নতুনরূপে অ্যান্ড্রয়েড এম – জানুন অ্যান্ড্রয়েড এম সম্পর্কে

অ্যান্ড্রয়েড ৬.০০ বা অ্যান্ড্রয়েড এম বা অ্যান্ড্রয়েড মার্শম্যালো যাই বলেননা কেন এটি হল অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সর্বশেষ সংস্করণ।

সম্প্রতি গুগল অ্যান্ড্রয়েড এম এর তৃতীয় এবং সর্বশেষ ভার্সনের প্রিভিউ এর মুক্তি দিয়েছে। গুগল ঘোষণা দিয়েছে খুব শীঘ্রই তারা অ্যান্ড্রয়েড এম সকলের জন্য মুক্তি দিবে। তবে মোবাইল বিষয়ক ওয়েবসাইট মোবাইল সিরাপ তাদের এক ব্লগটিউনে জানিয়েছে কানাডিয়ান সার্ভিস প্রোভাইডার টেলাস জানিয়েছে আগামী ৫ অক্টোবরে অ্যান্ড্রয়েড এম সংস্করণ বাজারে আসবে। তবে তা সঠিক নাও হতে পারে।

অন্যদিকে ধারণা করা হচ্ছে আগামী ২৯ সেপ্টেম্বর গুগল তাদের নতুন নেক্সাস ডিভাইস দুটি (৫.২ ইঞ্চি ডিসপ্লে বিশিষ্ট নেক্সাস ৫এক্স যেটি এলজি ডেভেলপ করেছে এবং ৫.৭ ইঞ্চি ডিসপ্লে বিশিষ্ট নেক্সাস ৬পি যেটি হুয়াওয়েই তৈরি করেছে।) মুক্তি দেয়ার কিছুদিনের মধ্যেই অ্যান্ড্রয়েড এম বাজারে আসবে। যদিও কানাডায় ৫ অক্টোবর এবং যুক্তরাষ্ট্রে ২৯ সেপ্টেম্বরের পরের

 

 

 

 

কয়েকদিনের মধ্যে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

মার্শম্যালোতে যেসকল পরিবর্তন হতে চলেছে তারমধ্যে ইউজার ফেসিং অ্যাপ পারমিশন যা গ্র্যানুলার অ্যাপ পারমিশন নামে পরিচিত এবং অ্যান্ড্রয়েড ফিঙ্গারপ্রিন্ট সিকিউরিটি অন্যতম। মার্শম্যালোর পরিবর্তন গুলো নিচে দেয়া হলোঃ

অ্যান্ড্রয়েড প্লাটফরমের পরিবর্তন :

গুগল মার্শম্যালোতে ইউজার ইন্টারফেস পারমিশন আপডেট করেছে যার ফলে অ্যান্ড্রয়েড এম হয়েছে আরো উন্নত এবং কিছু ক্ষেত্রে পারমিশনের ব্যবহার উন্নত করেছে।

এপিআই পরিবর্তন :

ফিঙ্গারপ্রিন্ট এপিআই আপডেটের ফলে আরো ভালোভাবে ত্রুটির প্রতিবেদন দেয়া যাবে এবং পূর্বের থেকে ভালো নির্ভরযোগ্যতা অর্জন করবে।

থিম :

মার্শম্যালোর জন্য তেমন কোনো নতুন থিম নেই। এটি প্রায় অ্যান্ড্রয়েড এল এর মতো। কিন্তু এতে নতুন অ্যাপ ড্রয়ার দেয়া থাকবে।

মার্শম্যালোর তৃতীয় ও সর্বশেষ সংস্করণ বর্তমানে নেক্সাস ৫,৬,৯ এবং নেক্সাস প্লেয়ারে ব্যবহার করা যাবে।

এছাড়াও মার্শম্যালোর প্রথম ও দ্বিতীয় প্রিভিউ এ বেশকিছু নতুনত্ব দেখা গেছে।

প্রথম সংস্করণঃ

অ্যাপ পারমিশন সিস্টেম আপডেট দেওয়া হয়েছে মার্শম্যালোতে। উদাহরণস্বরূপঃ আপনি যখন হোয়াটসঅ্যাপ ব্যবহার করবেন তখন আপনার কল রেকর্ড হবে কিনা,আপনার ছবিগুলো রেকর্ডে থাকবে কিনা ইত্যাদির জন্য ডিভাইসকে পারমিশন দিতে হবে। আর প্রতিবার ব্যবহারের সময়ই আপনাকে এই পারমিশন দেয়ার জন্য বলা হবে। আপনি আপনার ইচ্ছামত এই পারমিশন দিতেও পারেন নাও পারেন। এতে করে আপনার তথ্য গুলো সিকিউর হবে।

ফিঙ্গারপ্রিন্ট সিস্টেমের আবির্বাভ আপনার অ্যান্ড্রয়েডকে করবে আরও নিরাপদ। আপনি শুধু মোবাইল আনলকের জন্যই এটি ব্যবহার করতে পারবেন তা কিন্তু নয়। এছাড়াও আপনি প্লে স্টোর থেকে অ্যাপ কেনার ক্ষেত্রে বা অন্যান্য বিল পে করতে গেলে আপনাকে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে যাচাই করতে হবে। এতে করে যেকেউ আপনার মোবাইলে অ্যাপ কিনে আপনার লোকসান করতে পারবেনা।

