
ঈদ মোবারক,
আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালোই আছেন। আজকে আপনাদের জন্য যে অ্যাপটি আনলাম সেটা আমিও ব্যবহার করছি। এক কথায় চমৎকার।
অ্যাপটির নাম স্বাধীন অভিধান। উইন্ডোজ অপারেটিং সিস্টেমে জনপ্রিয়তা পাওয়ার পর স্বাধীন অভিধান এখন অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে!
স্বাধীন অভিধানের অ্যান্ড্রয়েড সংস্করণ উন্মুক্ত করা হয়েছে।

সর্বোচ্চ সুবিধা যুক্ত স্বাধীন অভিধানের ডেস্কটপ সংস্করণের মত অ্যান্ড্রয়েড সংস্করণেও থাকছে সর্বোচ্চ সুবিধা। থাকছে উন্নত ডেটাবেজ।
সুবিধা সমূহ:
আরো অনেক কিছু…
মূল্য :
স্বাধীন শুরু থেকেই স্বাধীন ছিল। অ্যান্ড্রয়েড সংস্করণেও স্বাধীন থাকবে স্বাধীন। এটি বিনামূল্য অ্যাপ। এমনকি অ্যাড থেকেও সম্পূর্ণ মুক্ত।
ডেটাবেজ ক্লাউড
স্বাধীনের ডেটাবেজের অন্তর্ভুক্তির অপ্রতুলতা কাটানোর জন্য স্বাধীনের অ্যান্ড্রয়েড সংস্করণে যুক্ত করা হয়েছে ক্লাউড সুবিধা।
ইন্টারনেট সংযুক্ত থাকা অবস্থায় স্বাধীন অভিধানে কোন নতুন শব্দ যুক্ত অথবা কোনো শব্দ/অন্তর্ভুক্তি পরিবর্তন/পরিবর্ধন করা হলে তা আমাদের সার্ভারে চলে আসবে। যা আমরা নতুন সংস্করণের ডেটাবেজে যুক্ত করে দেব।
বর্তমানে ডেস্কটপ থেকে মোবাইলেই ইন্টারনেট সংযোগ বেশী থাকে। তাই আমরা আশা করছি ডেটাবেজ ক্লাউড সুবিধাটি স্বাধীনের ডেটাবেজকে আরো উন্নত করবে।
ইউজার ক্লাউড ডাউনলোড লিঙ্ক : ডাউনলোড
আপনার পিসির জন্য ডাউনলোড করতে নিচে ক্লিক করুন।
ইউজার ক্লাউড ডাউনলোড লিঙ্ক : ডাউনলোড
ভালো থাকুন আর সাথে থাকুন বৃহত্তর টেকটিউনসের সাথে। আমিও আছি ফেসবুকে। কোনো সমস্য হলে টিউমেন্ট করুন।
আমি নাবিলা জাহান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I want to be a agronomist. So, I want to discuss my study that's don't know others. I think this discussion help to others for improve our environment. That's why, I join this largest Techtunes team..
bdworld.com সাইট থেকেই কাজ হয়ে যায় আর এতে ডাউনলোডের ঝামেলা থাকে না। তবে যদি অফ লাইনে চলে তাহলে ডাউনলোড করা যেতে পারে কিন্তু এটা তো অফ লাইনে চলবে না।