স্মার্টফোন কিনেছেন ! কিন্তু ফোনের ফন্টকে স্মার্ট করতে পারেননি ! আসুন ফন্টকেও করে নেই স্মার্ট

আসসালামু ওয়াআলাইকুম , আশা করি সবাই ভালোই আছেন  🙂 আমরা অনেকেই চাইনিজ স্মার্টফোন ব্যবহার করি কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় ফোনের সবকিছু স্মার্ট হলেও ফন্ট পুরাই ক্ষ্যাত যাইহোক আমার মনেহয় আজকের এই টিউনের পরে আপনি নিজেই আপনার ফোনের ফন্টকেও স্মার্ট বানিয়ে ফেলতে পারবেন ।

আর কথা বাড়াতে চাই না, চলুন এবার টিউন শুরু করা যাক ...

আপনার ফোনকে স্মার্ট করতে যে সফটওয়্যারগুলো লাগবেঃ

প্রথমেই আপনার ফোনকে রুট করে নিতে হবে , রুট করার কথা শুনেই হয়তো ভাবতে পারেন যে রুট করে আবার ঝামেলাতো পরবো নাকি !! ওয়ারেন্টি বাতিল হয়ে যাবেতো !! এত্ত ভাবার কিছু নাই কারণ আপনি যদি রুট করতে পারেন তাহলে আনরুট ও করতে পারবেন ।

যাইহোক আমি আমার এই টিউনে আজকে রুট করে ফন্ট চেঞ্জ করা সম্পূর্ণটাই দেখাবো আর এজন্য আমরা জাস্ট দুইটা সফটওয়্যার ইউজ করবো ...

  1. রুট করার জন্যঃ ফার্মরুট ।
  2. ফন্ট চেঞ্জ করার জন্যঃ আই ফন্ট ।

সফটওয়্যার দুইটি ডাউনলোড করে নি এখান থেকেঃ i-font+Farmroot

 

তো চলুন এবার কাজ শুরু করা যাক । প্রথমে ফার্ম রুট ও আই-ফন্ট ইন্সটল দিন ইন্সটল হয়ে গেলে নিচের ছবির মত দুইটি আইকন পাবেনঃ

 

এরপর ফার্মরুট সফটওয়্যারটি ওপেন করুন, ওপেন করলে নিচের ছবির মত দেখতে পাবেনঃ

 

 

 

এরপর উপরের ছবির মত Install Super Su এ ক্লিক করুন, ক্লিক করলে নিচের ছবির মত আসবেঃ

 

 

দেখুন এখানে Install super su এবং এর নিচে Unroot নামে আরেকটি অপশন আছে , হ্যা এই অপশন ইউজ করে আপনি আপনার ফোনকে আনরুট ও করতে পারবেন । আর সিস্টেমও ঠিক একই রকম ।

তো আমরা যেহেতু রুট করতে চাচ্ছি তাই আমরা Install Super Su অপশন সিলেক্ট করবো এবং Boromir নামের যে অপশন আছে সেটাতে সিলেক্ট করবো ।

এরপর একটি কনফার্মেশন মেসেজ শো করবে তারপর আপনার ফোনটিকে রিস্টার্ট করুন এরপর ফোন অন হলে দেখুন আপনার Apps এর মধ্য নিচের মত (Super Su) একটি আইকন শো করছে কি না ... যদি শো করে তাহলে ফোন রুট হয়ে গেছে  ...

 

 

পরে যদি কখনও ফোনকে আনরুট করতে চান তাহলে ঠিক একই সিস্টেমে আনরুট করে নিতে পারবেন । রুটতো করা হলো তো চলুন এবার ফন্টকে স্মার্ট করে ফেলি ।

 

তো এবার ওপেন করুন আই-ফন্ট, আই-ফণ্ট ওপেন করলে নিচের ছবির মত দেখতে পাবেনঃ

 

সফটওয়্যার এর প্রথম পেজে যে ফন্টগুলো পপুলার সেগুলো শো করবে , এই সফটওয়্যারে আপনি বিভিন্ন দেশের বিভিন্ন ধরেনের ফন্ট পাবেন এজন্য EN, FR, ES, AR বা যেকোন একটিতে ক্লিক করুন তাহলে নিচের ছবির মতো আসবেঃ

 

 

 

এখান থেকে আপনি English, French, Spanish, Vietnam বিভিন্ন দেশের ফন্ট পাবেন তো এবার চয়েজ করুন এবং যেটা চয়েজ হবে সেটাতে ক্লিক করুন ।

ক্লিক করলে ডাউনলোড অপশন পাবেন ডাউনলোড ফাইল খুবই ছোট , ডাউনলোড হয়ে গেলে নিচের ছবির মত Set নামে একটি অপশন পাবেনঃ

 

Set বাটনে ক্লিক করলে Grant নামে একটি অপশন আসবে এখন যদি আপনি Grant অপশনে ক্লিক করেন তাহলে ফোন অটোমেটিকভাবে একবার রিস্টার্ট নিবে ব্যাস কাজ শেষ এবার ফোন অন হলেই দেখবেন আপনার ফোনের ফন্ট স্মার্ট হয়ে গেছে 🙂

আপনি যদি আবার আপনার ফোনের আগের ফন্টএ ফিরে যেতে চান তাহলে i-font এর মধ্য নিচের মত  Factory Font নামে একটি অপশন পাবেন:

 

এটা থেকে খুব সহজেই আপনি আপনার আগের ফন্টে ফেরত যেতে পারবেন সবথেকে ভালো হয় প্রতিবার ফন্ট চেঞ্জ করার আগে একবার Factory Font থেকে ফোনের Default ফন্টে গিয়ে তারপর আবার নতুন ফন্ট ডাউনলোড করে Set করে নেওয়া।

 

 

আসলে এটা ফন্ট চেঞ্জ করার খুবই সহজ একটা সিস্টেম আরোও অনেক সিস্টেম আছে আমি এভাবে করেছি এজন্য এটাই শেয়ার করলাম । এই সিস্টেমে ফন্ট চেঞ্জ করতে আশাকরি আপনাদেরও কোন সমস্যা হবে না । 🙂

টিউন লিখতে গিয়ে হয়তো কিছু ভুল-ভ্রান্তি হতে পারে তাই ভুল ভ্রান্তি ক্ষমার দৃষ্টিতে দেখলে খুশি হবো 🙂

আর ফন্টকে স্মার্ট করতে গিয়ে কোন রকম সমস্যা হলেতো কমেন্ট বক্স খোলাই আছে 🙂

আজকে এ পর্যন্তই শেষ ইনশাল্লাহ সামনে আরো ভালো কিছু টিউন করার চেষ্টা করবো 🙂

খোদা হাফেজ 🙂

Level New

আমি তৌহিদ ইমাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি তৌহিদ ইমাম ২০১৫ সালে ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেছি প্রযুক্তি বিষয়ে জানতে খুব ভালো লাগে । টিটি থেকে অনেক কিছু পেয়েছি আজও অনেক কিছুই পাচ্ছি আর পাওয়াগুলো কাজে লাগিয়ে যদি নিজের দেশের জন্য কিছু করতে পারি তাহলেই উপকৃত হব ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

font change a naki set brick hoy?????

ata ki eng & bangla dutai change hobe???? dutai change korar way ki???????????

    ব্রিক হওয়ার কোন সম্ভাবনা নেই , আমি নিজেও আমার ফোনের ফন্ট চেঞ্জ করছি আর এটাতে জাস্ট ইংলিশ ফন্ট চেঞ্জ হবে বাংলা ফন্ট চেঞ্জ করার সিস্টেম আমি এখন ও পাইনি পেলে ইনশাল্লাহ জানাবো 🙂 টিউনমেন্টের জন্য ধন্যবাদ 🙂

আমি এই এপ্পস দিয়ে আমার ওয়ালটন ডিটু মোবাইলের ফন্ট চ্যাঞ্জ করে আর ডেফল্ট ফন্ট ফিরিয়ে আনতে পারিনি।
সাথে ব্যাটারি ৭৩ % চার্জ হয়ে আর চার্জ হতনা।।।
যদিও আমার সিম্ফনি মোবাইলটাতে উপরের দুই সমস্যার একটা সমস্যা দেয় নাই।।

    ভাইয়া আমারটাও Walton Primo X1 আমি তো এ পর্যন্ত ২/৩ বার ফন্ট চেঞ্জ করছি কোন সমস্যা হয় নাই , প্রতিবার ফন্ট চেঞ্জ করার আগে ডিফল্ট ফন্ট এনে তারপর ফন্ট চেঞ্জ করছি 🙂 আমার কয়েক ফ্রেন্ড এর ও করে দিছি কোন সমস্যা হয়ে নাই ।

Phone brick korte pare …amar ta korchilo ..sobtheke valo hoy. CwM er sahajje font change kora ….10000% sure korbe na ..korleo PC te flash charao font restore kora jay …

    আমি এ পর্যন্ত ৩ অথবা ৪ টা ফোনে করেছি, এ পর্যন্ত একটাও ব্রিক করে নাই 🙂