একই বুট এনিমেশন প্রতিদিন ? এবার স্যামসাং গ্যালাক্সি মোবাইল বুট এনিমেশন বদলান রুট ইউজারদের জন্য

সবাইকে সালাম।কেমন আছেন সবাই? আজকে  আবার আসলাম এন্ড্রইড মোবাইল নিয়ে টিউন করতে । এখন প্রায় সবাই এন্ড্রইড মোবাইল ইউস করে,সবাই দেখে থাকবেন মোবাইল অন অফ করার সময় একটা এনিমেশন দেখা যায় ।মোবাইল কেনার পর থেকে ২ বছর ধরে দেখছি একই লোগো স্যামসাং এর দেখতে দেখতে বিরক্ত হয়ে শেষ পর্যন্ত বদলায় ফেললাম , আপনিও পারবেন বুট এনিমেশন বদলিয়ে ফেলতে।আমি যে সেটের বুট এনিমেশন বদলিয়েছি সেটা হল স্যামসাং গ্যালাক্সি এস ডুওস(GT-S7562)। অন্য স্যামসাং গ্যালাক্সি মডেলের বুট এনিমেশন এভাবে বদলাতে  পারবেন।এর জন্য

যা করতে হবে-

।মোবাইল রুট করা থাকতে হবে।স্যামসাং গ্যালাক্সি এস ডুওস(GT-S7562) এই সেটের রুট কিভাবে করে আগে টিউন করেছি।

।মোবাইল এ কাস্টম রিকোভারি ইন্সটল করা থাকতে হবে, আমি CWM recovery v5.5.0.4 ইন্সটল করেছি।স্যামসাং গ্যালাক্সি এস
ডুওস(GT-S7562) এই সেটের কাস্টম রিকোভারি কিভাবে ইন্সটল করে তা দেখতে এই লিঙ্ক এ যান।
।কাস্টম রিকোভারি থেকে বুট এনিমেশন ইন্সটল করা ।

কাস্টম রিকোভারি থেকে বুট এনিমেশন ইন্সটল করা (পিসির দরকার নাই)
GT-S7562 এই সেটে SD card এবং extSDcard এই দুই নামে ফোল্ডার থাকে, extSDcard হচ্ছে মোবাইলে যে মেমোরি কার্ড সেটা, আপনার পছন্দের বুট এনিমেশন ফাইল মোবাইল এ মেমোরি কার্ড (extSDcard)এ রাখুন। এই বুট এনিমেশন .zip আকারে নেট থেকে ডাউনলোড করে নেন।

এখন আপনাকে মোবাইল এর রিকভারি মোড এ যেতে হবে ।আপনার মোবাইল টা অফ করে ফেলেন,তারপর মোবাইল এর Volume up & down +power button + Home button (স্যামসাং গ্যালাক্সি এস ডুওস GT-S7562সেটের জন্য)একসাথে চেপে ধরে রাখুন, মোবাইল ভাইব্রেট করলে ছেরে দিন।এখন যে স্ক্রীন আসবে সেটা হল কাস্টম রিকোভারি, এখন নিচের ছবি ফলো করুন-

এভাবে নতুন নতুন এনিমেশন মেমোরি কার্ডে রাখুন , আর ইন্সটল  করুন , ভাল থাকবেন ,ধন্যবাদ

Level 0

আমি শিবলী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 120 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সুন্দর 🙂

ধন্যবাদ শেয়ার করার জন্য

কিন্তু বুট এনিমেশন পাব কোথায়???