অ্যান্ড্রয়েডকে জানুনঃ অফলাইন অনলাইন দুইভাবেই রিমোটলি কন্ট্রোল করা যায়,হারিয়ে বা চুরি হলে কাজে লাগতে পারে।

 

আসসালামু আলাইকুম,

আমার প্রান প্রিয় টেকটিউনস কমিউনিটি ভাই,বোন,ছাত্র,শিক্ষক, গুরু ও শিষ্যরা আশা করি সবাই ভালো আছেন। আমি টেকটিউনস ইউনিভার্সিটির একজন ছাত্র।সেই ২০১১ বা ১২ থেকে টিটিকে চিনি। আইডি খুলছি কিছুদিন আগে। প্রতিদিন এখানে আসি ভালো লাগে। এখান থেকে অনেক কিছু শিখেছি শিখতেছি শিখবো। মাঝে মাঝে ইচ্ছা করে টিউন করতে কিন্তু সাহস পাইনা সুন্দর করে গুছিয়ে লিখতে পারিনা বলে।আজকে লিখতেই বসলাম।এখানে এতো ভালো ভালো টিউনার আছে তাদের মাঝে আমি অনেক ছোট।তো শুরু করি মূল বিষয়।

Android device manager কি?

এটা গুগোলের একটি সার্ভিস। গুগোলের এই ডিভাইস ম্যানেজার সাইটে গিয়ে অ্যান্ড্রয়েড ফোন রিমোটলি লক করা,রিং বাজানো,রিসেট করা ও গুগোল মেপে ফোনের লোকেশন দেখা যায় আর কিছু আছে কিনা জানিনা।

কিভাবে ডিভাইস ম্যানেজার একটিভ করবেন?

প্রয়োজন ঃ

১:মোবাইলে ইন্টারনেট চালু থাকতে হবে।

২:একটি গুগোল আইডি মোবাইলে লগিন করা থাকতে হবে।

৩:ফোনের ডিভাইস ম্যানেজার অন থাকতে হবে।

৪: ফোনের লোকেশন সার্ভিস অন থাকতে হবে (মেপে ফোনের লোকেশন দেখার জন্য অন না থাকলে লোকেশন দেখা যাবে না কিন্তু অন্য কাজ করা যাবে)

এখন আসি কাজেঃ

যেই ফোনটি ট্রেকক করবো সেটা ঠিক করার পরে অন্য কমপিউটার বা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে http://www.google.com/android/devicemanager এই সাইটে গিয়ে একই গুগোল আইডি দিয়ে লগিন করে ঢুকতে হবে।

ডিভাইস ম্যানেজারে যা করা যায়ঃ

Lock: ইচ্ছামতো পাসওয়ার্ড দিয়ে লক করা যায়।

Ring:রিং বাজানো যায়।

wipe:রিসেট করা যায়।

map: কোন এলাকায় ফোনটা আছে দেখা যায়। মোবাইল সব সময় অনলাইনে রাখলে এই সিস্টেমটা কাজে লাগতে পারে।কিন্তু এটার গ্যারান্টি নাই রিসেট ফোন রিসে দিলে সব চলে যায়। একটা স্ক্রিনশট দিলাম।

2:

Android mobile Anti theft কি?

এটা অ্যান্ড্রয়েড ফোনের ডিফল্ট একটি অফলাইন সিকিওরিটি সিস্টেম ফিচার।মোবাইল হারিয়ে বা চুরি হলে এই সিস্টেম টা অনেক কাজে দেয়।রিসেট দিলেও এটা একটিভ থাকে। এই ফিচারটা সব ফোনে নেই।এই সিস্টেমটা অনেকেই জানে যারা জানে না তাদের জন্য।তো শুরু করা যাক।

কিভাবে?

প্রথমে মোবাইলের settings>security> mobile anti theft যান।তারপর এখানে ইচ্ছামতো পাসওয়ার্ড দিন। পাসওয়ার্ডটা নোট করে রাখবেন ভুলবেন না।তারপর এখানে ফোন নাম্বার দেয়ার অপশন আসবে।তারপর এক বা দুটি  নাম্বার দিন।

নাম্বার কেনো?

এখানে আপনি যেই এক বা একাধিক নাম্বার দিয়ে সেভ করবেন ওই নাম্বারে এই মোবাইলের সিম পরিবর্তন করা নাম্বারটা অটো মেসেজের মাধ্যমে চলে যাবে।অতএব এমন নাম্বার দিবেন যেনো সেট চুরি হলে চোরের পরিবর্তন করা নাম্বারে আর সেট হারালে পাওনেওলার পরিবর্তন করা নাম্বারে কল করে কথা বলা যায়।  মোবাইল রিসেট  মারলেউ এটা থাকবে। এবং এটাতে আরোও একটি সিস্টেম আছে যেটা সব ফোনে থাকে না যেমন, মেসেজ পাঠিয়ে লক ও রিসেট করা যায়।

প্লে স্টোরে এমন অনেক থার্ড পার্টি এপ  আছে যেগুলায় এসব ফিচার আছে, যেমন  lostphone। এই এপে আরো বেশি ফিচার আছে এটা দিয়ে পপআপ মেসেজ পাঠানো যায়। এবং এমন অনেক এন্টিভাইরাস আছে যেগুলাতে এই রিমোট অপশন আছে।

মোবাইল ফ্লাস মারলে এটা চলে যায় কিনা জানিনা আমার ফোনটা একবার ফ্লাস মেরে দেখবো।

সিমের সব নাম্বারগুলা গুগোলে কপি করে রাখুন ঃ

কারন হলো মোবাইল সিম হারালেও না পেলেও আপনার নাম্বার হারাবেনা।গুগোলে যদি আপনার কন্টাক্ট নাম্বার গুলো থাকে আপনি যেকোনো অ্যান্ড্রয়েড ফোনে লগিন করলে দেখবেন আপনার সব নাম্বার চলে এসেছে। তো দেখুন কিভাবে করতে হয়ঃ

আপনার ফোনের  Contacts এ যান

তারপর option থেকে Import/Export এ যান

তারপর copy contacts from থেকে আপনার সিম সিলেক্ট করে next দেন

তারপর copy contacts to আপনার গুগোল ইমেল সিলেক্ট করে next করুন

তারপর contacts list আসবে সবগুলো সিলেক্ট করে ok করুন

তারপর কপি শুরু হবে। কপি হয়ে গেলে copy contact successfully দেখাবে।

টিউনটিতে কোনো ভুল হলে বুঝিয়ে দিবেন শুধরে দিবেন।

আমি আছি

ফেজবুক ঃfacebook.com/habibtechno

স্কাইপঃhr15384

 

Level 2

আমি হাবিব রহমান। , Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 108 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

Team Leader At ISP


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ফ্লাস মারলে দুনিয়ার সবই চইলা যায়রে ভাই। যত কিছুই করেম না কেনো, কুনো লাভ নাই 😛

ফ্লাস মারলে দুনিয়ার সবই চইলা যায়রে ভাই। যত কিছুই করেন না কেনো, কুনো লাভ নাই 😛

ঠিক বলেছেন ভাই। যদি IMEI দিয়ে কন্ট্রোল করা যেতো ভালো হতো

Level 2

I have lost my password. now what can i do?

Level 2

01911743993