মোবাইল পেমেন্ট সিস্টেম - অ্যান্ড্রয়েড প্লে গুগলের নতুন মোবাইল পেমেন্ট সিস্টেম যার মাধ্যমে ক্রেডিট কার্ড দিয়ে বর্তমানে আমেরিকার প্রায় ৭ লক্ষ দ্রব্য কেনা যাবে।

অ্যাপলিঙ্ক - আমরা যখন কোনো লিঙ্কে ক্লিক করি সাথে সাথে সেই লিঙ্কে যেতে পারিনা। এজন্য আমাদের নির্দিষ্ট ব্রাউজারের সহায়তা নিতে হয়। কিন্তু এখন থেকে যেখানে আছেন সেখান থেকেই সরাসরি ঐ লিঙ্কে যেতে পারবেন। উদাহরণ স্বরূপঃ আপনি ইমেইলে একটি টুইটার লিঙ্ক পেলেন আপনি ঐ লিঙ্কে ক্লিক করলে সরাসরি টুইটারে যেতে পারবেন তবে এজন্য ডিভাইসকে আগে আপনার পারমিশন দিতে হবে।

পাওয়ার এবং চার্জিং - অ্যান্ড্রয়েড এম এ একটি নতুন ফাংশন যুক্ত হয়েছে যার নাম ডোজ। এটি গতিবিধি বুঝে ব্যাকগ্রাউন্ড সার্ভিস প্রক্রিয়া হ্রাস করবে। আপনি যখন ঘুমিয়ে থাকবেন বা মোবাইল টেবিলে রেখে দিবেন তখন এটি ডোজ মোডে থাকলে পাওয়ার সেভ করবে। একটি নেক্সাস ডিভাইসে অ্যান্ড্রয়েড এল ও এম এর পাওয়ার নিয়ে পর্যবেক্ষণে দেখা গেছে ডোজ মোডে থাকলে অ্যান্ড্রয়েড এম এল এর তুলনায় দ্বিগুণ বেশি স্ট্যান্ডবাই দেয়।

আর এটি টাইপ সি ইউএসবি সাপোর্ট করে বিধায় এটি দ্রুত চার্জ হয়।

আপনার ওয়াইফাই অন থাকলে ২৫ এমবি বা তার ছোট ফাইল গুলো অটোমেটিক গুগল ড্রাইভে ব্যাকাপ হবে এবং আপনার প্রয়োজনে তা রিস্টোর করতে পারবেন।

এর আরো একটি অসাধারণ ফিচার হল আপনি এটিতে মাইক্রোএসডি বা এক্সটার্নাল মেমোরি কার্ডকে ইন্টার্নাল মেমোরি কার্ডে পরিণত করতে পারবেন।

 

 

এতে আপনি লাইট ও ডার্ক থিমে পরিবর্তন করতে পারবেন তবে তা শুধুমাত্র সেটিংস এ পরিবর্তিত হবে।

দ্বিতীয় সংস্করণ প্রিভিউঃ

ভিজুয়াল ভয়েসমেইল - বর্তমানে ভয়েসমেইল পাঠালে তার কোনো রেকর্ড থাকেনা। তবে এম এ ভয়েসমেইল দেখা যাবে। প্রাথমিক ভাবে টিমোবাইল ও অরেঞ্জ ফ্রান্স এই পদ্ধতি সাপোর্ট করবে।

মার্শম্যালোতে হোমস্ক্রিন রোটেট করা যাবে। যা স্মার্টফোনের নতুন চেহারা তৈরি করেছে। এখন অ্যাপ ও হোমস্ক্রিন দুটোই ল্যান্ডস্কেপে দেখা যাবে।

আগে আক্ষরিকভাবে অ্যাপ আলাদা আলাদা অক্ষরের ভিত্তিতে আলাদা করে রাখা হত। যার ফলে অ্যাপ খুজতে সময় বেশি লাগত। কিন্তু এখন আরও সহজে অ্যাপ খুজে পাওয়া যাবে।

আগে স্ক্রিনশট তোলার সাথে সাথে তা শেয়ার করার সুযোগ থাকলেও তা ডিলিট করার অপশন ছিলনা। কিন্তু এম এ এই অপশনটি রয়েছে।

স্ট্যাটাস বার আইকন থেকে আপনার অপ্রয়োজনীয় আইকন রিমুভ করতে পারবেন।

ব্যাকাপ এবং রিসেট সেটিংস এ যুক্ত হয়েছে নেটওয়ার্ক সেটিংস রিসেট অপশন। যার ফলে সহজেই নেটওয়ার্ক সেটিংস (ওয়াইফাই,ব্লুটুথ,সেলুলার) রিসেট করতে পারবেন।

আরও কিছু চমক নিয়ে আসছে অ্যান্ড্রয়েড এম। সব চমকের জন্য অপেক্ষা করুন এই সংস্করণটি দেশের বাজারে আসার আগ পর্যন্ত।

টিউনটি পছন্দ হলে শেয়ার করতে ভুলবেন না। ☺

টিউনটি প্রথম প্রকাশিত হয়েছে এখানে

Level 0

আমি শাহরিয়ার আহমেদ সুলভ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

পড়াশুনা আর নিজস্ব ব্লগ নিয়ে ব্যস্ত থাকি। ইচ্ছা আছে বড় কিছু করার।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আগে একটা ইংরেজি ব্লগে পড়েছিলাম। ভাল লিখেছেন। ধন্যবাদ

সুন্দর টিউন করেছেন ভাই।

ধন্যবাদ।!!