সবাই ভাল আছেন নিশ্চয়। কয়েকদিন আগে একটা টিউন করছিলাম, মোটামুটি অনেক রেসপন্স পাইছিলাম। আমার আগের কোন টিউন হট টিউন পর্যন্ত পৌঁছায় নাই! ঐ টিউনটা হট টিউনস হয়েছিল দুই একদিনের জন্য! যদিও লাস্ট দিকে থেকে ১/২ পজিশনে ছিল! লুল...।। চাইলে পড়ে নিতে পারেন।
তো এটা গেল পুরান কাহিনি। এখন আসি নতুন কাহিনিতে। স্যামসাং যখন থেকে বলছে গ্রান্ড প্রাইম এর জন্য ললিপপ আপডেট দিবে তখন থেকে আমি মাঝে মাঝে একটু আধটু সার্স করে দেখতে আসলে কোন আপডেট আসছে কিনা। আরো ২০/২২ দিন আগে দেখি যে আপডেট আসছে কিন্তু তা রাশিয়ার জন্য! আবার অনেক গুলো ব্লগ পরলাম দেখি যে, রাশিয়ার হলেও অনেকে তাদের মোবাইলে আপডেট ইন্সটল করতে সক্ষম হয়েছে! তাই আমার ও ধৈর্য সইলনা আমি ও আপডেট দেওয়ার জন্য উঠে পড়ে লাগলাম। কিন্তু তা ইনস্টল করতে আমি সক্ষম হয় নাই। মানে রাশিয়ার Baseband এর সাথে বাংলাদেশের স্যামসাং মোবাইলের baseband মিল নাই।
Grand Prime Lollipop Official Update By Amrita Das Bijoy
আজকের টিউনের আরেক টা টাইটেল দেয়া যেতে পারে। সেটা হলঃ সকল স্যামসাং মোবাইলের অফিসিয়াল স্টক রম ইনস্টলেশান নিয়মাবলি। যাই হোক আমি মুলত প্রাক্টিক্যালি যেটা দেখাব, সেটা হচ্ছে কিভাবে আপনার Grand Prime মোবাইলে কিভাবে স্টক রম/অফিসিয়াল ললিপপ আপডেট দিবেন।
তো চলুন শুরু করা যাক। আগে একটু একটু হাইলাইট দেখে নিন কি কি লাগবে এই আকাম টা করতে। মাইন্ড কইরেন না লুল! মানে আমি এই রকম আকাম গুলো করতে ভালবাসি!
১ম ধাপঃ
প্রথমত আপনার একটা Samsung Galaxy Grand Primeথাকতে হবে।
একটি ল্যাপটপ অথবা ডেস্কটপ থাকতে হবে। (অন্যের হলেও সমস্যা নাই!)
ইন্টারনেট কানেশন। (প্রয়োজনীয় রম ও টুলস গুলো ডাউনলোড করার জন্য)
এই আপাতত এইটুকু কালেক্ট করেন। উপরের জিনিস গুলো থাকলে নেক্সট স্টেপের জন্য রেডি হয়ে যান। ওকে আশা করি সব কিছু নিয়ে বসছেন। তো চলুন নেক্সট স্টেপে কি করবেন দেখে নেয়া যাক।
২য় ধাপঃ
প্রথমে অফিসিয়াল রমটি ডাউনলোড করে নিন। ও আগেই বলে নিই আপনাদের যাদের Grand Prime SM-G530H তাদের ফোনে কাজ করবে। আর যাদের অন্য কিছু মান 530F/Z অথবা অন্য কিছু তারাও মন খারাফ করার কিছু নাই। আপানাদের জন্য এখানে রয়েছে সব কিছু শুধু আপনাদের মডেল অনুযায়ী রম টা ডাউনলোড করে নিন sammobile.com থেকে। আগেই বলছিলাম যে, এই নিয়মে আপনি যেকোন SAMSUNG PHONE এ অফিসিয়াল স্টক রম ইনস্টল করতে পারবেন কোন যামেলা ছাড়া, মানে আপনার সেটকে রুট করতে হবে না এবং কোন রকম ওয়ারেন্টি নষ্ট হবে না।
চিন্তার কোন কারণ নাই India এর নাম দেইখা ভয় পাওয়ার কিছু নাই! এটা বাংলাদেশেও কাজ করে! বাংলাদেশের জন্য এখনো আসে নাই! তবে নতুন গ্রান্ড প্রাইমে এখন আগে থেকে ললিপপ দেয়া রয়েছে সো যারা নিউ কিনবেন তাদের এটা না পড়লে ও চলবে!
ডাউনলোড Samsung Smart Switch । ও অনেকে স্মার্ট সুইচের সাথে অপরিচিত থাকতে পারেন। স্মার্ট সুইচ হলো Kies এর নতুন ভার্সন, মানে স্যামসাং আগে এটাকে Kies বলে ডাকত। ও আরেকটা কথা যাদের স্যামসাং ফোন অনেক পুরোনো তাদের এটা কাজ করবে না তারা পুরান Kies 2/3 ডাউনলোড করতে পারেন। কাজ করবে আশা করি। এটা মুলত আমরা ইউস করব আপনার মোবাইলের সাথে মিল রেখে অটো ড্রাইবার ইন্সটল করার জন্য পিসিতে। তো আপনাদের পিসিতে যদি আগে থেকে ড্রাইবার ইন্সটল করা থাকে তাহলে এই স্টেপ টা বাদ দিতে পারেন। কিন্তু এটা ছাড়া নেক্সট স্টেপ কাজ করবে না সিউর!! তবে Grand Prime যাদের তাদের নতুন স্মার্ট সুইচে খুব ভাল মতই কাজ করবে। সো নো টেনশন!!
৩য় ধাপঃ আশা করি আগের ধাপ গুলো কমপ্লিট করে এসেছেন তো চলুন এবার কি করবেন তৃতীয় ধাপে!
প্রথমত রম ডাউনলোড করে এক্সট্রাক্ট করবেন যেকোন একটা ফোল্ডারে।
Grand Prime Lollipop Update By Amrita Das Bijoy
দ্বিতীয়ত Odin Download করবেন এটাও মনে হয় .zip ফাইল সেজন্য এটাও এক্সট্রাক্ট করবেন একটা ফোল্ডারে অথবা সেইম ফোল্ডারে রাখতে পারেন অসুবিধা নাই!
৪র্থ ধাপঃ এই ধাপে দেখাব আপনার ডাউনলোড করা LOLLIPOP ROM টি কিভাবে ফ্ল্যাশ/ইন্সটল করবেন! তো চলুন
পিসিতে Odin ওপেন করুন।
Grand Prime Lollipop Update By Amrita Das Bijoy
AP তে ক্লিক করে আপনার এক্সট্রাক্ট করা ফাইলটা দেখায় দেন। কিছুক্ষন অপেক্ষা করেন।
মোবাইল বন্ধ করুন মানে সুইচ অফ করুন আর আগে থেকে অফ থাকলে সমস্যা নাই।
মোবাইলে ৫০% এর চেয়ে বেশি চার্য আছে কিনা চেক করে নিয়েন আগে থেকে না হলে মাঝ পথে আটকে যাবে!
Grand Prime Lollipop Update By Amrita Das Bijoy
এইবার ডাটা ক্যাবল কানেক্ট থাকা অবস্থায় আপনার ফোনের VOL Down+Home+Power Button এক সাথে ধরে রাখেন। মানে ডাউনলোড মুডে যাবেন আরকি। দেখবেন একটা আশ্চার্যবোধক চিহ্ন আসবে এবং সেখাতে দুইটা অফশন থাকবে Continue জন্য ভলিয়ম আপ বাটন প্রেস করুন।
Grand Prime Lollipop Update By Amrita Das Bijoy
পিসিতে ODIN এ তাকালে দেখতে পাবেন লেখা আসছে ADDED. এটা আসলে বুঝবেন আপনার ফোন ভালভাবে কানেক্ট হয়েছে আর যদি না আস তাহলে বুঝতে হবে ড্রাইবার ইন্সটল ভাল মত হয় নাই! সো আবার ড্রাইবার ইনস্টল করে ট্রাই করুন!
এইবার স্টার্ট বাটনে প্রেস করুন ODIN থেকে।
Grand Prime Lollipop Update By Amrita Das Bijoy
সব কিছু ঠিক থাকলে স্টার্ট হবে আর না হলে হবে না। স্টার্ট হলে কাজ সম্পন্ন হতে ২/৫ মিনিট টাইম নিবে। এবং কত টুকু হইছে তা দেখতে পাবেন! 100% কমপ্লিট হলে ওডিন এ লিখা আসবে PASS!
Grand Prime Lollipop Update By Amrita Das Bijoy
Pass হলেই আপনি পাশ করে ফেলছেন মানে Successfully আপনার ফোনে ললিপপ অথবা আপনি যে অফিসিয়াল স্টক রম সেটাপ দেয়ার ট্রাই করছিলেন সেটা সম্পুর্ণ ভাবে ইনস্ট হলে হয়ে গেছে।
আর ইনস্টল কমপ্লিট হওয়ার পর আপনার ফোনের রুপ কি রকম হবে দেখে নিন। এখানে আর ছবি দিতে ইচ্ছে করতেছেনা। চাইলে এখান থেকে দেখে নিতে পারেন আমি একটা ফেইসবুকে টিউন করেছিলাম! প্রাইভেসির কারনে না দেখতে পাইলে এখানে আপলোড করে দিব। টিউমেন্টে জানাবেন।
উফ! এইবার একটু দম নেন! দম মানে নিশ্চয় বুঝেন, না হলে বুঝাইয়া দিচ্ছি মানে জোরে জোরে নিশ্বাস নেন আর ছাড়েন! 😛
এইবার আসি হার্ডকোর ইউসারদের জন্য মানে যারা রুট ছাড়া এন্ড্রয়েড ইউস করার কোন মানেই খুজে পান না বা মজা পান না তাদের জন্য এই পার্ট! কারন ললিপপ আপডেট দিলে আপনার গ্রান্ড প্রাইম আগে থেকে রুট করা থাকলেও রুট একছেস চলে যাবে। তো আবার কই যাবেন খুজতে !! খোঁজাখুঁজি অনেক জামেলা! আপনাদের যাতে জামেলা না করতে হয় সেজন্য আমি সেটার মিডিসিন দিয়া দিব। মানে আমি ও রুট ছাড়া এন্ড্রয়েড ইউস করে মগা পাই না! লুল! এমন কি আমি নতুন সেট কিনার পরপর ই রুট করে ফেলি! তো চলুন যাদের রুট ছাড়া এই টিউন হজম হবে না তাদের জন্য হজম করার ব্যবস্থা করি!
Samsung Galaxy Grand Prime Lollipop Recovery Install and ROOT সিস্টেমঃ এখানে ও ছবি দিলাম না কষ্ট লাগতেছে! 😛 যদি না বুঝেন তাহলে বলবেন ছবি এড করে দিব আর না হলে বলে দিব। বেশি সমস্যা হলে স্কাইপে যোগাযোগ করতে পারেন চেষ্টা করব হেল্প করার জন্য! Skype: Amritadasbijoy
১ম ধাপঃ
ডাউনলোড TWRP RECOVERY FOR GRAND PRIME 530H লিংক গুগল ড্রাইব।
আপনি যদি উপরের দুটি ফাইল পিসি দিয়ে ডাউন লোড করেন তাহলে আপনাকে একটা কাজ করতে হবে দ্বিতীয় ফাইল মানে SM-G530H-SuperSU-v2.46.zip ফাইলটা সরাসরি আপনার ফোন মেমরি অথবা মেমোরি কার্ডে রাখেন। পরে কাজ আছে!! এক্সট্রাক্ট করবেন কিন্তু যেভাবে আছে সেইভাবেই থাকবে!!
আগের মতই পিসিতে odin ওপেন করুন। AP থেকে এইবার TWRP-SMG530H.tar সিলেক্ট করে দিন।
আবার আপনার ফোন পিসিতে ক্যাবল দিয়ে কানেক্ট করুন। ডাউনলোড মুডে যান, Vol down+Home+Power বাটন একসাথে চেপে ধরলে আসবে ডাউনলোড অফশন। Vol Up দিয়ে কন্টিনিউ করুন। Odin এ Added আসলে Odin থেকে স্টার্ট বাটনে ক্লিক করুন! এটা আগের চেয়ে খুব তাড়াতাড়ি হয়ে যাবে কারণ এটা একটা ছোট ফাইল!
আবার ও পাস লেখা আসবে যদি সব কিছু ঠিক ঠাক করেন। প্রথমটা সাকসেস ফুল হলে এটা কোন ব্যাপার না এমনিতে পারবেন।
৩য় ধাপঃ
এইবার ফোন আবার অফ করুন। ফোন অফ করার আগে ভাল মত চেক করে নিন SM-G530H-SuperSU-v2.46.zip ফাইলটা আপনার ফোনে রাখছেন কিনা!
এইবার Vol up+ Home+ Power Button ক্লিক করে রিকোবারি মুডে যান। Install এ ক্লিক করুন। এখন আপনার স্টোরেজ দেখাবে সেখান থেকে SM-G530H-SuperSU-v2.46.zip ফাইল টি দেখিয়ে দিন মানে সিলেক্ট করে দিন। আর সিলেক্ট করলেই Swipe to install নামে একটা অফশন আসবে। ওটাকে বাম থেকে ডান দিকে টেন দিন তাহলেই কাজ শেষ আপনার ফো রিবুট নিবে।
আর ওপেন হলেই নিন রুটের টক, ঝাল, মিষ্টি বিশিষ্ট স্বাদ! 😛 অনেক বানান বা অনেক কিছু ভুল হতে পারে। টিউমেন্টে বলে দিয়েন আপডেট করে দিব!
আজকের জন্য আর পারবনা হাত ব্যথা করতেছে!! ভাল থাকবে সবাই।
কোন রকম সমস্যা হলে সরাসরি জানাতে পারেন অথবা টিউমেন্ট করতে পারেন।
আমি অমৃত দাশ বিজয়। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 248 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি উক্ত রমটি ডাউনলোড করে আমার G530H এ ট্রাই করলাম কিন্তু কাজ হচ্ছে না বরং odin এর সব কটি ভার্সন দিয়ে ট্রাই করলাম প্রবলেম সেইম secure check fail aboot লিখা আসছে। কি করতে পারি?
অসাধারণ টিউন 🙂