
আসসালামুয়ালাইকুম।
প্রিয় টেকটিউনস কমিউনিটি সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের টিউন শুরু করছি।
আসলে আমরা প্রতিনিয়ত নতুন নতুন জিনিস আর সিস্টেম টেকটিউনস থেকে গ্রহন করি। যা আমাদের দৈনন্দিন জীবনে আসলেই অনেক গুরুত্বপুর্ন।
যাই হোক সবার টিউন যে দরকারী হতে হবে এমন তো কোন মানে নেই। আমার মনে হয় আমার টিউনটা গুরুত্বপুর্ন কিছু নয়। শুধু মাত্র যারা Temple Run 2 খেলতে পছন্দ করেন তাদের জন্য আমার এই টিউন। যদিও Temple Run 2 বেশ পুরনো গেম, জানিনা এখনো কেউ এটা খেলেন কিনা। আমি মাঝে মাঝে খেলি। ভাল লাগে তাই। যদি আপনারে কেউ এখনো খেলেন তাহলে এই ফাইলটি ডাউনলোড করে নিতে পারেন। এতে আপনি পাবেন আনলিমিটেড লাইফ আর কয়েন। যা আসলেই মজার।
তো প্রথমেই ফাইলটি ডাউনলোড করে নিন নিচের লিংক থেকে। তারপর আমি মোটামুটি ভাবে বলছি কিভাবে কি করতে হবে। যদিও আপনারা সবাই আমার থেকে অনেক বেশি অভিজ্ঞ। আপনাদের না বললেও আপনারা পারবেন। কিন্তু টিউনের একটা সৌন্দর্য আছে তাই আমি নিজেই মোটামুটি ভাবে বিস্তারিত বলার চেষ্টা করছি। তাহলে আগে ডাউনলোড করে ফেলুন।
এটা আমার ফোনের স্ক্রিনশট

ডাউনলোড হয়ে গেলে এবার দেখুন কিভাবে কি করবেন।
আমি মোবাইল থেকে কিছু করি নি। পিসি থেকে করেছি। তাই আমি সেভাবেই বলছি। আপনারা মোবাইলেও নিজেরাই করতে পারবেন।
ব্যস আপনার কাজ শেষ। হ্যা এজন্য অবশ্যই কিন্তু আপনার ফোনে Temple Run 2 ইন্সটল থাকতে হবে। তা না হলে কিন্তু com.imangi.templerun2 নামে কোন ফোল্ডার পাবেন না।
যাই হোক সবার জন্য শুভ কামনা। আশা করি কারো কোন সমস্যা হবে না। আর যদি হয় তো আমাকে ফেইসবুকে ম্যাসেজ দিন নিচের লিংক থেকে।
আর একটা কথা আমি কিন্তু ছোট্ট একটা গানও দিয়ে দিয়েছি। চিন্তা করবেন না। ফাইলটির সাইজ মাত্র কয়েক কেবি। তাই দুই মেগাবাইটের একটা গানও সাথে দিয়ে দিয়েছি। অনেক আগের গান। ভাল খারাপ যাই লাগুক আমার কিছু করার নাই। 😛
আমি মোঃ হায়দার আলী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 54 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কম্পিউটারে কিভাবে Apk ব্যবহার করেন বললে উপকার হত।