রুট করুন আপনার Android smart phone এর সকল মডেল এটি একাই একশো

আসসালামুওয়ালাইকুম। প্রথমেই আল্লাহর নামে শুরু করছি।

হ্যালো টেকটিউনস কমিউনিটি, কেমন আছেন সবাই। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালই আছেন।

রুট নিয়ে অনেক টিউন আছে কেউ কেউ উপকৃত হয়েছেন কারো আবার পশ্চাৎদেহের গহিন ছৃদ্রে গেছে আছোলা বাঁশ। তাই, যে রুট করবেন বেকআপ নিয়ে তার পর করেন। আসলে রুট কী? মোবাইল রুট করলে কি কি সুবিধা পাওয়া যায়? এসব প্রশ্নের সহজ উত্তর----

রুট হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর বা প্রশাসক, একটি পারমিশন বা অনুমতি। এই অনুমতি থাকলে ব্যবহারকারী সেই ডিভাইসে যা ইচ্ছে তাই করতে পারেন।

# Latest and most powerful root solutions guarantee highest success rate.

যাই হোক কাজের কথায় আসি। এ কাজের জন্য আপনার দুটি জিনিস দরকার হবে

১ কম্পিউটার

২ ইন্টারনেট

প্রথমেই আপনার ফোনের settings এ যান, Developer options এ যান, USB debugging enable করুন। এখন CLICK HERE এখান  থেকে Nirjhar android root All in one নামক এপ্লিকেশনটি ডাউনলোড করতে হবে। তারপর কম্পিউটার এ সেটাপ দিন এবার এপ্লিকেশনটি ওপেন করে মোবাইল কানেক্ট করুন। আপনাকে অবশ্যই নেট কানেক্টেড থাকতে হবে। এখন ড্রাইভার ডাউনলোড শুরু হবে।

ড্রাইভার ডাউনলোড শেষ হলে নতুন একটি পেইজ আসবে যেখানে রুট বাটন দেখাবে রুট বাটনে ক্লিক করে বসে থাকুন যতক্ষন না পর্যন্ত আপনার পিসির স্কিনে successfully rooted দেখায়। এর মাঝে আপনার ফোন কয়েকবার রিবুট করবে। আপনি কিছুই করবেন না successfully rooted দেখানোর আগে পর্যন্ত। সম্পূর্ণ কাজে নেট কানেক্টেড রাখবেন। নাহলে সমস্যা দিতে পারে।

# The easiest and fastest one click apk to root your Android.

হ্যাঁ এটা দিয়ে সরাসরি মোবাইল থেকে রুট করতে  পারবেন অ্যাপ্স টি ডাউনলড করে ইন্সটল করুন।

অ্যাপ্স টি ওপেন করে রুট বাটনে ক্লিক করুন।

ধন্যবাদ সবাইকে।

ফেসবুকে আমি লাইক দিয়ে কানেক্ট থাকুন যেকোনো সমস্যাই বলতে পারেন।

Level 0

আমি নির্ঝর মাহবুব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 30 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই আমার মোবাইলে প্যাটান লক হয়ে গেছে। এখন Email আর Password চাচ্ছে । কিন্তু ইন্টারনেট কানেক্ট নাই বলে কাজ হচ্ছে না। Factory Reset দেওয়ার চেষ্ঠা করেছি। কিন্তু কাজ হচ্ছে না। আপনার কাছে কি এমন কোন Softwer আছে যেটা কম্পিউটার থেকে USB কানেক্ট করে Password ভাঙ্গা অথবা Restore করা যায়। একটু জানালে উপকৃত হব।
(কোরিয়ান মোবাইল Take SM200)

Level 0

এমন একটি টিউন খুঁজতেছিলাম অনেক দিন ধরে,ধন্যবাদ ভাল একটি টিউন উপহার দেওয়ার জন্য

ভাল টিউন করেছেন

Thanks bro. bt app ta faltu.

মাহবুব ভাই, লাস্ট এ একটা সফটওয়্যার ইন্সটল করতে বল্লেন, অইটা করলে কি usb connecte ছাড়াও রুট হবে?? “samsung galaxy note-3” কি ভাবে রুট করব??
mehedi hasan@ আপনার মোবাইলের মডেল কত আর নাম কি বলেন, দেখি কিছু করা যায় কিনা

Thank you. If not work sorry.

ভাই ব্যাকআপ নিব কিভাবে সহজ একটা পদ্ধতি বলেন।পিসি নাই।।।মোবাইল এর মাধ্যমে কিভাবে করব বলেন প্লিজ।।আমি walton gh 2 ব্যবহার করি

ভালো টিউন।।
ভাই আমার প্রফাইলে পিক এড করতে পারতেছি না কেন???
একটু হেল্প করবেন???

এই আপ দিয়ে কি স্টক রম ব্যাকআপ নিব।।নাকি ইন্সটল দেয়া আপ ব্যাকআপ নিব???একটু বলেন প্লিজ

ভাই আপ্স টা মেইল করেন প্লিজ ডাউনলোড হচ্ছে না।। [email protected]

vaI apps er download link thik koren.apps to download kora jai na