যেনে নিন কিভাবে কাস্টম রম ইন্সটল করবেন দুনিয়ার যেকোনো অ্যান্ড্রয়েড ডিভাইসে।

কেমন আছেন বন্ধুরা ? ভালো থাকলেই ভাল। আজ আমি দেখাব দুনিয়ার সব সেটে কিভাবে কাস্টম রম ইন্সটল করবেন। আপনাদের যাদের ললিপপ আপডেট বা নতুন সেট নাই তাদেরও এখন আর সমস্যা নাই। কারন আপনাদের অফিশিয়াল রম ভালো না হলেও আছে কাস্টম রম। আর যদি এই রম কিভাবে ইন্সটল করতে হয় তা না জানেন তবে কাস্টম থেকে ল্যাব কি। নতুন সেট দিয়া বন্ধুরা ভাব দেখালেও এখন আর সমস্যা নাই। তবে চলুন শুরু তাহলে করা যাক।

আমার আগের টিউনগুলোঃঃ

১. (মেগা টিউন) সকল SYMPHONY অ্যান্ড্রয়েড সেটের ললিপপ কাস্টম রম নিয়ে নিন। (না দেখলেই মিস)

২. (মেগা টিউন) সকল WALTON অ্যান্ড্রয়েড সেটের ললিপপ কাস্টম রম নিয়ে নিন। (না দেখলেই মিস)

৩. অ্যান্ড্রয়েড পুরাতন অসুবিধা নাই, কম্পিউটারে ইন্সটল করে নিন অ্যান্ড্রয়েড ৫.০ ললিপপ

 

 

প্রথমে এখান থেকে ফাইল গুলো ডাউনলোড করে নিন

 

 চাইলে ভিডিও টিউটোরিয়ালটি দেখে নিন এখান থেকে।

 

খুব মনজগ দিয়ে প্রত্যেকটি পয়েন্ট ফলো করুন।

 

প্রত্যেকটি সেটের কমবেশি আলাদা রিকভারি ফাইল তাই এখানে কিছু সেটের রিকভারি ফাইল দেওয়া আছে। 

যদি আপনার সেটের রিকভারি ফাইল এখানে না থাকে তবে Google এ রিকভারি ফাইল এর জন্য সার্চ করুন। 

 

তো চলুন শুরু করিঃঃ 

 

Mobile Uncle Tools ওপেন করুন।

 

 

Recovery Update এ যান।

 

 

recovery.img সিলেক্ট করুন।

 

\

 

OK সিলেক্ট করুন।

 

 

OK সিলেক্ট করুন। এবার আপনার সেট রিবুট হবে কিন্তু আপনার আসল রম এ অন হবে না। বরং নতুন রিকভারি মোডে অন হবে। টাচ কাজ করবে না। আপনাকে ভলিউম আপ,ডাউন আর পাওয়ার বাটন দিয়া কাজ করতে হবে। ভলিউম আপ আর ডাউন হলো উপর নিচ আর পাওয়ার বাটন হলো  সিলেক্ট। 

 

 

Install zip from sdcard এ যান।

 

 

Choose zip from sdcard এ যান। এবার আপনার ডাউনলোড করা কাস্টম রমটি সিলেক্ট করুন। খেয়াল রেখেন যে কাস্টম রম টা যেনো .zip ফাইল এ থাকে।

 

 

আমার ক্ষেত্রে আমি আমার ডাউনলোড করা কাস্টম রম ইউস করছি। 

 

 

Yes সিলেক্ট করুন। সিলেক্ট করলেই ইন্সটল শুরু হবে।

 

 

 

ইন্সটল শেষ। এবার Go Back সিলেক্ট করুন। 

 

 

Reboot system now সিলেক্ট করলেই আপনার সেট রিবুট নিবে আর আপনার কাজ শেষ। 

Level New

আমি আমি যোনিয়াম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 11 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাইয়া আমার Maximuss Max905 মোবাইলটার জন্য একটা Recovery.img দিন।
গুগলে সার্চ দিয়ে পুরা পেজ শেষ করে ফেলেছি কিন্তু কাজ হয়নি।

ভাইয়া আমার Maximus Max905 মোবাইলটার জন্য একটা Recovery.img দিন।
গুগলে সার্চ দিয়ে পুরা পেজ শেষ করে ফেলেছি কিন্তু কাজ হয়নি।

vaia winstar w 10 ee hobe plz bolen

Vay Symphony W75 er Custom rom and Recovery.img ar link ta diben plz. Khub dorkar.