Google Maps Offline: কিভাবে অফলাইনে ব্যবহারের জন্য ম্যাপ ডাউনলোড করবেন?

আমরা কোন নতুন জায়গায় ঘুরতে যেতে বা কোন জায়গা খুঁজে পেতে গুগল ম্যাপ ব্যবহার করি। যেমন, আমি নিজেই। এদিন খুলনা থেকে ঢাকা গিয়ে মাথার উপর ছাদ ভেঙ্গে পড়ার মত দশা, ৩০০ ফিট জায়গায় Street BBQ নামের একটা রেস্টুরেন্টে খেতে গিয়ে আশেপাশের একটা মরুভূমিতে পৌঁছে গিয়েছিলাম। ভাগ্য ভালো সাথে ছিল গুগল ম্যাপ, ম্যাপ দেখে দেখে কচ্ছপের মত হেঁটে সেটা খুঁজে বের করি। এখন এমন অবস্থায়ও পড়তে পারেন যে দূর্ভাগ্যবশত সেই মুহুর্তে আপনার ইন্টারনেট সংযোগ নেই, তাইলে? না খেয়ে চলে আসবেন? (কাউকে জিজ্ঞেস করবেন? জিজ্ঞেস করসিলাম ভাই, তারাও চিনে না :/) সেক্ষেত্রে আপনার অফলাইন বন্ধু হতে পারে গুগল ম্যাপ, কারণ সে দিচ্ছে অফলাইনেও আপনার নির্দিষ্ট এরিয়ায় জায়গা খুঁজাখুঁজির সুবিধা!

তাইলে কেমনে কি?

প্রথমত, আপনার মোবাইলে Google Map এর লেটেস্ট ভার্সন ইন্সটল করা থাকতে হবে। না থাকলে প্লে স্টোরে ঢুকে ইন্সটল/আপডেট করে নিন।

ধরে নিলাম আপনার মোবাইলে গুগল ম্যাপের লেটেস্ট ভার্সন আছে। এবার আমরা কাজ শুরু করি।google map offline sign in

প্রথমেই আপনাকে গুগল আইডি দিয়ে সাইন ইন করতে হবে।google map offline sign in ID

গুগলের যেকোন ফিয়েচার ব্যবহার করার জন্য আপনার একটা জিমেইল আইডি লাগবেই, আশা করি আছে। সাইন ইন করে নিন।

তারপর আপনি যে জায়গার অফলাইন ম্যাপ চান সেই এরিয়া সার্চ করে বের করুন। আমি দিলাম New Market, Chittagong.

google map offline select area

জায়গা তো খুঁজে পেলাম, এবার অপশনে যান। google map offline select area download op

দেখবেন Download Offline Area নামে একটা অপশন আছে। সেটাতে ক্লিক করুন।

google map offline saved

এবার যতটুকু এরিয়ার তথ্য ডাউনলোড করতে চান ততটুক জুম ইন/আউট করে এডজাস্ট করে নিন। আমি মোটামুটি চট্টগ্রাম শহরের শুরুর দিকের জায়গা ডাউনলোডে দিচ্ছি।

google map offline select name of area

এরপর আপনার ডাউনলোড করা এরিয়ার নাম দিন যাতে পরে খুঁজে পেতে সুবিধা হয়। Save এ ট্যাপ করুন।

google map offline saved

কাজ শেষ! আপনার অফলাইন এরিয়া ডাউনলোড হয়ে যাবে। কতটুক এরিয়া ডাউনলোডে দিলেন সেটার উপর ম্যাপের সাইজ নির্ভর করবে। নেট কানেকশন বন্ধ করে দিয়ে দেখতে পারেন আপনার ডাউনলোড করা ম্যাপে ঢুকতে পারেন কিনা।

google map offline access offline এবার ইচ্ছে মত পছন্দের জায়গা ডাউনলোড করে নিন। ব্যাকপ্যাক নিয়ে ঘুরতে বেড়িয়ে পড়ুন, নেট না থাকলেও সমস্যা নেই। আগেভাগে ম্যাপ ডাউনলোড করে রেখে দিন, চিন্তা কি.

Level 0

আমি রাকিবুল ইসলাম রাকিব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস