Rooted android mobile এ play store সহ যে কোন system apps uninstall করুন সব থেকে সহজ উপায়ে…!!! প্রয়োজন হলে আবার restore ও করতে পারবেন…

সবাইকে সালাম আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার এবারের টিউন।আমি আজকের টিউনে আপনাদের সাথে সেয়ার করব কিভাবে আপনার রুটেড এন্ড্রয়েড মোবাইলে অপ্রয়োজনিয় সিস্টেম এপ্স আনইন্সটল করে সফটওয়্যার ইন্সটল এর মেমোরি(only apps install storage not internal memory storage) খালি রাখবেন।আমার জানামতে এইধরনের টিউন আগেও হয়ে থাকতে পারে তবে সেটা কপি করা বা তাদের এপ্স ব্যাবহার করা আমার উদ্ধ্যশ না।আমি এটা সেয়ার করতেছি জারা আগে উপকৃত হয়নি বা জানে না তাদের জন্য।আমার বিশ্বাস আমার সেয়ার করা এপ্স টি দিয়ে সকলেই উপকৃত হবেন।এই বেপারে আগে থেকেই জারা জানেন বা উপকৃত হয়েছেন তারা বাকিটা কষ্ট করে না পড়লেও চলবে।দয়া করে নিজে জানেন বলে অন্যদের জানার বেঘাত ঘটাবেন না।খারাপ টিউমেন্ট থেকে দূরে থাকবেন।
আমি সস্থা দেখে একটা এন্ড্রয়েড মোবাইল walton primo g5 কিনলাম(সস্থা দেখে কিনার কারন হল আপনারা জানেন যে অল্প দামে সস্থা গরিব মানুষের আস্থা)।আমার মোবাইলে 1gb ram,1gb software install storage...কিন্তু সমস্যাটা এখানেই কারন 1gb software install storage এ আমি কোন এপ্স ইন্সটল না করলেও মোবাইলের সিস্টেম এপ্সস প্রায় ৫০০-৬০০ মেগার মত জায়গা দখল করে রাখে।তার মধ্যে আমি অনেক গুলা এপ্স ব্যাবহারো করিনা-যেমন গুগুল হ্যাং আউট,জিমেইল,গুগুল টেক্সট টু স্পিস,ইউটিউব।এইগেল এই সমস্যা অন্যদিকে প্লে স্টোর ত তার বিশাল ক্ষমতা দেখাই গুগল প্লে সার্ভিস+গুগুল সার্স+গুগুল প্লে স্টোর তিনডা
মিলে পুরা ১৬২ মেগা জায়গা দখল করে রাখচে তারমধ্যে যখন software install storage সর্বমোট৮৫০ মেগা হয় তখন 150 মেগা খালি থাকা সত্বেও প্লে স্টোর থেকে কিছু ডাওনলোড করতেদেয় না।।তাই সব ভেবে সিদ্ধান্ত নিলাম গুগুল প্লে স্টোর আর ব্যাবহার করবনা মার্কেটের জন্য ওয়ান মোবাইল মার্কেট ব্যাবহার করব এবং আপ্রয়োজনিয় সকল সিস্টেম এপ্স কে জমের বাড়ি পাঠাব।জাই হক আপনাদের সাথে আজাইরা অনেক পেছাল মারলাম চলেন আর কথা না বাড়িয়ে এবার সরসরি কাজে নেমে পড়ি।

প্রথম শর্ত আপনার মোবাইলটি অবশ্যই রুটেড হতে হবে।রুট করা না থাকলে আগে রুট করে নিন...

আপনি কাজটি দুই ভাবে করতে পারেন।
ধাপ ১-root explorer apps ব্যাবহার করে।
ধাপ ২-titanium backup apps ব্যাবহার করে।

ধাপ ১-প্রথমে আপনি  root explorer pro version apps টি ডাওনলোড করেনিন।
এবার root explorer apps টি install করে open করেন...

root directory থেকে একদম শেষের দিকে system folder open করেন ...

system directory থেকে একদম উপরে app folder open করেন...

 


এই folder এ আপনি আপনার সকল system apps list দেখতে পাবেন।
কিন্তু apps  গুলা remove করার আগে আপনাকে mourt R/C তে ক্লিক করতে হবে।

 


এবার আপনি যে apps remove করতে চান সেখানে click করে ধরে রাখলে আমার মত একটা মেনু দেখতে পাবেন
তারপর delet এ click করে remove করে দেন।

বিঃদ্রঃ-আপনি root explorer দিয়ে all apps delete করতে পারবেন না।আবার একবার delete করলে
পরবর্তিতে সেটা প্রয়োজন হলেও আর restore করতে পারবেন না।কিন্তু titanium backup apps
ব্যাবহার করলে আপনি all apps আপনার backup রাখতে পারবেন এবং পর্বরতিতে প্রয়োজন হলে
আবার restore করতে পারবেন।

ধাপ ২ঃ-প্রথমে play store  থেকে titanium backup apps টা ডাওনলোড করেনেন।অথবা মিডিয়া ফায়ার  link  থেকেও ডাওনলোড করে নিতে পারেন।ডাওনলোড করার পর এপ্সস টি ইন্সটল করে ওপেন করেন...


রুট পারমিসান ইয়েস দিন...

 


backup/restore এ click করেন...পারমিসান চাইলে yes i wanna see তে click করে ok করে দিন...

আপনি এখানে আপনার সকল system apps এর list দেখতে পাবেন...

 

 

আবার  আপনি  যেই apps uninstall করতে  চান সেটাতে click করেন...ক্লিক করলে আমার মত option গুলা দেখতে পাবেন।এখান থেকে  আপনি চাইলে সেটাকে backup করে রাখতে পারেন।পরে প্রয়োজন হলে আবার re store করতে পারবেন।আবার যদি মন চায় তাহলে freeze ও করে রাখতে পারেন।পরে প্রয়োজন হলে unfreeze ও করতে পারবেন।তবে এর জন্য titanium backup pro  key apps লাগবে।আমি আপনাদের সুবিধার্থে মিডিয়া আগুনে link আপলোড করে দিয়েছি।

আজকের মত এখানেই বিদাই।সবাই ভাল থাকবেন।আমার কোন ভুল ত্রুটি হলে দয়া করে ক্ষমা ও সোন্দর দৃষ্টিতে দেখবেন।আর কোন কিছু না বুজলে টিউমেন্ট করতে ভুলবেন না।

আমার fb  আইডি .......

Level 2

আমি সাইবার গোস্ট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 58 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

জানতে আর শিখতে চাই অনেক কিসু কিন্তু দুষ্ট বুদ্ধির কারনে কিসুই শিখা হয় না।।। আইটি-কম্পিউটার আর ইন্টারনেট পাগল....


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

@সাগর আহমেদ…thank you

হুুমমমমমমমমমমম সুন্দর পোস্ট

@সাইফুর রাজাঃধন্যবাদ আপনাকে।

vai NOKIA XL ki vabe root korbo plz help me

software version 1.2.3.21

@md rofqul islam saim: টিউমেন্ট করার জন্য আপনাকে ধন্যবাদ।দেরিতে রিপ্লে দেয়ার জন আন্তরিখ ভাবে দুঃখিত।আপনি গুগুলে গিয়ে vroot লিখে সার্স করেন।পিসি ভার্সন অর্থাৎ .exe apps download করে পিসি থেকে রুট করার ট্রাই করতে পারেন।আশা করি সফল হবেন।