আপনার এন্ড্রয়েড এর Ram কম হওয়াতে ভালো গেইম খেলতে পারেন না ? তাহলে আজই ইচ্ছেমত বাড়িয়ে নিন আপনার এন্ড্রয়েড এর Ram… বীর বাঙালীর পরিপুর্ণ টিউটোরিয়াল [ Only for Root User ]

আসসালামু আলাইকুম

আশা করি সবাই ভালো আছেন।

আজ আপনাদের শেখাবো কিভাবে আপনার ফোনের Ram বাড়িয়ে HD ও উচ্চমানের গেইম খেলতে পারবেন। তবে আপনার ফোন অবশ্যই রুট করা থাকতে হবে।

তাহলে চলুন শুরু করা যাক...

প্রথমে নিচের লিংক থেকে ফাইলগুলি ডাউনলোড করে নিন

এখন নিচের নির্দেশনা অনুসরন করুনঃ

  • প্রথমে BusyBox Open করে Install এ ক্লিক করুন। রুট Permission চাইলে Grant/Allow করুন।

  • এরপর Ram Expender ওপেন করে English ভাষা সিলেক্ট করুন

  • এখন নিচের ছবির মত Notify Icon, Autorun, Hyper এ টিক দিন। SwapFile=512MB এর জায়গায় আপনার প্রয়োজনীয় Ram এর সাইজ দিন। আমি এখানে 512 MB নিয়েছি। তবে মনে রাখবেন আপনি যতটুকু Ram বাড়াবেন ততটুকু জায়গা আপনার মেমোরী থেকে কমে যাবে। মেমোরী সিলেক্ট করার জন্যে অপশন বাটন চেপে SDCARD Directory তে যান।

  • এখন আপনার মেমোরী নির্বাচন করুন। চাইলে আপনার ফোন মেমরীও ব্যাবহার করতে পারেন।

  • এখন Swap activ এ টিক দিন।

  • লোডিং শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।

  • এখন ক্লোজ দিন।

  • আপনার SwapMemory active হয়ে গেছে।

  • নোটিফিকেশন ট্রেতে এইরকম দেখতে পাবেন।

  • মেমোরী থেকে এই ফাইলটি কখনো ডিলিট করবেন না। কারন এই ফাইলটি এখন আপনার অতিরিক্ত Ram হিসেবে কাজ করবে।

তাহলে আপনি এখন প্রস্তুত আপনার Law Ram Android ফোনে High Quality HD Game খেলার জন্যে।

সবাই ভালো থাকবেন

বীর বাঙালীর সাথেই থাকবেন

ফেইসবুকে আমাকে পাবেন এখানে

লেখাটি BirBangali24.Com থেকে সংগৃহীত

Level 0

আমি বীর বাঙালী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এই র‍্যাম টা কি আসল র‍্যামের মত কাজ করবে?

mobile ki root hoi a jabe….

এটা কোনো কাজেরই না…

কাজ করবে তো।

কাজ করেনা বরং আরো স্লো হয়ে গেছে,,,,,মুবাইল

ভাই পুরো process টা না জেনে টিউন করে কি লাভ৷ ভাইএরা আমি আমার phone এর 2GB ram incrase করেছি এবং খুব সুন্দর ভাবে কাজ করছে৷tt তে টিউন করেই আপনাদের সাথে Full process টা share করবো৷
ধন্যবাদ৷

সুন্দর এবং প্রয়োজনীয় একটি টিউনের জন্য আপনাকে ধন্যবাদ ভাই।!

ভাই এটা কি আসল রামের সাথে কি এড হবে। আর কিছু সেটাপ দিলে কি এখানে জাবে?

Kono kajer na

vai 1gb ram ky 2gb korly ki phone ar kono problem hoby…..

Vai Ami ki link2sd card softwear ar sate ram expander use korte parbo?

Admin…. memory swap দেখাচ্ছে but Ram memory তো, যা তাই।এটাকি শুধুমাত্র Game খেলার জন্য।

W68 এ অথবা যেকোন ৫১২ Ram এর ফোনে কি কেউ GTA San Andreas খেলে দেখেছেন কখনো…?

আমি খেলেছি তাও আবার সম্পুর্ণ ল্যাগ বিহীনভাবে…

ভাবছেন কিভাবে সম্ভব…
৫১২ Ram যেখানে কিনা GTA San Andreas ওপেনই হয় না সেখানে ল্যাগবিহীনভাবে খেলেলাম কিভাবে?

আমি বলব এই Ram Expender ব্যাবহার করে…
শুধু San Andreas ই নয়, Need For Spees Most wanted, Asphalt 8 Airborne, GTA IV, Gangstar Vegas, The Amazing Spider Man সব খেলেছি আমার Symphony W68 ফোনে…যা কিনা আগে শুধু কল্পনাই ছিল…
সম্ভব করেছে এই Ram Expender

বিঃদ্রঃ Ram Expender এ তৈরি Ram ফোনের মুল Ram এর সাথে যোগ হবে না ঠিকই কিন্তু গেম খেলার সময় প্রয়োজনীয় বাড়তি Ram এর যোগান দেবে…। এটাই Ram Expender এর কাজ.. ব্যাবহার না বুঝে অযথা এটাকে ভুয়া বলবেন না প্লিজ