারপরেও যদি ল্যাগ করে তাহলে আরেকধাপ
কমান।

★★ গেমের গ্রাফিক্স বাড়ানো::
GL TOOLS এর নিচের দিকে দেখবেন দেওয়া
আছে USE FAKE GPU INFO, ওইটাতে টিক
দিন। তার নিচে আছে USE FAKE CPU INFO
ওইটাতে টিক দিবেন না, দিলে গেম ক্রাশ
করবে। এবার নিেচ আছে হল Use A Template
ওইটাতে ক্লিক করুন আর আপনার পছন্দমত GPU
সিলেক্ট করুন।আর খেলুন।
এখানে গ্রাফিক্স বাড়ানোর ব্যাপারটা
আসলে আলাদা। আপনি যদি এখানে ফেক
GPU হিসেবে যদি Tegra 4 সিলেক্ট করেন
তাহলে আপনি একেবারে আসল Tegra র মত
গ্রাফিক্স পাবেন না, তবে গেমের গ্রাফিক্স
আগের তুলনায় বারবে।
এই FAKE GPU ব্যবহার করার কারণ হল কিছু
কিছু গেম, যেমন LARA CROFT গেমটি খেলার
জন্য GPU লাগে হল ADRENO বা আরো HIGHER
, কিন্তু আপনার GPU যদি হয় MALI, তাহলে
কিন্তু আপনি গেমটি খেলতে পারবেন না।
কিন্তু আপনি যদি GL tools দিয়ে LARA CROFT
এর সেটিংএ গিয়ে যদি ফেক GPU হিসেবে
ADRENO সিলেক্ট করেন তাহলে আপনি
গেমটি খেলতে পারবেন।

আজ এতটুকুই। কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ। কারো কোন প্রশ্ন থাকলে টিউমেন্টে জানাবেন

Level 0

আমি তৌহিদুল রাফিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস