Maximus Max908 এর Stock Rom / Firmware ১০০% কাজ করবে গ্যারান্টি… বীর বাঙালীর পরিপুর্ণ টিউটোরিয়াল।

আসসালামু আলাইকুম
আশা করি সবাই ভালো আছেন।
সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের পোস্ট। কিছুদিন আগে আমার এক ফ্রেন্ডের Maximus Max908 ফোনে কাস্টম রম ফ্ল্যাশ করতে গিয়ে ফোনের IMEI Null / Invalid হয়ে যায়। আমার কাছে নিয়ে আসার পর AndroidXda থেকে স্টক রম ডাউনলোড করে ফ্ল্যাশ করতে গিয়ে দেখি Firmware Error দেখায়। অনেক জায়গা থেকে ডাউনলোড দিলাম কিন্তু কোনটাই কাজ করছিল না। অবশেষে একটি Firmware কাজ করল আর হাফ ছেড়ে বাঁচলাম। নিচে সেই কার্যকরী Firmware এর লিংক দিয়ে দিলাম। সাথে SP Flash Tool আর Drivers এর লিংকও দিয়ে দিলাম।
স্টক রম(Firmware)ডাউনলোডঃ
ফ্লাশ টুলস ও ড্রাইভার ডাউনলোডঃ
ফ্লাশ করার পদ্ধতি

  • প্রথমে Scatter Loading এ ক্লিক করে Firmware এর ফোল্ডার থেকে Scatter ফাইলটি সিলেক্ট করুন।

  • Scatter Loading হয়ে গেলে Download এ ক্লিক করুন। এখন ফোন বন্ধ করে ব্যাটারি খুলে পিসিতে USB দিয়ে কানেক্ট করে সাথে সাথে Volume Up বাটন চেপে ধরে রাখুন।

  • এখনো চেপে ধরেই রাখুন। লাল রঙের লোডিং শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
  • এখনো চেপে ধরেই রাখুন। বেগুনি রঙের লোডিং শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।

  • হলুদ রঙের লোডিং আসলে বাটন ছেড়ে দিন। এবং লোডিং শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। ১০ মিনিটের মত লাগতে পারে।

  • নিচের মত সবুজ বৃত্ত আসলে ফোন USB থেকে খুলে ফেলুন।

  • ব্যাটারী লাগিয়ে ফোন অন করুন। ফোন অন হতে ৫ মিনিটের মত লাগতে পারে। ব্যাস আপনার ফোনে সফলভাবে স্টক রম ফ্লাশ হয়ে গেছে।
সবাই ভালো থাকবেন।
কোন সমস্যা হলে ফেইসবুকে আমাকে মেসেজ করবেন
সর্বপ্রথম প্রকাশিত এখানে

Level 0

আমি বীর বাঙালী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাই maximus এর Custom ROM পাইলে জানিয়েন ….

Walton gf এ এইটা কাজ কর‌বে?

walton gf এর জন্যে firmware Download করে নিতে হবে… আর ফ্লাশ করার নিয়ম উপরের মতই

Firmware Link: https://drive.google.com/uc?id=0BzBYFkpdWGDIS20zVkFSVFZyU3c

ধন্যবাদ লিংক দেয়ার জন্য। মোবাইল সা‌র্ভি‌সিং সেন্টা‌রে গেলাম , ওরা ৩০০ টাকায় ফ্লাশ ক‌রে দি‌বে। ত‌বে একটু রিস্ক আ‌ছে বল‌লো। আ‌মি নি‌জে কর‌লে কি কোন রিস্ক আ‌ছে? আর ফ্লাস করার প‌রে আর কি কি কাজ থা‌কে য‌দি জনান। ভা‌লো থাক‌বেন।

    কোন রিস্ক নেই…
    আপনি শুধু উপরের নিয়মগুলো মেনে ফ্লাশ করেন।
    আর ফ্লাশ করার আগে অবশ্যই পিসিতে Driver গুলো ইন্সটল করে নিবেন।
    আর ফ্লাস করার পর আর কোন কাজ থাকে না। ফোন একদম নতুনের মত হয়ে যায়।
    All the best…
    কোন Problem হলে আমাকে ফেইসবুকে জানাবেন

ভাই ফ্লাশ করার জন্য পিসিতে কি কি ড্রাইভার ইনিষ্টল করা লাগে… এবং কি ভাবে ইনিষ্টল করে দয়া করে একটু বলবেন…।