ফটোগ্রাপার বা এডীটিং শিখতে হলে DSLR বা PC লাগে না; আপনার ANDORID ইইই একলা একশ!!!! (পর্ব এক) আপনার ফটোতে নিজস্ব লোগো দেন।

আসসালামালাইকুম ও রাহমাতুলাহি অবারাকাতু।
আপনারা কেমন আছেন???
আমি ভাল আছি।(আল্লহামদুল্লাহ)
আমি নতুন;
লাইফ এর কিছু মজার এক্সপেরিয়েন্স শেয়ার করছি।
কারন শেয়ার করা মানেই কেয়ার করা।
যারা প্রথম পর্ব পরেন নি তারা আগের পর্ব পরতে
এখানে যান।
>>>>

ফটোগ্রাপার বা এডীটিং শিখতে হলে DSLR বা PC লাগে না; আপনার ANDORID ইইই একলা একশ!!!!

>>>>
আমি বলে চিলাম এন্দয়েড বিশাল এডিটিং রয়েচে
তাই আল্প আল্প করে শুরু করি।
আর আমি প্রথমে আপনাদের (picsart) এর সম্পকে
যা জানি তা আল্প আল্প করে শিখাব।

হুম আজ আমি আপনাদের কে শিখাব কিভাবে
নিজস্ব লোগো দেবেন আপনার ফটোতে; (picsart)
এন্দয়েড দিয়ে।

আর যাদের (PicsArt) নেই তারা ডাউনলোড
করে নিন

https://play.google.com/store/apps/details?id=com.picsart.studio

>>>কারন (PicsArt) আর অনেক
চমকপদ রয়েচে যা আমি আপনাদের দিরে দিরে
শিখাব।<<>>আপনি এখন যে ফটো তে লোগো দিতে চান
সেই ফটো নিন।
তার পর;
1;>>> picsart থেকে add photo চাপুন।

2;>>>তার পর আবার pic+ একটি চিন দেকবেন
শেখানে click করুন।

3;>>>যে ফটো কে লোগো বানাবেন; সেই ফটো কে
সিলেক্ট করুন। তার পর shape crop একটা অপ্সন
উপরে দেখতে পারবেন; সেটাতে click করুন।
আপনার পচন্দ মত আকৃতি নিন। done দিয়ে
বেরিয়ে আসুন।

4;>>>তার পর text থেকে আপনার ব্রান্ড এর নাম
লোগো এর পাসে বসিয়ে দিন।
শেস আপনার কাজ। আপনার লোগো তৈরি
হয়েগেছে।

আমার মনে হই একটি খারাপ
ফটো কে এডিট দারা ফুটানো বা সুন্দর করা
সম্ভব। আগামিতে আপনাদের এন্ডয়েড দারা
এডীট শিখাব। ইন্সাল্লাহ
কৈওশল জানুন ফটো সুন্দর হবে টিকি।

সব শেসে আর একটা কথা;
এডিটিং নিয়ে ফটোসপ এর অনেক টিটোরিয়াল
তাকলেও এন্ডয়োড দারা ফটো এডিটং এর
টিটোরিয়াল অনেক কম।
তাই আমি পর্ব পর্ব করে আপনাদের এন্ডয়োড
ফটো আর এডভান্স এডিটিং শিখাব ইন্সাল্লাহ।
এর জন্ন আপনাদের মতামত ও উ্যসাহ একান্ত
কাম্ম।
আজ এইপজন্তই আল্লাহ হাফেয।

mahamntr
mahamntr
mahamntrhg
mahamntr
mahamntr
mahamntr

Level 0

আমি মাসুম আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

পুটুগ্রাপার হৈতে আসলে তর মত মূর্খ হওয়া লাগে

ভাইয়া আমি এন্ডয়েড দিয়ে টাইপ করেছি।
তাই বানান ভুল হয়েছে।
সবাই হ্মমা এর দৃষ্টি তে দেখবেন।
এন্ডয়েড অভ্র দিয়ে লিখা। 🙁 🙁 🙁

বল্টু মার্কা টিউন

এই ভাবে যদি ফটোগ্রাফার হওয়া জাইত তাহলে ….. (আর কিছু বলরাম না ) ,এইসব আজাইরা টিউন বাদ দেন ।

vaiahh eii ta photography

হয়ত জিবনের প্রথম editing করছে