Clash Of Clans এবার Hack করুন

কেমন আছেন সবাই ?  আশা করি ভালো  আছেন। এটা আমার প্রথম টিউন কোনো ভুল হলে ক্ষমা করবেন। কথা না বারিয়ে কাজ শুরু করি। Clash of clans গেমটার সারভার অনেক শক্তিশালী যার কারনে এটা হ্যাক করা অনেক কঠিন একটা কাজ। যাই হোক চলুন কাজ শুরু করি। আশা করি এটা কাজ করবে।

প্রথমে এই লিঙ্ক থেকে App টা ডাউনলোড করুন। (SB Game hacker Apk) Size: 919k

এখানে Click করুন

এই App টি চালানোর জন্য আনপার Android কে অবশ্যই রুট করতে হবে। রুট না করা থাকলে নিচের লিঙ্ক থেকে এই App টি ডাউনলোড করুন।(Framaroot Apk) Size: 1.03 MB

এখানে Click করুন

এবার App টি ইনস্টল করুন এবং রুট করুন।তারপর আরেকটি App ডাউনলোড করুন নিচের লিঙ্ক থেকে (Superuser)Size: 1.4 MB

এখানে Click করুন

এবার এই App টিও ইনস্টল করুন এবং আপনার Android টিকে Restar করুন।

 

রুট হয়ে গেলে Game hacker App টি ইনস্টল করুন।কিন্তু ওই App টার ভাষা হলো চাইনিজ। তাই নিচের ছবি গুলোর মতন কাজ করুন।(Step by Step)

 

১. নিচের ছবির মতন Install এ চাপুন।

 

২.এবার Install হলে নিচে গিয়ে Yes এ চাপুন।

 

৩.App টা ওপেন হলে - এ চাপুন তাহলে App টা Minimize হবে।

 

৪.এবার গেম টি ওপেন করে ওই চিহ্নতে Click করুন।

 

৫.এবার Settings এ Click করুন।

 

৬.এবার De এবং Auto এই দুইটিতে Click করুন এবং Save করুন।

 

৭.এবার আপনার গেম এর coins,gems,elixir অনুযায়ী বর্তমানে যত গুলো আছে সেটা লিখুন। যেমন : আমার coin আছে  2422 টি তাই বসাতে হবে 2422।তারপর আবার Minimize করুন এবং ভেলু বারান।

 

৮.এভাবে লেখতে হবে 😀

 

৯.তারপর Search দিতে হবে 😆

 

১০.তারপর Search হয়ে গেলে এই রকম আসবে তারপর Minimize করে আপনি যেটা বারাতে চাচ্ছেন সেটার ভেলু বারাতে হবে। সে ক্ষেত্রে আপনি coins,gems,elixir কালেক্ট করে বারাতে পারেন। যেমন:2422 থাকলে কিছু কালেক্ট করে 2500 করতে পারেন অথবা 2423 হলেও চলবে।আপনার ইচ্ছা মত করতে পারেন তবে যেটা আছে অবশ্যই তার বেশি হতে হবে।কিন্তু কালেক্ট করার পর বর্তমান এ যেই ভেলু আছে সেটা বসাতে হবে।

 

১১.তারপর ওই Into এর পরে আপনার নতুন ভেলু বসাতে হবে। যেমন :2500

 

১২.তারপর যত লাগবে সেই ভেলু বসাতে হবে :)। যেমন: 99999

 

১৩.তারপর ভেলু বসিয়ে Continue এ Click করুন।

 

১৪. ঠিক এই ভাবে আপনি coins,gems,elixir সব হ্যাক করতে পারবেন।আপনার কাজ শেষ এবার আপনিও হন Clash of clans এর রাজা 😆  😎

 

চাইলে আমার ফেসবুক আইডি ঘুরে আসতে পারেন 😎

ফেসবুক এ আমি

আমি রাজ রাজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 19 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

নিজে ট্রাই করেছিলেন?

এটা বেশী চেষ্টা করলে ব্যান করে দেয়… :/

কাজ করবে না -_-

ভাই এইসব ফাউল পোস্ট করে Techtune এর হমে পেজ নোংরা করবেন না…clash of clans হ্যাক একমাত্র ওয়ার্ল্ড টপ ক্লাস hacker দারাই সম্ভব………প্রথমে নিজে ট্রাই করেন……

World এর Top Class Hacker দ্বারাও এ কাজ সম্ভব না।

clash of clans হ্যাক সম্ভব। কিন্তু বাংলাদেশ থেকে না।

ভাইজান চাপাবাজি একটু দেখে শুনে মারবেন না?আপনি প্রথম যে Screenshoot দিয়েছেন ওটার Twon Hall level কত?আর সর্বশেষ যেটা দিয়েছেন ওটার Town hall Level কত?আপনি চাপা মেরেছেন মেনে নিলাম Coin,elixer hack করেছেন but এই Twon hall 4 level থেকে 11 level এ আসতে কতদিন লাগে জানেন?চাপা মারার জায়গা এটা না।ধন্যবাদ !

কেউ প্লিজ রিপোর্ট করেন তো এটা তো Spam post..Townhall 11 বলতে কিছুই নাই..আর প্রথমে ছিল ২টা বিল্ডার পরে এসে ১টা হল কিভাবে কনো দিন বিল্ডার কমানো যায় নাকি..আজব..এই টিউন টা সম্পূর্ণ ভুয়া কিন্তু এতক্ষন ধরে থাকছে কেন ডিলিট করে দেয়া হোক..

কামরুল ভাই টাউনহল 11 বলতে কিছু নাই..বাট জেম দিয়ে ১মিনিটেই টাউনহল 10এ যাওয়া যায়..

এটা আগে হইত।
নতুন ভার্সনে আর হয় না।

এছাড়াও আরো অনেক উপায়ে হ্যাক করার চেষ্টা করেছি।
নতুন ভার্সন গুলোতে Phone > Server > Phone Sync হয়।
তাই আর হ্যাক করা সম্ভব হয় না।

হয় না,,,

clash of clanes…..Join my Clans
THE LION STATE